দুধ গোকুল পিঠা

সুস্বাদু দুধ গোকুল পিঠা

দুধ গোকুল পিঠা বানানোর উপকরণ

  • ১/২ লিটার দুধ
  • ১ কাপ নারকেল কোরা
  • ৫০০ গ্রাম পাটালি গুড়
  • ১/২ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
  • ২ টেবিল চামচ ময়দা
  • ২ টেবিল চামচ চালের গুঁড়ো
  • ১ চিমটে নুন

সুস্বাদু দুধ গোকুল পিঠা প্রস্তুত প্রণালী

  • (১) প্রথমে দুধের মধ্যে অর্ধেক পাটালি গুড় দিয়ে একসঙ্গে গ্যাসে বসাতে হবে। দুধ ফুটতে থাকবে তার সঙ্গে গুড় গলতে থাকবে।
  • (২) নারকেল ও বাকি অর্ধেক গুড় একসাথে মিশিয়ে গ্যাসে বসিয়ে পাক দিয়ে নিতে হবে। যখন নারকেল ও গুড় একসাথে মিশে একটি মন্ড-এর আকার ধারণ করবে তখন গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হলে চ্যাপ্টা করে বা পছন্দ মতো আকারে গড়ে নিতে হবে।
  • (৩) এবার ময়দা, চালের গুঁড়ো ও লবণ মিশিয়ে জলে গুলে ব্যাটার বানিয়ে নিতে হবে। এই ব্যাটারে আগে থেকে গড়ে রাখা নারকলের বল গুলো ডুবিয়ে গরম তেলে লাল করে ভেজে তুলে নিতে হবে।
  • (৪) দুধ ফুটে ঘন হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে আগে থেকে ভেজে রাখা নারকেলের বল গুলো দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।
  • (৫) এবার প্লেটে তুলে ঠান্ডা হলে পরিবেশন করুন।

Leave a Comment