যিনি বুদ্ধিমান, বোদ্ধা কিংবা বিদ্বান বা পণ্ডিত তিনিই মনীষী। তাদের বিখ্যাত সব উক্তি মনীষীদের বাণী রূপে সমাজ ও সংস্কৃতিতে চিরস্থায়ী হয়ে আছে। মনীষীদের বাণী আমাদের জীবনের পাথেয় হয়ে ওঠে।
উক্তি বা বাণী মানুষকে আলোর পথ দেখায়, হৃদয়ে অনুপ্রেরণা জোগায়। প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো সময় হতাশায় পড়ে যায়। এই সময় নিজের সম্পর্কে নিজের ধারনাই পাল্টে যায়। জীবনের সব আশা ছেড়ে দিয়ে শেষ দিনের অপেক্ষায় প্রহর গুনতে থাকে সে। সেই মুহুর্তে একজন মানুষের প্রয়োজন বড় ধরনের অনুপ্রেরণা। সবসময় সবার আশেপাশে ভালো মানুষ পাওয়া যায় না যে তাকে সঠিক পরামর্শ দেবে। তাই এমন সময় বিখ্যাত মনীষীদের উক্তি বা বাণী তার চোখ খুলে দিতে পারে, তাকে দেখাতে পারে নতুন পথ।
সেদিক থেকে দেখলে প্রতিটি মানুষেরই উচিত বেশি বেশি বই পড়া। বিভিন্ন মনীষীদের বিখ্যাত উক্তি সাধারণত বই থেকেই গ্ৰহণ করা হয়। বইয়ের মধ্যে বিস্তারিত বর্ণনার মধ্যে ছোট্ট দুই এক লাইন অনেক গুরুত্বপূর্ণ কিছু বহন করে। আর এই গুরুত্বপূর্ণ লাইনগুলোই একসময় হয়ে উঠে গুরুত্বপূর্ণ উক্তি বা বিখ্যাত বাণী।
মনীষীদের বাণী যে শুধু হতাশার সময় অনুপ্রেরণা জোগায় তা নয়, মানুষের নৈতিকতাবোধ জাগ্রত করতেও উক্তি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর বহু বিখ্যাত মানুষের মুখে প্রায়ই বলতে দেখা যায় যে, অমুক নামে একটি বই তার জীবনকে বদলে দিয়েছে। এজন্য সবারই প্রচুর বই পড়তে হয়, জ্ঞানীগুণীদের উপদেশ শুনতে হয়, তাদের উক্তি বা বাণী পড়তে হয়, আর সেই অনুযায়ী কাজ করতে হয়।
একজন বিখ্যাত ব্যক্তির মজার উক্তি বা মনীষীদের বাণী মজার উক্তি হোক অথবা একজন সফল ব্যবসায়ী ব্যক্তির কাছ থেকে আপনার সেরাটা দেওয়ার বিষয়ে উৎসাহজনক বার্তাই হোক না কেন, আমরা সবাই আজকাল কোনো না কোনো একটি জীবন উক্তির মাধ্যমে কিছুটা অনুপ্রেরণা নিতে পারি।
বিখ্যাত মণীষীদের বাণী গুলি সম্পর্কে যেমন পর্যালোচনা করা হবে তেমনি আমাদের সমাজ, সভ্যতা ও জীবনে এই সব মনীষীদের বাণীর গুরুত্ব ও তাৎপর্য সকলের সামনে তুলে ধরা হবে।
মনীষীদের বাণী
নিম্নে আধুনিক ইতিহাসের পক্ষ থেকে ঐতিহাসিক মনীষীদের বাণীগুলির লিঙ্ক দেওয়া হল-👇
[catlist name=the-words-of-historical-scholars post_type=”post,page” numberposts=25 ]
আধুনিক ইতিহাস -অন্যান্য ঐতিহাসিক বিষয়
আধুনিক ইতিহাস AdhunikItihas.com 👈 হল ইতিহাস চর্চার নুতন দিগন্ত । ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে । আধুনিক ইতিহাস Adhunik Itihas চর্চা করা হবে তেমনি বিশ্বের জ্ঞান ভান্ডার কে সহজ ভাবে তুলে ধরা হবে । অন্যান্য ঐতিহাসিক বিষয়গুলি জানতে নিচে ক্লিক করুন 👇
Sl No | ঐতিহাসিক বিষয় |
---|---|
1 | ঐতিহাসিক গ্রন্থ |
2 | ঐতিহাসিক ঘটনা বা গল্প |
3 | ঐতিহাসিক চরিত্র |
4 | ঐতিহাসিক চিন্তাবিদ |
5 | ঐতিহাসিক নিদর্শন |
6 | ঐতিহাসিক মনীষী |
7 | ঐতিহাসিক যুগ |
8 | ঐতিহাসিক যুদ্ধ |
9 | ঐতিহাসিক শিক্ষাক্ষেত্র |
10 | ঐতিহাসিক স্থান |
11 | পত্রিকা |
12 | পর্যটক |
13 | ভারতের সংবিধান |
14 | মনীষীদের বাণী |
15 | লিপি |
16 | উৎসব |
আধুনিক ইতিহাস (adhunikitihas.com) ওয়েবসাইটে পরিদর্শন করার জন্য ধন্যবাদ। আমাদের ওয়েবসাইটের সমস্ত পোস্টগুলি বিশেষজ্ঞ (About us) দ্বারা রচিত। যদি মুদ্রণ বা টাইপিং জনিত কোন ভুল থাকে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আপনাদের মূল্যবান মতামত আমাদের চলার পথ সুগম করে তুলবে। ঐতিহাসিক মনীষীদের বাণীগুলি সম্পর্কে জানুন ও অপরকে ঐতিহাসিক মনীষীদের বাণীগুলি সম্পর্কে জানাতে পোস্টটি শেয়ার করুণ।