২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

সুইট কর্ন স্যুপ

মুখরোচক সুইট কর্ন স্যুপ

 সুইট কর্ন স্যুপ বানানোর উপকরণ

  • ১ কাপ সুইট কর্ন
  • ১ টি পিঁয়াজ কুচি
  • ১ চা চামচ আদা রসুন কুচি
  • স্বাদমতো নুন
  • পরিমাণ মতো তেল
  • পরিমাণ মতো জল
  • ১ চা চামচ কর্নফ্লাওয়ার
  • ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  • ১ চা চামচ লেবুর রস

মুখরোচক সুইট কর্ন স্যুপ প্রস্তুত প্রণালী

  • (১) প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে আদা-রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে।
  • (২) এবার তার মধ্যে হাফ কাপ সুইট কর্ন দিয়ে আরো ১/২ মিনিট ভেজে নিতে হবে।
  • (৩) তারপর হাফ কাপ সুইট কর্ন মিক্সিতে ভাল করে ব্লেন্ড করে নিতে হবে।
  • (৪) এখন ব্লেন্ড করা সুইচ কর্ন-এর মিশ্রণটা কড়াইতে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • (৫) তারপর পরিমাণমতো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে প্রায় ১৫ মিনিটের মত রান্না করতে হবে।
  • (৬) ১৫ মিনিট পর একটা বাটিতে কর্নফ্লাওয়ার একটু জলের সাথে এগুলো নিয়ে কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করতে হবে।
  • (৭) ৫ মিনিট পর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে পরিবেশন করতে হবে।

Leave a Comment