মিক্স ভেজ

সুস্বাদু মিক্স ভেজ

মিক্স ভেজ বানানোর উপকরণ

  • ১ কাপ গাজর (টুকরো করে কাটা)
  • ১ কাপ ফুলকপি (টুকরো করে কাটা)
  • ১ কাপ মটরশুঁটি
  • ১ কাপ আলু (টুকরো করে কাটা)
  • ১ কাপ ফ্রেন্চ বিন (ছোট করে কাটা)
  • ১ টি টমেটো টুকরো করে কাটা
  • ক্যাপ্সিকাম টুকরো করে কাটা
  • ১/২ কাপ নারকেল (টুকরো করে কাটা)
  • ১/২ কাপ দই
  • ১ টেবিল চামচ আদা পেস্ট
  • ২ টো শুকনো লঙ্কা
  • ১/২ কাপ কাজু বাদাম পেস্ট
  • ১/৪ কাপ তেল
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  • ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  • ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  • ১/২ চা চামচ গরম মসলা
  • ১ চামচ ঘি
  • লবণ স্বাদ অনুযায়ী
  • জল প্রয়োজন অনুযায়ী

সুস্বাদু মিক্স ভেজ প্রস্তুত প্রণালী

  • (১) প্রথমে একটি কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিন ও তাতে আদা পেস্ট ও নুন যোগ করুন এবং কিছুক্ষণ ভেজে নিন।
  • (২) এবার কাজু বাদাম পেস্ট ও দই যোগ করুন এবং কয়েক মিনিট রান্না করুন যতক্ষণ না তেল উঠে আসে।
  • (৩) তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন।
  • (৪) এবার সব কাটা সবজিগুলি যোগ করুন এবং কিছুক্ষণ ভেজে নিন।
  • (৫) তারপর জল যোগ করে সবজিগুলিকে ১৫-২০ মিনিট সেদ্ধ হতে দিন।
  • (৬) সবশেষে গরম মসলা মিশিয়ে ও ঘি যোগ করুন। গ্যাস বন্ধ করে দিন। এবার গরম গরম পরিবেশন করুন।

Leave a Comment