২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

কার্বন-১৪ পদ্ধতি সম্পর্কে কী জানো

বি. এ. জেনারেল (1st Semister) ইতিহাস তৃতীয় অধ্যায়: হরপ্পা সভ্যতা থেকে ৫ নাম্বারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন – কার্বন-১৪ পদ্ধতি সম্পর্কে কী জানো আলোচনা করা হল।

কার্বন-১৪ পদ্ধতি সম্পর্কে কী জানো

প্রশ্ন:- কার্বন-১৪ পদ্ধতি সম্পর্কে কী জানো?

পদার্থবিদ্যার অন্তর্গত কার্বন-১৪ পদ্ধতি নিজে উৎস নয়, কিন্তু উৎসকে পরীক্ষা করার জন্য আধুনিক কালে প্রায় অপরিহার্য। যে কোনো জৈব পদার্থে কার্বন পরমাণুর অবস্থিতি বিশ্লেষণ দ্বারা প্রায় ২০ হাজার বছরের প্রাচীন পদার্থের তারিখ ও বয়সসীমা নির্ণয় করা সম্ভব। বায়ুমণ্ডলের অক্সিজেনের সঙ্গে তেজস্ক্রিয় কার্বন-১৪ -এর রাসায়নিক বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। উদ্ভিদ এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আবার উদ্ভিদ জীবজন্তুর খাদ্য। সুতরাং খাদ্য হিসেবে প্রাণীরা যখন এই উদ্ভিদ গ্রহণ করে, তখন পরোক্ষভাবে কার্বন-১৪ -এর পরমাণুগুলি প্রাণীদেহে প্রবেশ করে।

জীবজন্তু ও মানুষের যখন মৃত্যু হয়, তখন তাদের দেহ থেকে কার্বন-১৪ নির্গত হতে থাকে। নানা গবেষণার পর বিজ্ঞানীরা মৃত প্রাণীর দেহ থেকে কত পরিমাণ কার্বন-১৪ নির্গত হয় এবং কত অবশিষ্ট থাকে, তা হিসেব করতে সমর্থ হয়েছেন। মৃত বস্তুর দেহের কার্বন-১৪ পরমাণুর পরিমাণ থেকে জানা যায়, বস্তুটি কত পুরোনো। এই কার্বন-১৪-এর সাহায্যে পূর্ব শতাব্দীর যে কোনো তারিখ নির্ণয় করা যায়। সেই কারণে বলা হয়ে থাকে, “Carbon 14 is called the measuring rod of antiquity”. অর্থাৎ “যে কোনো জৈব বস্তুর প্রাচীনত্ব নির্ণয় করার মানদণ্ডস্বরূপ”। গত কয়েক দশক ধরে কার্বন-১৪ পরীক্ষা-পদ্ধতির মাধ্যমে হরপ্পা-সভ্যতার কাল নির্ণয়ের বিষয়টি গুরুত্ব লাভ করেছে।

মোটামুটিভাবে বলা যায় যে, প্রাচীন মেসোপটেমিয়ার সিন্ধু সভ্যতার সিলের অনুরূপ যে সিল পাওয়া গেছে, তাদের অধিকাংশই ইসিন যুগ ও লারসা যুগের সাথে সম্পর্কিত। হরপ্পা সংস্কৃতির অন্যতম কেন্দ্র কালিবঙ্গান, লোথাল, রোজদি প্রভৃতি স্থানের প্রাথমিক স্তরগুলির কার্বন-১৪ পদ্ধতি পরীক্ষানিরীক্ষা করে নির্ণয় করা হয়েছে যে, তা খ্রিস্টপূর্ব দ্বাবিংশ শতাব্দী এবং সর্বশেষ স্তরগুলি খ্রিস্টপূর্ব সপ্তদশ শতাব্দীর পুরানো। এই কার্বন-১৪ পদ্ধতি সর্বাধিক বিশ্বাসযোগ্য, কারণ এটি অনুমানভিত্তিক নয়, এটি বিজ্ঞানভিত্তিক।

Leave a Comment