টমেটো স্যুপ

মুখরোচক টমেটো স্যুপ

টমেটো স্যুপ বানানোর উপকরণ

  • ৬ টি পাকা টমেটো
  • ১ টি ছোট গাজর
  • ৬ কোয়া রসুন
  • ১ টি ছোট পিঁয়াজ
  • ১ চা চামচ গ্রেট করা আদা
  • ১ টেবিল চামচ বাটার
  • স্বাদ অনুযায়ী নুন
  • ১ টেবিল চামচ চিনি
  • ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো

টমেটো স্যুপ প্রস্তুত প্রণালী

  • (১) প্রথমে টমোটো একটু সেদ্ধ করে নিতে হবে।
  • (২) এবার কড়াইয়ে বাটার দিয়ে পিয়াজ আদা রসুন একটু ভেজে নিতে হবে। এবার টমোটো মিশিয়ে পেস্ট করে নিয়ে ছেঁকে নিয়ে কড়াইয়ে ফুটিয়ে নিতে হবে।
  • (৩) ভালো করে ফুটলে নুন, চিনি, মরিচ গুঁড়ো দিয়ে প্রয়োজন হলে জল দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন এবং নিজের মতো পরিবেশন করুন।

Leave a Comment