উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বিগত সালের ভূগোল প্রশ্নপত্র ২০২২ (HS Geography Question Paper 2022) উত্তরসহ নিম্নে দেওয়া হল।
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র- ২০২২
বিভাগ-ক
1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 7×5=35
(a) কার্স্ট ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। ‘নগ্নীভবন’ বলতে কী বোঝায় ? ‘অন্ধ উপত্যকা’ ও ‘শুষ্ক উপত্যকা’র সংজ্ঞা দাও। [ 4+1+2]
অথবা, মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। ‘এলুভিয়েশন’ বলতে কী বোঝায়? 6+1
(b) জীববৈচিত্র্যের ‘জিনগত বৈচিত্র্য’ ও ‘প্রজাতিগত বৈচিত্র্য’ সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা লেখো। সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। [ 4+3]
অথবা, উপযুক্ত চিত্রসহ ‘নাতিশীতোয় ঘূর্ণবাত’-এর জীবনচক্র ব্যাখ্যা করো। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা’ বলতে কী বোঝায়? 6+1
(c) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? ‘শস্যাবর্তন’-এর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। 3+2+2
অথবা, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের তিনটি কুফল আলোচনা করো। ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। 3-41
(d) ভারতের পূর্ব-মধ্যাঞ্চলে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। কার্পাস-বয়ন শিল্পকে “শিকড়-আলগা শিল্প’ বলে কেন ? (5+2
অথবা, ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতিলাভ করেছে কেন? ‘দ্রব্য সূচক’ কী? (3+3+1]
(e) ‘জনাকীর্ণতা’ ও ‘জনস্বল্পতা’র সংজ্ঞা দাও। ভারতের নগরায়ণের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। [2 +5]
অথবা, ‘জনঘনত্ব’ ও ‘মানুষ-জমি অনুপাত’-এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। ‘বয়ঃলিঙ্গ অনুপাত’-এর গুরুত্ব উল্লেখ করো। কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণসহ যে-কোনো তিন ধরনের শহরের নাম উল্লেখ করো। 2+2+3
বিভাগ-খ
1. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) : 1×21=21
(i) ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল-
- (a) কাশ্মীর উপত্যকা
- (b) বোরা গুহা
- (c) ব্লু পার্বত্য অঞ্চল
- (d) অজন্তা গুহা
উত্তর:- (b) বোরা গুহা।
(ii) ভৌম জলস্তরের নীচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, তাকে বলে –
- (a) ভাদোস স্তর
- (b) সাময়িক সম্পৃক্ত স্তর
- (c) কৈশিক স্তর
- (d) স্থায়ী সম্পৃক্ত স্তর
উত্তর:- (d) স্থায়ী সম্পৃক্ত স্তর।
(iii) অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে, তাকে বলে-
- (a) সহজাত জল
- (b) উৎস্যন্দ জল
- (c) ভাদোস জল
- (d) আবহিক জল
উত্তর:- (b) উৎস্যন্দ জল।
(iv) অগ্ন্যুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল-
- (a) অক্সিসল
- (b) আন্টিসল
- (c) অ্যাম্ফিসল
- (d) অ্যান্ডিসল
উত্তর:- (d) অ্যান্ডিসল।
(v) আন্তঃআঞ্চলিক মাটির একটি উদাহরণ হল-
- (a) রেন্ডজিনা
- (b) লোয়েস
- (c) কঙ্কালসার মাটি
- (d) পলিমাটি
উত্তর:- (a) রেন্ডজিনা।
(vi) প্রশমিত মাটির pH এর মান হল-
- (a) 6.0
- (b) 6.5
- (c) 7.0
- (d) 7.5
উত্তর:- (c) 7.0
(vii) মৌসুমি বায়ু হল এক প্রকারের
- (a) স্থানীয় বায়ু
- (b) সাময়িক বায়ু
- (c) নিয়ত বায়ু
- (d) অনিয়মিত বায়ু
উত্তর:- (b) সাময়িক বায়ু।
(viii) একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল-
- (a) হোগলা
- (b) পদ্ম
- (c) শালুক
- (d) কচুরিপানা
উত্তর:- (d) কচুরিপানা।
(ix) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল
- (a) শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল
- (b) বার্ষিক উন্নতার প্রসর বেশি
- (c) শীতকালে তুষারপাত হয়
- (d) অপরাহ্ণে পরিচলন বৃষ্টিপাত হয়
উত্তর:- (d) অপরাহ্ণে পরিচলন বৃষ্টিপাত হয়।
(x) বায়ুমণ্ডলীয় গোলোযোগ যে স্তরে দেখা যায়, তার নাম
- (a) ট্রপোস্ফিয়ার
- (b) স্ট্যাটোস্ফিয়ার
- (c) মেসোস্ফিয়ার
- (d) আয়নোস্ফিয়ার
উত্তর:- (a) ট্রপোস্ফিয়ার।
(xi) সর্বাধিক জীববৈচিত্রাযুক্ত অঞ্চল হল-
- (a) নাতিশীতোষ্ণ অঞ্চল
- (b) নিরক্ষীয় অঞ্চল
- (c) সাভানা অঞ্চল
- (d) মরু অঞ্চল
উত্তর:- (b) নিরক্ষীয় অঞ্চল।
(xii) ‘জীববৈচিত্র্য’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন-
- (a) ওয়াল্টার রোজেন
- (b) নরম্যান্ মায়ারস্
- (c) চার্লস ডারউইন
- (d) রবার্ট হুক
উত্তর:- (a) ওয়াল্টার রোজেন।
(xiii) পোমামকালচারের সঙ্গে যুক্ত নয় এমন শস্য হল
- (a) কলা ও পেয়ারা
- (b) আপেল ও আঙুর
- (c) লাউ ও কুমড়ো
- (d) পেঁপে ও কাজুবাদাম
উত্তর:- (c) লাউ ও কুমড়ো।
(xiv) ভারতে ‘শ্বেতবিপ্লব’-এর জনক হলেন-
- (a) নরম্যান বোরলগ
- (b) রোনাল্ড রস
- (c) এম এস স্বামীনাথন
- (d) ড. ভার্গিস ক্যুরিয়েন
উত্তর:- (d) ড. ভার্গিস ক্যুরিয়েন।
(xv) চিনের যে প্রদেশটি ‘চিনের ধানের আধার’ নামে পরিচিত, তা হল-
- (a) জেচুয়ান
- (b) ইউনান
- (c) হুনান
- (d) হুবেই
উত্তর:- (c) হুনান।
(xvi) কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাচামাল হিসেবে ব্যবহৃত হয়-
- (a) পাট শিল্পে
- (b) কার্পাস বয়ন শিল্পে
- (c) কাগজ শিল্পে
- (d) লৌহ-ইস্পাত শিল্পে
উত্তর:- (c) কাগজ শিল্পে।
(xvii) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়-
- (a) রিষড়ায়
- (b) ব্যান্ডেলে
- (c) শ্রীরামপুরে
- (d) টিটাগড়ে
উত্তর:- (a) রিষড়ায়।
(xvii) “শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব’-টির প্রবর্তক হলেন-
- (a) অগাস্ট লশ
- (b) আলফ্রেড ওয়েবার
- (c) জর্জ রেনার
- (d) ই. ডব্লিউ. জিমারম্যান
উত্তর:- (b) আলফ্রেড ওয়েবার।
(xix) প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে-
- (a) হ্যামলেট
- (b) গ্রাম
- (c) মৌজা
- (d) শহর
উত্তর:- (a) হ্যামলেট।
(xx) একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, তা হল-
- (a) শুষ্ক-বিন্দু বসতি
- (b) আর্দ্র-বিন্দু বসতি
- (c) রৈখিক বসতি
- (d) বর্গাকার
উত্তর:- (b) আর্দ্র-বিন্দু বসতি।
(xxi) ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি ‘সোনালী চতুর্ভূজ’ দ্বারা যুক্ত?
- (a) দিল্লি-মুম্বাই কলকাতা-বেঙ্গালুরু
- (b) দিল্লি-মুম্বাই- হায়দরাবাদ-কলকাতা
- (c) দিল্লি-মুম্বাই-চেন্নাই-কলকাতা
- (d) পোরবন্দর-দিল্লি-কলকাতা-চেন্নাই
উত্তর:- (c) দিল্লি-মুম্বাই-চেন্নাই-কলকাতা
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×14=14
(i) আরোহণ প্রক্রিয়া’ বলতে কী বোঝায়?
উত্তর:- যে বহির্জাত শক্তি দ্বারা অবরোহণ প্রক্রিয়ায় উৎপন্ন বস্তুসমূহ গতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা বাহিত হয়ে ও সজ্জিত হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে।
অথবা, ‘হাম্স’ কী?
উত্তর:- পোলজির মেঝেতে চুনাপাথরের অবশিষ্টাংশ টিলার আকারে অবস্থান করে। একে হাম্স বলে। এটি কাস্ট ভূমিরূপ ।
(ii) ‘গাঁজার’ কী?
উত্তর:- গাঁজার ভূ-অভ্যন্তরের উর্দু জল ও জলীয় বাষ্পের ফোয়ারর মতো উৎক্ষেপণকে গীজার বলে। যেমন-আমেরিকা যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল।
অথবা, ‘পর্যায়ন’-এর সংজ্ঞা দাও।
উত্তর:- পর্যায়ন যে প্রক্রিয়ায় ক্ষয় (অবরোহণ) ও সঞ্চয় (আরোহণ) কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠে সমতা আসে, তাকে পর্যায়ন বলে।
(iii) ‘সোলাম বলতে কী বোঝায়?
উত্তর:- সোলাম মৃত্তিকার A ও B স্তরকে একত্রে সোলাম বলে।
অথবা, ‘ল্যাটারাইজেশান’ বলতে কী বোঝায়?
উত্তর:- ল্যাটারাইজেশান ঊষু-আর্দ্র অঞ্চলে অক্সিসোল বর্গের ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে ল্যাটারাইজেশান বলে।
(iv) ‘রেগোলিথ’ কী?
উত্তর:- আবহবিকারের ফলে শিলা চূর্ণবিচূর্ণ হয়ে ভূপৃষ্ঠের ওপর আস্তরণ সৃষ্টি করলে তাকে রেগোলিথ বলে। এটি থেকেই মৃত্তিকা সৃষ্টি হয়।
অথবা, ‘শল্কমোচন’ বলতে কী বোঝায়?
উত্তর:- মরু অঞ্চলে সমধর্মী শিলাস্তরের উপরিভাগ সংকোচন ও প্রসারণে পেঁয়াজের খোসার মতো খুলে যায়। একে ‘শল্কমোচন’ বলে।
(v) ঘূর্ণবাতের চক্ষু’ কাকে বলে?
উত্তর:- ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে শাস্ত, মেঘহীন, বৃত্তাকার বলয়কে ঘূর্ণবাতের চক্ষু বলে।
অথবা, ‘মৌসুমি বিস্ফোরণ’ বলতে কী বোঝায়?
উত্তর:- জুন-জুলাই মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতে অকস্মাৎ যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, তাকে মৌসুমি বিস্ফোরণ বলে।
(vi) I.T.C.Z কী?
উত্তর:- উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ূনবায়ু যে স্থানে মিলিত হয়, তাকে I.T.C.Z বলে।
অথবা, ‘জিওস্ট্রফিক বায়ু কাকে বলে?
উত্তর:- জিওস্ট্রফিক বায়ু উচ্চ আকাশে সমচাপরেখার সঙ্গে সমান্তরালে প্রবাহিত বায়ু।
(vii) বিশ্ব উষায়নের দুটি প্রভাব উল্লেখ করো।
উত্তর:- দ্রুত বরফের গলনে সমুদ্র জলতল বৃদ্ধি ও রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি।
অথবা, ‘আলোকপ্রেমী’ ও ‘আলোকবিদ্বেষী উদ্ভিদের একটি করে উদাহরণ দাও।
উত্তর:- আলোকপ্রেমী উদ্ভিদ- সূর্যমুখী ও আলোক বিদ্বেষী উদ্ভিদ- অর্কিড।
(viii) ভারতের জীববৈচিত্র্যের উষা অঞ্চলের (Hot Spot) দুটি উদাহরণ দাও।
উত্তর:- পূর্ব হিমালয় ও পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল।
অথবা, ‘অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ’ বলতে কী বোঝায়?
উত্তর:- বিপন্ন বা বিপন্নপ্রায় জীব প্রজাতিকে তার অনুকূল পরিবেশে নিজস্ব আবাসস্থলে সংরক্ষণ পদ্ধতি।
(ix) জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করো।
উত্তর:- বাসস্থানের ব্যাপক বিনাশ ও চোরাশিকার।
অথবা, ‘জীববৈচিত্র্য’-এর সংজ্ঞা দাও।
উত্তর:- জীববৈচিত্র্য কোনো বাস্তুতন্ত্রে জীবের প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত ও বাস্তুতন্ত্রগত দিকে যে বিভিন্নতা প্রকাশ পায়, তাকে জীব বৈচিত্র্য বলে।
(x) ট্রাক ফার্মিং বলতে কী বোঝায়?
উত্তর:- উদ্যান কৃষিতে ফুল, ফল, শাকসবজিট্রাকে করে বাজারে প্রেরণ করা হয়। একে ট্রাক ফার্মিং বলে।
আথবা, ‘ছেদন ও দহন কৃষি’ বলতে কী বোঝায়?
উত্তর:- পাহাড় ও মালভূমি অঞ্চলে বনভূমি পুড়িয়ে যে স্থানান্তর কৃষি করা হয়, তাকে ছেদন ও দহন কৃষি বলে।
(xi) ‘শস্য সমন্বয়’-এর সংজ্ঞা দাও।
উত্তর:- কোনো কৃষি অঞ্চলে বিভিন্ন শস্য একত্রে নির্দিষ্ট পরিমাণ জমিতে অগ্রাধিকারভিত্তিক চাষ হওয়াকে শস্য সমন্বয় বলে।
অথবা, ‘মিলেট’ বলতে কী বোঝায়?
উত্তর:- জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি দানাশস্যকে একত্রে মিলেট বলে।
(xii) ‘মেগাসিটি’ কী?
উত্তর:- 10 লক্ষের অধিক জনসংখ্যাযুক্ত মহানগর।
অথবা, ভারতের উদাহরণসহ একটি ‘দ্বৈত নগর’ বা ‘যমজ-নগর’-এর সংজ্ঞা দাও।
উত্তর:- পৌর এলাকার একত্রীভবনে দুটি নগরের পাশাপাশি অবস্থান। যেমন- কলকাতা, হাওড়া।
(xiii) ‘অনুসারী শিল্প’ কাকে বলে?
উত্তর:- অনুসারী শিল্প প্রধান বা মূল শিল্পকে কেন্দ্র করে অনেকরকম সহকারী শিল্প গড়ে উঠলে তাকে অনুসারী শিল্প বলে।
অথবা, ‘ব্রেক অফ্ বাল্ক পয়েন্ট’ কাকে বলে?
উত্তর:- ব্রেক অফ্ বাল্ক পয়েন্ট দুটি ভিন্নধর্মী পরিবহণগত সংযুক্তির অবস্থানকে ব্রেক অফ্ বাল্ক বলে।
(xiv) ‘শূন্য জনসংখ্যা বৃদ্ধি’ বলতে কী বোঝায়?
উত্তর:- জনসংখ্যার কোনোরূপ বৃদ্ধি না পেয়ে স্থির জনসংখ্যার অবস্থা।
অথবা, আভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ উল্লেখ করো।
উত্তর:- আভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ হল কাজের সুযোগ ও বিবাহজনিত কারণ।