সুস্বাদু দুধ চিতই পিঠা
দুধ চিতই পিঠা বানানোর উপকরণ
- ১ কাপ ময়দা
- ১/২কাপ চালের গুঁড়ো
- ১ চা চামচ সাদা তেল
- ১/২ কাপ নারকেল কোরা
- ১ চিমটে লবণ
- ১ টেবিল চামচ সাদা তেল ভাজার জন্য
- ২৫০ গ্রাম দুধ
- ১/২ কাপ নলেন গুড়
সুস্বাদু দুধ চিতই পিঠা প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে একটা পাত্রে ময়দা, চালের গুঁড়ো, তেল, লবণ ভালো করে মিশিয়ে উষ্ণ জল দিয়ে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে।
- (২) এবার চিতই পিঠা গুলো গভীর কড়াইতে তেল ব্রাশ করে একে একে ভেজে নিতে হবে।
- (৩) তারপর দুধ ফুটিয়ে তাতে নারকেল কোরা ও পিঠা গুলো দিয়ে দিতে হবে।
- (৩) পিঠা সমেত দুধ ভালো করে ফেটিয়ে, তারপর নলেন গুড় দিয়ে নাড়াচাড়া করে আবার ফুটিয়ে দুধ ঘন হয়ে এলেই তৈরি দুধ চিতই পিঠা।
- (৪) এবার চিতই পিঠা গুলো একটা পাত্রে তুলে নিয়ে পরিবেশন করুন।