সেরাদের ১০ অভ্যাস

নিজেকে বদলাতে সেরাদের ১০ অভ্যাস অনুসরণ করুণ। কারণ মানুষ হল অভ্যাসের দাস। যদি নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অভ্যাসও কিন্তু আপনার দাস হতে পারে। আসুন দেখে নিই ১০ টি গুরুত্বপূর্ণ অভ্যাস যেগুলি সেরা হতে পথ দেখায়।

motivational, motivational speech, motivational video, motivation, inspirational video, motivational music video, habits of all successful people, success habits, habits of success, successful habits, habits speech, habits motivational video, habits motivation, successful people motivation, motivation for success, goal setting, goal setting success, set goals

জেনে নিন সেরাদের ১০ অভ্যাস

ছোট ছোট উন্নতির দিকে নজর

কৃতীরা সাধারণত ছোট ছোট উন্নতির দিকে চোখ রাখেন। এতে কার্যক্ষমতা বা উৎপাদনশীলতা বাড়ানো তাদের দৈনন্দিন রুটিনের আংশ হয়ে যায়।

বিরতি নিতে জানতে হবে

কখন বিশ্রাম বা বিরতি নেবেন, জানাটা জরুরি। ক্লান্তিবোধ না করলেও বিশ্রাম নিতে হবে। অনেক সময় বুঝতেও পারি না যে আমরা ক্লান্ত। কৃতী কর্মী ও শিক্ষার্থীরা ব্যস্ত সময়সূচিতেও বিশ্রামের জন্য হাতে আলাদা সময় রাখেন।

জানতে হবে অন্যের মত

উন্নতি করতে হলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মতামত নিতে হয়। যারা সফল তারা সাধারণত সহকর্মী, পরামর্শদাতা, এমনকি সমবয়সীদের কাছ থেকেও উন্নতি ও বিকাশের জায়গাগুলোর ব্যাপারে মতামত জানতে চান।

কৃতজ্ঞতা প্রকাশও চর্চার বিষয়

ছোট হোক বা বড়, জীবনের প্রতিটি জিনিসের জন্য বিনীতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সফল মানুষেরা প্রতিদিনই কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটি খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস। প্রতিটি সুযোগের জন্য প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও কৃতজ্ঞতা বোধ।

সাফল্যের জায়গায় নিজেকে ভাবা

যা হতে চান, সেই পদে নিজেকে কল্পনা করা এবং কল্পনাকে বাস্তবে রূপ দিতে পরিকল্পনা করা – এটিও সফল মানুষের বৈশিষ্ট্য। যে জীবনটা আপনার স্বপ্ন, তা যাপন করার অভ্যাস করুন। অভ্যাসটি ধারাবাহিকভাবে অনুশীলন করুন। স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য নিজেকে প্ররোচিত করতে এগুলো প্রয়োজনীয়।

সাফল্য উদযাপন

ছোট বা বড় দুই ধরনের সাফল্যই সফল মানুষেরা উদযাপন করেন। নিজেদের অগ্রগতি বা উন্নতির স্বীকৃতি দেন। একই সঙ্গে লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিকভাবে কাজ করেন।

স্বেচ্ছাসেবামূলক কাজ

স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকাটাও একটা গুরুত্বপূর্ণ অভ্যাস। এসব কাজের মধ্যে মানুষ তার পেশাদার জগতের বাইরেও পরিপূর্ণতা, অর্থ ও উদ্দেশ্য খুঁজে পান।

মননশীলতা বাড়ানোর অনুশীলন

কৃতীরা মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে ধ্যান ও গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করেন। এটি তাদের মননশীলতা বাড়ায়।

নিজের জন্য লেখা

আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো লেখালেখি। নিজের অভিজ্ঞতা, আবেগ ও চ্যালেঞ্জগুলো লিখে রাখুন। এই অভ্যাস নিজেকে জানতে এবং সামনে নানা পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে। অর্থাৎ জার্নালিং হলো নিজের ক্যারিয়ারের একটি আয়না।

সৃজনশীলতার চর্চা

পড়ালেখায়-কাজে সফল মানুষেরা সাধারণত তাদের পূর্ণকালীন কাজের পাশাপাশি যে সব সৃজনশীল কাজ করে আনন্দ পান, সে সবের পেছনেও সময় দেন। এসব কাজকে তাঁরা অগ্রাধিকার দেন। নতুন উদ্ভাবন, নতুন দৃষ্টিভঙ্গি ও ধারণার বিকাশকে এগুলো উৎসাহিত করে।

সেরাদের ১০ অভ্যাস নিয়ে আরোও জানতে এই ভিডিওটি দেখুন

Leave a Comment