Skip to contentলোভনীয় ঝাল ভাজা পুলি পিঠা
ঝাল ভাজা পুলি পিঠা বানানোর উপকরণ
- ২ কাপ ময়দা
- ২ টো আলু সেদ্ধ
- ১ চা চামচ নুন
- ১ চা চামচ চিনি
- টুকরো ১কাপ ফুলকপি
- ১ চা চামচ লঙ্কা গুঁড়া
- ১ চা চামচ আদা বাটা
- ১ চা চামচ লঙ্কা বাটা
- ১ চা চামচ জিরা গুঁড়া
- ১ চা চামচ ধনে গুঁড়া
- ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
- ১ কাপ সাদা তেল
লোভনীয় ঝাল ভাজা পুলি পিঠা প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে ময়দার সাথে নুন ও জল মিশিয়ে একটা ডো রেডি করে নিন।
- (২) এবার একটি প্যানে তেল দিয়ে দিন। তারপর ফুলকপি ও আলু দিয়ে নাড়তে শুরু করতে হবে ও সব মশলা নুন সমেত দিয়ে নাড়িয়ে নিয়ে পুর বানাতে হবে।
- (৩) তারপর মাখা ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে তাতে পুর ভরে পুলির সেপ দিয়ে দিতে হবে।
- (৪) এবার একটি প্যানে তেল গরম করে ঝাল পিঠা পুলি গুলো ভালো করে ভেজে নিন ও গরম গরম পরিবেশন করুন।