২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব

বি. এ. জেনারেল (1st Semister) ইতিহাস প্রথম অধ্যায়: প্রাচীন ও আদি মধ্যযুগে ভারতের ইতিহাসের উপাদান থেকে ৫ নাম্বারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন – পাঠোদ্ধার করা ভারতের প্রাচীনতম লিপি কি ও ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব আলোচনা করা হল।

পাঠোদ্ধার করা ভারতের প্রাচীনতম লিপি ও ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব

প্রশ্ন:- পাঠোদ্ধার করা ভারতের প্রাচীনতম লিপি কি? ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব নির্ধারণ কর।

উত্তর:- পাঠোদ্ধার করা ভারতের প্রাচীনতম লিপি ব্রাহ্মী, যা অশোকের লেখগুলিতে ব্যবহৃত হয়েছিল।

প্রাচীন লিপির গুরুত্ব প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন, “প্রত্নতাত্ত্বিক উপাদানসমূহের মধ্যে লিপি বা লেখগুলিকে প্রথম স্থান দেওয়া হয়। কারণ, তথ্য সরবরাহের ক্ষেত্রে এদের অবদান অমুল্য।” প্রাচীন ভারতীয় শাসকরা পর্বতগাত্র, প্রস্তরখণ্ড তাম্রপট ও স্তম্ভ বা মন্দিরগাত্রে বিভিন্ন লিপি উত্তীর্ণ করাতেন। ঐ সব লিপির পাঠোদ্ধার করে প্রাচীন যুগের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বহু তথ্য পাওয়া যায়। লিপিতে প্রাপ্ত সন, তারিখ থেকে বিভিন্ন রাজবংশের সময়কাল, লিপিগুলির অবস্থান থেকে বিভিন্ন রাজ্যের সীমানা এবং খোদিত বিবরণ থেকে রাজবংশের নাম ও রাজাদের কৃতিত্ব প্রভৃতি বহু তথ্য জানা সম্ভব হয়।

লিপিগুলিতে ব্যবহৃত বর্ণমালার আকৃতি ও বিবর্তন থেকে তার সন-তারিখ অনুমান করা যায়। কোনটি আগের আর কোটি পরের তা বিভিন্ন যুগের লিপির তুলনামূলক বিচারে নির্ণয় করা সম্ভব। লিপিতে ব্যবহৃত পাথর থেকে সেই যুগের ভাস্কর্যশিল্পের এবং ধাতু থেকে সেই যুগের ধাতুশিল্পের উৎকর্ষ সম্পর্কে জানা যায়। বিভিন্ন প্রাচীন সাহিত্য বা অন্যান্য উপাদান থেকে পাওয়া ঐতিহাসিক তথ্যগুলি কতটা সঠিক তা সেই যুগের শিলালিপির সঙ্গে তুলনামূলক বিচারের মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে।

মহেঞ্জোদাড়োতে প্রাপ্ত লিপিই সর্বাধিক প্রাচীন। তবে এগুলির পাঠোদ্ধার করা এখনও সম্ভব হয় নি। মৌর্য সম্রাট অশোকের লিপিই প্রাচীন ভারতের লিপিযুগের সূচনা করেছে। পরবর্তীকালে খোদিত লিপিসমূহের মধ্যে কণিষ্কের মথুরা ও পেশোয়ার লিপি, সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ বিরচিত এলাহাবাদ লিপি (প্রশস্তি), সাতবাহন রাজাদের নাসিক ও নানাঘাট লিপি, খারবেলের হাতিগুম্ফা লিপি, রুদ্রদামনের জুনাগড় লিপি প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। বোঘাজকই লিপি, নাকসিরুস্তম লিপি প্রভৃতি বিদেশী লিপি থেকেও ভারতের ইতিহাসের উপাদান পাওয়া গেছে। 

প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে লিপি যে অগ্রণী ভূমিকা গ্রহণ করে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতিহাসবিদ ড. রমেশচন্দ্র মজুমদার বলেছেন, প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে লিপি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইতিহাসবিদ ফ্লিট বলেছেন, সাহিত্য, স্থাপত্য-ভাস্কর্য, মুদ্রা প্রভৃতি থেকে যে তথ্য পাওয়া যায় তার সত্যতা নির্ণয়ে লিপিগুলি যথেষ্ট সাহায্য করে থাকে।

Leave a Comment