পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের HS History Question Paper 2019, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৯, Class 12 History Question Paper 2019, Class XII History Question Paper 2019 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
HS History Question Paper 2019 (উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৯)
Part-A
1. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) 8×5=40
খন্ড – ক
i. মিউজিয়ামের (জাদুঘরের) প্রকারভেদ আলোচন কর।
ii. উপনিবেশবাদ বলতে কী বোঝ? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ কর।
iii. ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো।
অথবা, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য গুলি কি ছিল? এই বাণিজ্যের অবসান কেন ঘটে?
iv. সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ণ কর।
খন্ড – খ
v. লক্ষ্মৌ চুক্তির শর্তাবলি উল্লেখ কর। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
vi. ১৯৪৬ এর নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখ।
vii. ১৯৫০ এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ কর।
অথবা, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা কর।
viii. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল?
Part-B
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো। 1x 24=24
i. মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম –
- (ক) একাত্তরের ডায়েরি
- (খ) আমি নেতাজিকে দেখেছি
- (গ) সেদিনের কথা
- (ঘ) জীবনের জলসাঘরে
উত্তর:- (গ) সেদিনের কথা।
ii. ‘বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক’ বলা হয় –
- (ক) থুকিডিডিসকে
- (খ) সু-মা-কিয়েনকে
- (গ) হেরোডোটাসকে
- (ঘ) ইবন খালদুনকে
উত্তর:- (ক) থুকিডিডিসকে।
iii. স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও:
স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
---|---|
[i] The Wealth of Nations | (a) J. A Hobson |
[ii] Imperialism: A Study | (b) Lenin |
[iii] Imperialism: The Highest Stage of Capitalism | (c) Adam Smith |
[iv] Uncle Tom’s Cabin | (d) Harriet Beecher Stowe |
- (ক) [i] – (a), [ii] – (b), (iii) – (c), [iv] – (d)
- (খ) [i] – (b), [ii] – (a), (iii) – (d), [iv] – (c)
- (গ) [i] – (c), [ii] – (a), [iii] – (b), [iv] – (d)
- (ঘ) [i] – (d), [ii] – (c), (iii) – (a), [iv] – (b)
উত্তর:- (গ) [i] – (c), [ii] – (a), [iii] – (b), [iv] – (d)
iv. উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন –
- (ক) কলম্বাস
- (খ) ম্যাগেলান
- (গ) বার্থোলোমিউ ডিয়াজ
- (ঘ) ভাস্কো-দা-গামা
উত্তর:- (গ) বার্থোলোমিউ ডিয়াজ।
v. বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন –
- (ক) মুর্শিদকুলি খাঁ
- (খ) আলিবর্দি খাঁ
- (গ) সুজাউদ্দিন
- (ঘ) সিরাজ-উদ্-দৌলা
উত্তর:- (ক) মুর্শিদকুলি খাঁ।
অথবা, এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে?
- (ক) ভারত
- (খ) ইন্দোনেশিয়া
- (গ) চিন
- (ঘ) শ্রীলঙ্কা
উত্তর:- (গ) চিন।
vi. বন্দিবাসের যুদ্ধ হয়েছিল –
- (ক) ১৭৬০ সালে
- (খ) ১৭৬৫ সালে
- (গ) ১৭৭০ সালে
- (ঘ) ১৭৭২ সালে
উত্তর:- (ক) ১৭৬০ সালে।
vii. পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল –
- (ক) ১৭৭৩ খ্রিস্টাব্দে
- (খ) ১৭৭৪ খ্রিস্টাব্দে
- (গ) ১৭৮৩ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৭৮৪ খ্রিস্টাব্দে
উত্তর:- (ঘ) ১৭৮৪ খ্রিস্টাব্দে।
viii. কোন গভর্নর-জেনারেল-এর আমলে ‘মেকলে মিনিটস’ গৃহীত হয়?
- (ক) ওয়ারেন হেস্টিংস
- (খ) ক্যানিং
- (গ) ডালহৌসি
- (ঘ) বেন্টিঙ্ক
উত্তর:- (ঘ) বেন্টিঙ্ক।
ix. মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন –
- (ক) থিওডোর বেক
- (খ) স্যার সৈয়দ আহমেদ মান
- (গ) ইউসুফ আলি
- (ঘ) মৌলভি মোমিন
উত্তর:- (ক) থিওডোর বেক।
x. শুদ্ধি আন্দোলন শুরু করেন –
- (ক) স্বামী দয়ানন্দ সরস্বতী
- (খ) কেশবচন্দ্র সেন
- (গ) শ্রীনারায়ণ গুরু
- (ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তর:- (ক) স্বামী দয়ানন্দ সরস্বতী।
xi. মর্লে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় –
- (ক) ১৯০৬ সালে
- (খ) ১৯০৯ সালে
- (গ) ১৯১৫ সালে
- (ঘ) ১৯১৯ সালে
উত্তর:- (খ) ১৯০৯ সালে।
xii. ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন –
- (ক) জওহরলাল নেহরু
- (খ) ড. সীতারামাইয়া
- (গ) সুভাষচন্দ্র বসু
- (ঘ) বল্লভভাই প্যাটেল
উত্তর:- (গ) সুভাষচন্দ্র বসু।
xiii. পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা সেটি হল –
- (ক) ভারতীয় কাউন্সিল আইন, ১৮৯২
- (খ) ১৯০৯ সালের ভারত শাসন আইন
- (গ) ১৯১৯ সালের ভারত শাসন আইন
- (ঘ) ভারত শাসন আইন, ১৯৩৫
উত্তর:- (ঘ) ভারত শাসন আইন, ১৯৩৫
অথবা, “অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেস-এর প্রতিষ্ঠাতা ছিলেন –
- (ক) মহাত্মা গান্ধী
- (খ) জ্যোতিবা ফুলে
- (গ) বি আর আম্বেদকর
- (ঘ) বীরসালিঙ্গম পান্তুলু
উত্তর:- (গ) বি আর আম্বেদকর।
xiv. ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’-এর লেখক –
- (ক) সুভাষচন্দ্র বসু
- (খ) নেহরু
- (গ) মহাত্মা গান্ধী
- (ঘ) মৌলানা আবুল কালাম আজাদ
উত্তর:- (ঘ) মৌলানা আবুল কালাম আজাদ।
xv. ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না –
- (ক) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
- (খ) লর্ড ওয়াডেল
- (গ) এ. ভি. আলেকজান্ডার
- (ঘ) লর্ড পেথিক লরেন্স
উত্তর:- (খ) লর্ড ওয়াডেল।
xvi. স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও:
স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
---|---|
(i) হিরোশিমা | (a) জাপান |
(ii) থাকিন-নু | (b) কুয়োমিং টাং |
(iii) পার্ল হারবার | (c) দোবাম অ্যাসোসিয়েশন |
(iv) চিয়াং কাইশেক | (d) মার্কিন যুক্তরাষ্ট্র |
- (ক) [i] – (a), (ii) – (c), (iii) – (d), (iv) – (b)
- (খ) [i] – (a), (ii) – (b), (iii) – (c), (iv) – (d)
- (গ) [i] – (b), (ii) – (a), (iii) – (d), (iv) – (c)
- (ঘ) (i) – (c), (ii) – (b), (iii) – (d), (iv) – (a)
উত্তর:- (ক) [i] – (a), (ii) – (c), (iii) – (d), (iv) – (b)
xvii. বার্লিন অবরোধকারী দেশ হল –
- (ক) ইংল্যান্ড
- (খ) ফ্রান্স
- (গ) রাশিয়া
- (ঘ) ইটালি
উত্তর:- (গ) রাশিয়া।
xviii. পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও –
- (ক) পাকিস্তানের মধ্যে
- (খ) রাশিয়ার মধ্যে
- (গ) চিনের মধ্যে
- (ঘ) তিব্বতের মধ্যে
উত্তর:- (গ) চিনের মধ্যে।
xix. ন্যাটো গঠিত হয় –
- (ক) ১৯৪৭ সালে
- (খ) ১৯৪৮ সালে
- (গ) ১৯৪৯ সালে
- (ঘ) ১৯৫০ সালে
উত্তর:- (গ) ১৯৪৯ সালে।
xx. সুয়েজ খাল জাতীয়করণ করেন –
- (ক) নাসের
- (খ) জেনারেল নেগুইব
- (গ) বুলগানিন
- (ঘ) টিটো
উত্তর:- (ক) নাসের।
xxi. ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল?
- (ক) ১৯৪৯ সালে
- (খ) ১৯৫০ সালে
- (গ) ১৯৫১ সালে
- (ঘ) ১৯৫২ সালে
উত্তর:- (খ) ১৯৫০ সালে।
xxii. ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত?
- (ক) সুকর্ণ
- (খ) হো চি মিন
- (গ) সুহার্তো
- (ঘ) নেলসন ম্যান্ডেলা
উত্তর:- (ক) সুকর্ণ।
xiii. আওয়ামি লিগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন –
- (ক) সুরাবর্দি
- (খ) ফজলুল হক
- (গ) শেখ মুজিবুর রহমান
- (ঘ) জুলফিকার আলী ভুট্টো
উত্তর:- (গ) শেখ মুজিবুর রহমান।
xiv. SAPTA-এর সম্পূর্ণ নাম –
- (ক) South Asian Preferential Trade Agreement
- (খ) South African Preferential Trade Agreement
- (গ) Senegal and Portugal Trade Agreement
- (ঘ) Spain and Portugal Trade Agreement
উত্তর:- (ক) South Asian Preferential Trade Agreement
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×16=16
i. কোন্ দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল?
ii. নতুন বিশ্ব বলতে কী বোঝ?
অথবা, ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বলতে কী বোঝানো হয়?
iii. ভারতের কোথায় কোথায় পোর্তুগিজ বাণিজ্যকুঠি গড়ে উঠেছিল?
iv. ‘দস্তক’ কী?
অথবা, ১৮১৩ সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল?
v. কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়?
vi. প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?
vii. ১৯২৪-২৫-এর ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন?
অথবা, একশো দিনের সংস্কার কী ছিল?
viii. কে, কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?
ix. রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে?
অথবা, মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝায়?
x. কে, কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন?
অথবা, ‘মাহাদ মার্চ’ বলতে কী বোঝ?
xi. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?
xii. আজাদ হিন্দ বাহিনীর ‘ঝাঁসির রানি ব্রিগেড’-এর নেতৃত্ব কে দেন?
অথবা, রশিদ আলি দিবস কবে পালিত হয়?
xiii. সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে (১৯৫৬) যোগ দেন?
xiv. ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
xv. স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
xvi. সার্ক (SAARC) কী?