ঐতিহাসিক চরিত্র অবশ্যই ইতিহাসের একজন উল্লেখযোগ্য ব্যক্তি। যারা অতীতে আবির্ভূত হয়ে নিজেদের কার্যকলাপ দ্বারা অন্যান্য মানুষের জীবন এবং চেতনার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিলেন তাঁরাই ঐতিহাসিক চরিত্র।
ইতিহাসের সরল ব্যাখ্যা দিতে গিয়ে অনেকে তাকে মূলত মানুষের কাহিনী বলেই মনে করেছেন। কারণ তাদের মতে, মানুষই ইতিহাসের মূল নায়ক এবং তাদেরকে কেন্দ্র করেই ইতিহাসের যাবতীয় গঠনা গড়ে উঠেছে। কিন্তু বিষয়টি সম্পর্কে গভীরতর অন্তদৃষ্টি লাভের জন্য এই সরল ব্যাথা যথেষ্ট নয়। আরও নানা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা আলোচনার বিষয়বস্তুকে অনুসন্ধান ও পরীক্ষা করা জরুরী হয়ে পড়েছে। কারণ এই সংজ্ঞাগুলির সতর্ক বিবেচনার মাধ্যমেই একমাত্র জ্ঞানলাভ করা সম্ভব বিভিন্ন দৃষ্টিকোণ বা প্রেক্ষাপট সম্পর্কে, যার সাহায্যে ঐতিহাসিকগণ ইতিহাসকে লক্ষ্য বা বিবেচনা করেছেন।
ইতিহাসের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে স্যার ওয়াল্টার র্যালে অনেকটা ফ্রান্সিস বেকনের সঙ্গে সুর মিলিয়েছেন।র্যালের মতে, “সমস্ত ইতিহাসেরই চূড়ান্ত লক্ষ্য হল বিগত দিনের উদাহরণ বা ঘটনাবলী থেকে সেই শিক্ষা দেওয়া, যে শিক্ষা আমাদের ইচ্ছা এবং কাজকর্মকে নিয়ন্ত্রিত করতে পারে”। র্যালে ইতিহাসের এই শিক্ষামূলক দিকটির উপরই বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছেন।
এক দল ঐতিহাসিক তাঁদের ইতিহাস রচনার ক্ষেত্রে ‘Personality cult’ বা বাক্তিত্বের পূজাবাদে অধিকতর আস্থা স্থাপন করেন। তাদের মতে, পৃথিবীর বহু দেশের ইতিহাসের সিংহভাগ অধিকার করে রয়েছেন বিখ্যাত যোদ্ধা, সাম্রাজ্য বিজেতা, দক্ষ প্রশাসক বা বিভিন্ন ক্ষেত্রে অনন্য কৃতিত্বের অধিকারী ঐতিহাসিক মহান ব্যক্তিত্ব বা চরিত্র। এই দলের ঐতিহাসিকদের মতে, ১৭৯৯ থেকে ১৮১৫ সাল পর্যন্ত ফ্রান্সের ইতিহাস একান্তই ফরাসি সম্রাট প্রথম নেপোলিয়ন -এর ব্যক্তিত্বের ইতিহাস। কারণ, বলেন। সেই সময় ফ্রান্স তথা ইউরোপ -এর ইতিহাসের মূল কেন্দ্রবিন্দু ছিলেন তিনিই।
আর. ডবলিউ. এমার্সন (R. W. Emmerson) বলেছেন, “Thers is properly no history but only biography” অর্থাৎ ইতিহাস বলতে যা বোঝায় তা কেবল ব্যক্তির জীবনী। একথা অনস্বীকার্য যে, পৃথিবীর ইতিহাস লক্ষ্য করলে দেখা যায়, ইতিহাসের মহৎ ব্যক্তিগণ তাঁদের অনন্য কৃতিত্ব ও জীবনাদর্শের মাধ্যমে সামগ্রিকভাবে জাতীয় জীবন ও সমসাময়িক ইতিহাসকে অনেকাংশে প্রভাবিত করে গেছেন।
উল্লেখযোগ্য ঐতিহাসিক চরিত্র গুলি সম্পর্কে যেমন গভীর পর্যালোচনা করা হবে তেমনি এই পর্যালোচনার মাধ্যমে ঐতিহাসিক চরিত্র গুলির গভীর তাৎপর্য সকলের সামনে তুলে ধরা হবে।
ঐতিহাসিক চরিত্র
নিম্নে আধুনিক ইতিহাসের পক্ষ থেকে ঐতিহাসিক চরিত্রগুলির লিঙ্ক দেওয়া হল-👇
[catlist name=historical-character post_type=”post,page” numberposts=1000 ]
আধুনিক ইতিহাস -অন্যান্য ঐতিহাসিক বিষয়
আধুনিক ইতিহাস AdhunikItihas.com 👈 হল ইতিহাস চর্চার নুতন দিগন্ত । ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে । আধুনিক ইতিহাস Adhunik Itihas চর্চা করা হবে তেমনি বিশ্বের জ্ঞান ভান্ডার কে সহজ ভাবে তুলে ধরা হবে । অন্যান্য ঐতিহাসিক বিষয়গুলি জানতে নিচে ক্লিক করুন 👇
Sl No | ঐতিহাসিক বিষয় |
---|---|
1 | ঐতিহাসিক গ্রন্থ |
2 | ঐতিহাসিক ঘটনা বা গল্প |
3 | ঐতিহাসিক চরিত্র |
4 | ঐতিহাসিক চিন্তাবিদ |
5 | ঐতিহাসিক নিদর্শন |
6 | ঐতিহাসিক মনীষী |
7 | ঐতিহাসিক যুগ |
8 | ঐতিহাসিক যুদ্ধ |
9 | ঐতিহাসিক শিক্ষাক্ষেত্র |
10 | ঐতিহাসিক স্থান |
11 | পত্রিকা |
12 | পর্যটক |
13 | ভারতের সংবিধান |
14 | মনীষীদের বাণী |
15 | লিপি |
16 | উৎসব |
আধুনিক ইতিহাস (adhunikitihas.com) ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য ধন্যবাদ। আমাদের ওয়েবসাইটের সমস্ত পোস্টগুলি বিশেষজ্ঞ (About us) দ্বারা রচিত। যদি মুদ্রণ বা টাইপিং জনিত কোন ভুল থাকে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আপনাদের মূল্যবান মতামত আমাদের চলার পথ সুগম করে তুলবে। ঐতিহাসিক চরিত্রগুলি জানুন ও অপরকে ঐতিহাসিক চরিত্রগুলি জানাতে পোস্টটি শেয়ার করুণ।