২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

মেহেরগড় আবিষ্কারের গুরুত্ব কী

বি. এ. জেনারেল (1st Semister) ইতিহাস দ্বিতীয় অধ্যায়: প্রস্তর ও তাম্র-প্রস্তর যুগ থেকে ৫ নাম্বারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন – মেহেরগড় আবিষ্কারের গুরুত্ব কী সে সম্পর্কে আলোচনা করা হল।

মেহেরগড় আবিষ্কারের গুরুত্ব সম্পর্কে আলোচনা

প্রশ্ন:- মেহেরগড় আবিষ্কারের গুরুত্ব কী?

উত্তর :- ভারতীয় উপমহাদেশে প্রাগৈতিহাসিক যুগে এক অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল মেহেরগড়। সিন্ধু অববাহিকার পশ্চিম তটভূমিতে বোলান নদীর পাড়ে বালুচিস্তানের অন্তর্গত মেহেরগড়ে বিকাশময় নব্যপ্রস্থর সংস্কৃতির নিদর্শন আবিষ্কৃত হয়েছে। অধ্যাপক ইরফান হাবিবের মতে, মেহেড়গড়ের সভ্যতা ভারতের ইতিহাস চর্চাকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে।

নব্যপ্রস্তর যুগের কলাকৌশল যা খ্রিস্টপূর্ব ১০০০০-৯০০০ অব্দে সিরিয়া ও প্যালেস্টাইনে প্রথম ব্যবহৃত হয়েছিল, তারই প্রাথমিক সূচনা দেখা যায় মেহেরগড়ে। অধ্যাপক হাবিবের মতে, বালুচিস্তানের বিখ্যাত বোলান গিরিপথের নীচে এবং ভৌগোলিক ভাবে সিন্ধু অববাহিকার অন্তর্গত কাচ্চি সমভূমিতে মেহেরগড়ে প্রায় ৫০০ একক জুড়ে নব্যপ্রস্তর যুগের বিপ্লবের প্রতিটি দশা প্রত্যক্ষ করেছেন।

ডঃ দিলীপ কুমার চক্রবর্তী দেখিয়েছেন যে, মেহেরগড় নব্যপ্রস্তর সংস্কৃতি সবচেয়ে পুরানো বসতি পাওয়া গেছে M.R.O অঞ্চলে। এর প্রথম পর্যায়ে রৌদ্রে শুকানো কাঁচা ইটের বাড়ি, কৃষিকাজ, পশুপালন, শিকারযাত্রা এবং মৃতদেহকে সমাধি দেওয়ার সাক্ষ্য পাওয়া গেছে। উপপর্যায়ে কৃষি ও পশুপালনের গুরুত্ব বেড়েছে। এই সময় মৃৎপাত্রের প্রচলন বেড়েছিল। একটি কক্ষে সিলপাড়ায় পাথর ও আগুন জ্বালিয়ে ঘর গরম করার ব্যবস্থা আবিষ্কার হয়েছে।

মৃতদেহগুলি সব সময় কোকড়ানো অবস্থায় শায়িত রাখা হত। মেহেরগড়ে নানা ধরনের ঘর চাষের প্রমাণ পাওয়া গেছে। বন্য পশু ও গৃহপালিত পশুর হাড় পাওয়া গেছে। মেহেরগড়ের দ্বিতীয় পর্যায়ের (৫০০০-৪০০০ অব্দের) গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল কাস্তে। এখানে প্রচুর পরিমাণ পোড়া তুলাবীজ কার্পাসবস্ত্রের উৎস সম্পর্কে প্রাচীনতম নিদর্শন বহন করে। ডঃ হাবিব এটিকে পৃথিবীর কৃষি ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা বলেছেন।

মেহেরগড়ে কিছু শিল্পকর্মের নিদর্শনও আবিষ্কৃত হয়েছে। পাওয়া গেছে অদ্ভুত আকারের টেরাকোটার তৈরী নলাকার পুঁথির মালা, যাকে দেখলে কোনো উদ্ভিদের কথা মনে পড়ে। কঙ্কালের দাঁত পরীক্ষা করে মেহেরগড়ে আদি কৃষকদের সাথে পশ্চিম এশিয়ার মানুষের সাদৃশ্য ছিল বলে মনে হয়। মেহেরগড় সভ্যতাকে হরপ্পা সভ্যতার প্রাকপর্ব বলে চিহ্নিত করা হয়েছে।

Leave a Comment