HS Philosophy Syllabus 2023 | উচ্চমাধ্যমিক দর্শন সিলেবাস ২০২৩

উচ্চমাধ্যমিক দর্শন বিষয়ের ২০২৩ সালের সম্পূর্ণ সিলেবাস, কোন্ কোন্ অধ্যায় থেকে কত নাম্বার থাকবে তার সম্পূর্ণ নাম্বার বিভাজন তুলে ধরা হল।

HS Philosophy Syllabus 2023

Table of Contents

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর দর্শন সিলেবাস ২০২৩

অবরোহ যুক্তিবিজ্ঞান

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের সিলেবাস- ২০২৩ সালে ‘অবরোহ যুক্তিবিজ্ঞান’ অধ্যায়ের অন্তর্গত Topic গুলি নিম্নে তুলে ধরা হল।

প্রথম অধ্যায়ঃ- যুক্তি (Argument)

  • যুক্তির স্বরূপ,
  • অবরোহযুক্তি ও আরোহ যুক্তি,
  • যুক্তি ও মুক্তির আকার,
  • যুক্তির বৈধতা,
  • বৈধতা ও সত্যতা,
  • যুক্তির অবৈধতা।

দ্বিতীয় অধ্যায়ঃ বচন (Proposition)

  • বাক্য ও বচন।
  • গুণ, পরিমাণ ও সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণীবিভাগ।
  • নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা।
  • বচন ও বচনাকার।
  • পদের ব্যাপ্যতা।
  • বাক্যকে বচনে পরিণত করার নিয়মাবলি।

তৃতীয় অধ্যায়ঃ- বচনের বিরোধিতা ও বিরূপতা (Opposition of Proposition)

  • বচনের বিরোধিতা সম্বন্ধে ধারণা।
  • গতানুগতিক বিরোধ চতুষ্কোণ।
  • বিরোধানুমান বা বিরূপানুমান।
  • বিভিন্ন প্রকার বিরোধিতার সূত্রাবলি।

চতুর্থ অধ্যায়ঃ- অমাধ্যম অনুমান (Immediate Inference)

  • অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য।
  • অমাধ্যম অনুমানের একটি আকার হিসেবে আবর্তন।
  • আবর্তনের নিয়ম ও শ্রেণীবিভাগ।
  • অমাধ্যম অনুমানের একটি আকার হিসেবে বিবর্তন।
  • বিবর্তনের নিয়ম।
  • বস্তুগত বিবর্তন।

পঞ্চম অধ্যায়ঃ- নিরপেক্ষ ন্যায় (Categorical Syllogism)

  • নিরপেক্ষ ন্যায়ের প্রকৃতি,
  • নিরপেক্ষ ন্যায়ের গঠন,
  • ন্যায় অনুমানের সংস্থান,
  • ন্যায়ের মূর্তি,
  • ন্যায়ের সাধারণ নিয়মাবলি,
  • ন্যায়ের বিভিন্ন প্রকার দোষ,
  • সংক্ষিপ্ত ন্যায়,
  • ন্যায়ের বৈধতা বিচার।

ষষ্ঠ অধ্যায়ঃ- প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় (Hypothetical and Disjunctive Syllogism)

  • সাপেক্ষ বা যৌগিক যুক্তি,
  • প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়,
  • প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম,
  • প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার,
  • বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়,
  • বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম,
  • বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার।

সপ্তম অধ্যায়ঃ- বুলীয় ভাষ্য ও ভেনচিত্র (Boolean Interpretation and Venn Diagram)

  • নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য,
  • নিরপেক্ষ বচনের যেন রেখাচিত্র।

অষ্টম অধ্যায়ঃ- সত্যাপেক্ষক বা অপেক্ষক (Truth Functions)

  • গ্রাহক ও ধ্রুবক,
  • সত্যাপেক্ষ বচন,
  • নিষেধক বচন,
  • সংযৌগিক বচন,
  • বৈকল্পিক বচন,
  • বস্তুগত সংশ্লেষের প্রতীক,
  • স্বতঃসত্য,
  • স্বতঃমিথ্যা,
  • অনির্দিষ্ট বচনাকার,
  • সত্যসারণির সাহায্যে যুক্তি ও যুক্তি আকারের বৈধতা বিচার।

আরোহ যুক্তি বিজ্ঞান

প্রথম অধ্যায়ঃ- আরোহ অনুমানের স্বরূপ (Nature of Induction)

  • আরোহ অনুমানের ভিত্তি,
  • আরোহ অনুমানের আকারগত ভিত্তি,
  • আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি,
  • বৈজ্ঞানিক আরোহ অনুমান,
  • অবৈজ্ঞানিক আরোহ অনুমান,
  • উপমাযুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান,
  • উপমাযুক্তির মূল্যায়ন সম্পর্কিত মানদণ্ড।

দ্বিতীয় অধ্যায়ঃ- কারণ (Cause)

  • কারণের প্রকৃতি,
  • কারণ ও শর্ত,
  • আবশ্যিক শর্তরূপে কারণ,
  • পর্যাপ্ত শর্তরূপে কারণ,
  • আবশ্যিক-পর্যাপ্ত শর্তরূপে কারণ,
  • বহুকারণবাদ।

তৃতীয় অধ্যায়ঃ- মিল -এর পরীক্ষামূলক পদ্ধতি (Mill’s Experimental Methods)

  • পরীক্ষামূলক পদ্ধতি,
  • অপসারণের নিয়মাবলি,
  • অন্বয়ী পদ্ধতি,
  • ব্যতিরেকী পদ্ধতি,
  • অন্বয়-ব্যতিরেকী পদ্ধতি,
  • সহ পরিবর্তন পদ্ধতি,
  • পরিশেষ পদ্ধতি,
  • মিলের পদ্ধতির সাহায্যে আরোহ যুক্তির বিচার।

চতুর্থ অধ্যায়ঃ- আরোহমূলক দোষ (Inductive Fallacies)

  • অবৈধ সামান্যীকরণ দোষ,
  • কাকতালীয় দোষ,
  • সহকার্যকে কারণ মনে করার দোষ,
  • আবশ্যিক শর্তকে সমগ্র কারণ মনে করার দোষ,
  • অপ্রাসঙ্গিক বিষয়কে কারণ মনে করার দোষ,
  • মন্দ উপমাযুক্তি,
  • অপর্যবেক্ষণ দোষ,
  • ভ্রান্ত পর্যবেক্ষণ দোষ,
  • আরোহ মূলক দোষ এবং তার বিচার।

অবরোহ যুক্তিবিজ্ঞান (50 Marks)

TopicMCQSAQDAQTotal
যুক্তি1×3=31×1=14
বচন1×3=3
বচনের বিরোধিতা বা বিরূপতা1×3=3
অমাধ্যম অনুমান1×3=3
নিরপেক্ষ ন্যায়1×3=3
প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়1×3=3
বুলীয় ভাষ্য ও ভেনচিত্র1×3=3
সত্যাপেক্ষক

Leave a Comment