দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
দশম শ্রেণী (সপ্তম অধ্যায়): নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
১। বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় –
- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
- (খ) ১৯০৭ খ্রিস্টাব্দে
- (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দে
উত্তর:- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে।
২। ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কার্যকর করেন –
- (ক) লর্ড লিটন
- (খ) লর্ড কার্জন
- (গ) লর্ড ডালহৌসি
- (ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর:- (খ) লর্ড কার্জন।
৩। ‘নারী-কর্মমন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন –
- (ক) ঊর্মিলা দেবী
- (খ) বাসন্তী দেবী
- (গ) কল্পনা দত্ত
- (ঘ) লীলা রায় নাগ
উত্তর:- (ক) ঊর্মিলা দেবী।
৪। ‘দীপালি সংঘ’ প্রতিষ্ঠা করেছিলেন –
- (ক) কল্পনা দত্ত
- (খ) বাসন্তী দেবী
- (গ) লীলা নাগ
- (ঘ) বীণা দাস
উত্তর:- (গ) লীলা নাগ।
৫। ‘রাষ্ট্রীয় স্ত্রী সংঘ’ প্রতিষ্ঠা করেন –
- (ক) নেলী সেনগুপ্তা
- (খ) বাসন্তী দেবী
- (গ) সরোজিনী নাইডু
- (ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার
উত্তর:- (গ) সরোজিনী নাইডু।
৬। লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন –
- (ক) প্রভাবতী বসু
- (খ) লীলা নাগ
- (গ) সরলাদেবী চৌধুরানি
- (ঘ) সরোজিনী নাইডু
উত্তর:- (গ) সরলাদেবী চৌধুরানি।
৭। আইন অমান্য আন্দোলনে বাংলার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল –
- (ক) বীরভূম
- (খ) মেদিনীপুর
- (গ) মুরশিদাবাদ
- (ঘ) নদিয়া
উত্তর:- (খ) মেদিনীপুর।
৮। আইন অমান্য আন্দোলনের সময় গোপনে কংগ্রেসের বেতারকেন্দ্র পরিচালনা করেন –
- (ক) সরোজিনী নাইডু
- (খ) সুচেতা কৃপালনী
- (গ) অরুণা আসফ আলি
- (ঘ) ঊষা মেহতা
উত্তর:- (ঘ) ঊষা মেহতা।
৯। বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে ‘ফুলতার’ ছদ্মনাম গ্রহণ করেন –
- (ক) প্রীতিলতা ওয়াদ্দেদার
- (খ) কল্পনা দত্ত
- (গ) বীণা দাস
- (ঘ) কল্যাণী দাস
উত্তর:- (ক) প্রীতিলতা ওয়াদ্দেদার।
১০। ‘শৃঙ্খলা ঝংকার’ গ্রন্থটি রচনা করেন –
- (ক) কল্পনা দত্ত
- (খ) বীণা দাস
- (গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
- (ঘ) কল্যাণী দাস
উত্তর:- (খ) বীণা দাস।
১১। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন –
- (ক) বীণা দাস
- (খ) কল্পনা দত্ত
- (গ) কমলা দেবী চট্টোপাধ্যায়
- (ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর:- (গ) কমলা দেবী চট্টোপাধ্যায়।
১২। চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন –
- (ক) সূর্য সেন
- (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
- (গ) গণেশ ঘোষ
- (ঘ) কল্যাণী দাস
উত্তর:- (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার।
১৩। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে –
- (ক) তমলুক
- (খ) সুতাহাটা
- (গ) বরিশাল
- (ঘ) পুরুলিয়া
উত্তর:- (ক) তমলুক।
১৪। আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ছিল –
- (ক) প্যাটেল ব্রিগেড
- (খ) গান্ধি ব্রিগেড
- (গ) ঝাঁসির রানি ব্রিগেড
- (ঘ) নেহরু ব্রিগেড
উত্তর:- (গ) ঝাঁসির রানি ব্রিগেড।
১৫। ‘ঝাঁসির রানি ব্রিগেড’-এর নেতৃত্ব দেন –
- (ক) সরোজিনী নাইডু
- (খ) অরুণা আসফ আলি
- (গ) লক্ষ্মী স্বামীনাথন
- (ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার
উত্তর:- (গ) লক্ষ্মী স্বামীনাথন।
১৬। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন –
- (ক) শচীন্দ্র প্রসাদ বসু
- (খ) চিত্তরঞ্জন দাস
- (গ) কৃষ্ণ কুমার মিত্র
- (ঘ) আনন্দমোহন বসু
উত্তর:- (ক) শচীন্দ্র প্রসাদ বসু।
১৭। কলকাতার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন –
- (ক) শচীন্দ্রপ্রসাদ বসু
- (খ) কৃষ্ণকুমার মিত্র
- (গ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
- (ঘ) পুলিনবিহারী দাস
উত্তর:- (গ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
১৮। ‘ঢাকা অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠা করেন –
- (ক) কৃষ্ণকুমার মিত্র
- (খ) শচীন্দ্রপ্রসাদ বসু
- (গ) পুলিনবিহারী বসু
- (ঘ) সতীশচন্দ্র বসু
উত্তর:- (গ) পুলিনবিহারী বসু।
১৯। বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহিদ হন –
- (ক) ক্ষুদিরাম বসু
- (খ) দীনেশ গুপ্ত
- (গ) বিনয় বসু
- (ঘ) বাঘাযতীন
উত্তর:- (ক) ক্ষুদিরাম বসু।
২০। কোন মামলায় ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয়?
- (ক) রেশমি রুমাল মামলা
- (খ) কাকোরি ষড়যন্ত্র মামলা
- (গ) মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা
- (ঘ) আলিপুর বোমার মামলা
উত্তর:- (গ) মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা।
২১। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবীদলের নাম ছিল –
- (ক) অনুশীলন সমিতি
- (খ) গদর দল
- (গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
- (ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স
উত্তর:- (গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি।
২২। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন –
- (ক) ভগৎ সিং
- (খ) বিনয় বসু
- (গ) সূর্য সেন
- (ঘ) রাসবিহারী বসু
উত্তর:- (গ) সূর্য সেন।
২৩। ‘গদর পার্টি’ প্রতিষ্ঠা করেন –
- (ক) সুফি অস্বাপ্রসাদ
- (খ) শ্যামজি কৃষ্ণবর্মা
- (গ) লালা হরদয়াল
- (ঘ) অজিত সিং
উত্তর:- (গ) লালা হরদয়াল।
২৪। ‘গদর’ শব্দের অর্থ হল –
- (ক) পবিত্র
- (খ) বিপ্লব
- (গ) দেশপ্রেম
- (ঘ) মাতৃভূমি
উত্তর:- (খ) বিপ্লব।
২৫। ‘অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন –
- (ক) পুলিনবিহারী বসু
- (খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
- (গ) কৃষ্ণকুমার মিত্র
- (ঘ) শচীন্দ্রপ্রসাদ বসু
উত্তর:- (ঘ) শচীন্দ্রপ্রসাদ বসু।
২৬। অলিন্দ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন –
- (ক) বিনয় বসু
- (খ) বাদল গুপ্ত
- (গ) দীনেশ গুপ্ত
- (ঘ) সিম্পসন
উত্তর:- (ক) বিনয় বসু।
২৭। ১৯১৫ খ্রিস্টাব্দে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেন –
- (ক) বাঘাযতীন
- (খ) বসন্ত বিশ্বাস
- (গ) রাসবিহারী বসু
- (ঘ) সুভাষচন্দ্র বসু
উত্তর:- (গ) রাসবিহারী বসু।
২৮। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন –
- (ক) কল্পনা দত্ত
- (খ) বীণা দাস
- (গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
- (ঘ) সুনীতি চৌধুরি
উত্তর:- (খ) বীণা দাস।
২৯। ১৯৪৬ খ্রিস্টাব্দে (১২ ফেব্রুয়ারি) রশিদ আলি দিবস’ পালনের উদ্যোগ নেয় –
- (ক) জাতীয়তাবাদী ছাত্র পরিষদ
- (খ) মুসলিম ছাত্র লিগ
- (গ) বামপন্থী ছাত্র সংগঠন
- (ঘ) কংগ্রেস ছাত্র পরিষদ
উত্তর:- (ক) জাতীয়তাবাদী ছাত্র পরিষদ।
৩০। ভারতে প্রথম আদমশুমারি হয় –
- (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
- (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
- (গ) ১৮৭১ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৮৭৩ খ্রিস্টাব্দে
উত্তর:- (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে।
৩১। ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী –
- (ক) এটলি
- (খ) নেভিল
- (গ) চার্চিল
- (ঘ) র্যামসে ম্যাকডোনাল্ড
উত্তর:- (ঘ) র্যামসে ম্যাকডোনাল্ড।
৩২। ‘দলিত’-এর বিকল্প হিসেবে হরিজন’ শব্দটি ব্যবহার করেছিলেন –
- (ক) বি আর আম্বেদকর
- (খ) মহাত্মা গান্ধি
- (গ) সূর্য সেন
- (ঘ) রাসবিহারী বসু
উত্তর:- (খ) মহাত্মা গান্ধি।
৩৩। দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন –
- (ক) জ্যোতিবা ফুলে
- (খ) নারায়ণ গুরু
- (গ) গান্ধিজি
- (ঘ) ড. আম্বেদকর
উত্তর:- (গ) গান্ধিজি।
৩৪। ‘মতুয়া’ ধর্মের প্রবর্তন করেন –
- (ক) প্রমথরঞ্জন ঠাকুর
- (খ) গুরুচাঁদ ঠাকুর
- (গ) হরিচাঁদ ঠাকুর
- (ঘ) বীণাপাণি ঠাকুর
উত্তর:- (গ) হরিচাঁদ ঠাকুর।
৩৫। ১৯৩৫ খ্রিস্টাব্দের ‘ভারত শাসন আইন’-এ বাংলার দলিতদের জন্য আইনসভায় আসন সংরক্ষিত হয় –
- (ক) ১৮%
- (খ) 20%
- (গ) 22%
- (ঘ) 25%
উত্তর:- (খ) 20%
৩৬। অষ্টাদশ শতকে চণ্ডাল বা চাড়াল বলে অভিহিত করা হত –
- (ক) জেলেদের
- (খ) ডোমদের
- (গ) নমঃশূদ্রদের
- (ঘ) মেথরদের
উত্তর:- (গ) নমঃশূদ্রদের।
৩৭। ব্রিটিশ ভারতের প্রধান দলিত নেতা ছিলেন –
- (ক) ড. ভীমরাও আম্বেদকার
- (খ) শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর
- (গ) যোগেন্দ্রনাথ মণ্ডল
- (ঘ) প্রমথরঞ্জন ঠাকুর
উত্তর:- (ক) ড. ভীমরাও আম্বেদকার।
৩৮। আম্বেদকর গান্ধিজির সঙ্গে ‘পুনা চুক্তি’ দ্বারা দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবি থেকে সরে এলে প্রথম এর তীব্র সমালোচনা করে –
- (ক) নিখিলবঙ্গ নমঃশূদ্র সমিতি
- (খ) সারা ভারত কিষানসভা
- (গ) এআইটিইউসি
- (ঘ) অনুশীলন সমিতি
উত্তর:- (ক) নিখিলবঙ্গ নমঃশূদ্র সমিতি।
৩৯। বিশের শতকে দলিত আন্দোলনের নেতা ছিলেন –
- (ক) বি আর আম্বেদকর
- (খ) শ্রীনারায়ণ গুরু
- (গ) জ্যোতিবা ফুলে
- (ঘ) বীরসালিঙ্গম পান্তুলু
উত্তর:- (ক) বি আর আম্বেদকর।
৪০। বাংলার প্রথম মহিলা চিকিৎসক হলেন –
- (ক) কাদম্বিনী গাঙ্গুলি
- (খ) চন্দ্ৰমুখী বসু
- (গ) স্বর্ণকুমারী দেবী
- (ঘ) সরলাদেবী চৌধুরানি
উত্তর:- (ক) কাদম্বিনী গাঙ্গুলি।
৪১। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল –
- (ক) ১৯০৪ খ্রিস্টাব্দে
- (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে
- (গ) ১৯০৬ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
উত্তর:- (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে।
৪২। নারীকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান হল –
- (ক) বামাবোধিনী সভা
- (খ) জমিদার সভা
- (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
- (ঘ) হিন্দু মেলা
উত্তর:- (ক) বামাবোধিনী সভা।
৪৩। সুপ্রভাত পত্রিকা সম্পাদনা করেন –
- (ক) স্বর্ণকুমারী দেবী
- (খ) কুমুদিনী মিত্র
- (গ) সরলাদেবী চৌধুরানি
- (ঘ) লীলা নাগ (রায়)
উত্তর:- (খ) কুমুদিনী মিত্র।
৪৪। বেথুন স্কুল প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোগী ছিলেন –
- (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- (খ) স্বামী বিবেকানন্দ
- (গ) রামমোহন রায়
- (ঘ) কাদম্বিনী বসু
উত্তর:- (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪৫। সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন –
- (ক) কৃষ্ণকুমার মিত্র
- (খ) অমরেন্দ্র দাস
- (গ) চিত্তরঞ্জন দাশ
- (ঘ) অরবিন্দ ঘোষ
উত্তর:- (ক) কৃষ্ণকুমার মিত্র।
৪৬। স্বদেশি আন্দোলনে বাংলার একজন মহিলা নেত্রী ছিলেন –
- (ক) পদ্মজা নাইডু
- (খ) সরোজিনী নাইডু
- (গ) অরুণা আসফ আলি
- (ঘ) সরলাদেবী চৌধুরানি
উত্তর:- (ঘ) সরলাদেবী চৌধুরানি।
৪৭। সরলাদেবী দীর্ঘকাল ধরে সম্পাদনা করেন –
- (ক) বামাবোধিনী পত্রিকা
- (খ) সোমপ্রকাশ পত্রিকা
- (গ) ভারতী পত্রিকা
- (ঘ) বঙ্গদর্শন পত্রিকা
উত্তর:- (গ) ভারতী পত্রিকা।
৪৮। এজ অব কনসেন্ট বিল প্রকাশিত হয় –
- (ক) ১৮৯৪ খ্রিস্টাব্দে
- (খ) ১৯০০ খ্রিস্টাব্দে
- (গ) ১৮৯১ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৮৯৮ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৮৯১ খ্রিস্টাব্দে।
৪৯। ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন –
- (ক) বাসন্তী দেবী
- (খ) উর্মিলা দেবী
- (গ) সরলাদেবী চৌধুরানি
- (ঘ) সুনীতি দেবী
উত্তর:- (গ) সরলাদেবী চৌধুরানি।
৫০। রাজকুমারী অমৃত কাউর আইন অমান্য আন্দোলনে নেতৃত্বে দেন –
- (ক) উত্তরপ্রদেশে
- (খ) পাঞ্জাবে
- (গ) উড়িষ্যায়
- (ঘ) দিল্লিতে
উত্তর:- (খ) পাঞ্জাবে।
৫১। গান্ধিজির ডান্ডি অভিযানে স্বেচ্ছাসেবী ছিলেন –
- (ক) ৭৮ জন
- (খ) ৭৯ জন
- (গ) ৮০ জন
- (ঘ) ৮২ জন
উত্তর:- (ক) ৭৮ জন।
৫২। লবণ আইন অমান্যে গান্ধিজির সহযোগী ছিলেন –
- (ক) বিজয়লক্ষ্মী পণ্ডিত
- (খ) সুহাসিনী দেবী
- (গ) সরোজিনী নাইডু
- (ঘ) ঊর্মিলা দেবী
উত্তর:- (গ) সরোজিনী নাইডু।
৫৩। ওয়াডালা লবণ কারখানার বিক্ষোভে নেতৃত্ব দেন –
- (ক) সরোজিনী নাইডু
- (খ) বাসন্তী দেবী
- (গ) কমলাদেবী চট্টোপাধ্যায়
- (ঘ) কমলা নেহরু
উত্তর:- (গ) কমলাদেবী চট্টোপাধ্যায়।
৫৪। দেশসেবিকা সংঘ প্রতিষ্ঠিত হয় –
- (ক) বাংলায়
- (খ) উড়িষ্যায়
- (গ) দিল্লিতে
- (ঘ) মহারাষ্ট্রে
উত্তর:- (ঘ) মহারাষ্ট্রে।
৫৫। কস্তুরবা গান্ধি দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেন –
- (ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে
- (খ) অসহযোগ আন্দোলনে
- (গ) আইন অমান্য আন্দোলনে
- (ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
উত্তর:- (গ) আইন অমান্য আন্দোলনে।
৫৬। আইন অমান্য আন্দোলনকালে ধরসনা লবণ গোলা অভিযানের নেতৃত্ব দেন –
- (ক) কমলাদেবী চট্টোপাধ্যায়
- (খ) সরোজিনী নাইডু
- (গ) দুর্গাবাই দেশমুখ
- (ঘ) বিজয়লক্ষ্মী পণ্ডিত
উত্তর:- (খ) সরোজিনী নাইডু।
৫৭। ভারতে দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন –
- (ক) সরোজিনী নাইডু
- (খ) কমলা নেহরু
- (গ) মুথুলক্ষ্মী রেড্ডি
- (ঘ) বিজয়লক্ষ্মী পণ্ডিত
উত্তর:- (গ) মুথুলক্ষ্মী রেড্ডি।
৫৮। ভারতছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরা অংশগ্রহণ করেছিলেন –
- (ক) তমলুকে
- (খ) বরিশালে
- (গ) সুতাহাটায়
- (ঘ) পুরুলিয়ায়
উত্তর:- (ক) তমলুকে।
৫৯। আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন –
- (ক) ভোগেশ্বরী ফুকোননী
- (খ) কনকলতা বড়ুয়া
- (গ) রানি গুইডালো
- (ঘ) অমৃত কাউর
উত্তর:- (গ) রানি গুইডালো।
৬০। যাঁর উদ্যোগে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় তিনি হলেন –
- (ক) সরোজিনী নাইডু
- (খ) সতীশচন্দ্র সামন্ত
- (গ) মাতঙ্গিনী হাজরা
- (ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
উত্তর:- (খ) সতীশচন্দ্র সামন্ত।
৬১। ভারতছাড়ো আন্দোলনের সময় গোপনে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করেন –
- (ক) সরোজিনী নাইডু
- (খ) ঊষা মেহতা
- (গ) সুচেতা কৃপালিনী
- (ঘ) অরুণা আসফ আলি
উত্তর:- (খ) ঊষা মেহতা।
৬২। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন –
- (ক) বীণা দাশ
- (খ) কমলাদেবী চট্টোপাধ্যায়
- (গ) কল্পনা দত্ত
- (ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর:- (খ) কমলাদেবী চট্টোপাধ্যায়।
৬৩। গান্ধিবুড়ি নামে পরিচিত –
- (ক) কমলা চট্টোপাধ্যায়
- (খ) মাতঙ্গিনী হাজরা
- (গ) সরলাদেবী চৌধুরানি
- (ঘ) কমলা দাশগুপ্ত
উত্তর:- (খ) মাতঙ্গিনী হাজরা।
৬৪। ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠিত হয় –
- (ক) বঙ্গভঙ্গ আন্দোলনকালে
- (খ) অসহযোগ আন্দোলনকালে
- (গ) আইন অমান্য আন্দোলনকালে
- (ঘ) ভারতছাড়ো আন্দোলনকালে
উত্তর:- (ঘ) ভারতছাড়ো আন্দোলনকালে।
৬৫। ভারতছাড়ো আন্দোলনকালে ভগিনী সেনা গঠিত হয় –
- (ক) মেদিনীপুরে
- (খ) মুম্বাইয়ে
- (গ) কলকাতায়
- (ঘ) নাগপুরে
উত্তর:- (ক) মেদিনীপুরে।
৬৬। দীপালি সংঘের মুখপত্র ছিল –
- (ক) ভারতী পত্রিকা
- (খ) বেণু পত্রিকা
- (গ) সুপ্রভাত পত্রিকা
- (ঘ) জয়শ্রী পত্রিকা
উত্তর:- (ঘ) জয়শ্রী পত্রিকা।
৬৭। ভারতে বিপ্লববাদের জননী বলা হয় –
- (ক) সরোজিনী নাইডুকে
- (খ) ভিখাজী রুস্তম কামাকে
- (গ) মাতঙ্গিনী হাজরাকে
- (ঘ) অরুণা আসফ আলিকে
উত্তর:- (খ) ভিখাজী রুস্তম কামাকে।
৬৮। লিয়ন সার্কুলার ঘোষিত হয় ১৯০৫ খ্রিস্টাব্দের –
- (ক) ২০ জুলাই
- (খ) ১৬ আগস্ট
- (গ) ১৬ অক্টোবর
- (ঘ) ১৬ নভেম্বর
উত্তর:- (গ) ১৬ অক্টোবর।
৬৯। লীলা রায় সম্পাদিত জয়শ্রী পত্রিকা প্রকাশিত হয় –
- (ক) ১৯২৮ খ্রিস্টাব্দে
- (খ) ১৯২৯ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৩০ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দে
উত্তর:- (ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দে।
৭০। ১৯৪২ -এর আন্দোলনে উল্লেখযোগ্য নেতা ছিলেন –
- (ক) অরুণা আসফ আলি
- (খ) ঊষা মেহতা
- (গ) মাতঙ্গিনী হাজরা
- (ঘ) এঁদের সকলেই
উত্তর:- (ঘ) এঁদের সকলেই।
৭১। সরকারি স্কুল ও কলেজ বর্জনের ঘটনাকে কেন্দ্র করে বিরক্ত বোধ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য –
- (ক) আশুতোষ মুখোপাধ্যায়
- (খ) গুরুদাস বন্দ্যোপাধ্যায়
- (গ) জেমস কোলভিল
- (ঘ) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
উত্তর:- (ক) আশুতোষ মুখোপাধ্যায়।
৭২। ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৯২৩ খ্রিস্টাব্দে
- (খ) ১৯২৫ খ্রিস্টাব্দে
- (গ) ১৯২৪ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯২৬ খ্রিস্টাব্দে
উত্তর:- (ক) ১৯২৩ খ্রিস্টাব্দে।
৭৩। বন্দেমাতরম মন্ত্র উচ্চারণ করার অপরাধে বেত্রাঘাতে জর্জরিত হন –
- (ক) সূর্য সেন
- (খ) অনন্ত সিংহ
- (গ) গণেশ ঘোষ
- (ঘ) সুশীল সেন
উত্তর:- (ঘ) সুশীল সেন।
৭৪। গান্ধি-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় –
- (ক) ১৯৩০ খ্রিস্টাব্দে
- (খ) ১৯৩২ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৩১ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৯৩১ খ্রিস্টাব্দে।
৭৫। অসহযোগ আন্দোলনকালে বাংলায় ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেন –
- (ক) লালা লাজপত রায়
- (খ) চিত্তরঞ্জন দাশ
- (গ) অরবিন্দ ঘোষ
- (ঘ) যতীন দাস
উত্তর:- (খ) চিত্তরঞ্জন দাশ।
৭৬। ভারত ছাড়ো আন্দোলনে গান্ধিজি ধ্বনি তোলেন –
- (ক) করেঙ্গে ইয়া মরেঙ্গে
- (খ) দিল্লি চলো
- (গ) সাইমন গো ব্যাক
- (ঘ) ইনক্লাব জিন্দাবাদ
উত্তর:- (ক) করেঙ্গে ইয়া মরেঙ্গে।
৭৭। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন –
- (ক) অরবিন্দ ঘোষ
- (খ) বালগঙ্গাধর তিলক
- (গ) জওহরলাল নেহরু
- (ঘ) মহাত্মা গান্ধি
উত্তর:- (ঘ) মহাত্মা গান্ধি।
৭৮। অসহযোগ আন্দোলন প্রস্তাব গৃহীত হয় ১৯২০ খ্রিস্টাব্দের –
- (ক) করাচি অধিবেশনে
- (খ) সুরাট অধিবেশনে
- (গ) বোম্বাই অধিবেশনে
- (ঘ) কলকাতা অধিবেশনে
উত্তর:- (ঘ) কলকাতা অধিবেশনে।
৭৯। ভারত ছাড়ো আন্দোলনের কনিষ্ঠ শহিদ ছিলেন –
- (ক) সতীশচন্দ্র সামন্ত
- (খ) হেমু কালানি
- (গ) অজয় মুখোপাধ্যায়
- (ঘ) সুশীল ধাড়া
উত্তর:- (খ) হেমু কালানি।
৮০। অসহযোগ আন্দোলনকালে জামিয়া মিলিয়া ইসলামিয়া শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় –
- (ক) কলকাতায়
- (খ) মাদ্রাজে
- (গ) বোম্বাইয়ে
- (ঘ) দিল্লিতে
উত্তর:- (ঘ) দিল্লিতে।
৮১। ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত –
- (ক) বাসুদেব বলবন্ত ফাদকে
- (খ) ক্ষুদিরাম বসু
- (গ) সতীশচন্দ্র বসু
- (ঘ) বারীন্দ্রকুমার ঘোষ
উত্তর:- (ক) বাসুদেব বলবন্ত ফাদকে।
৮২। আলিপুর ষড়যন্ত্র মামলার প্রধান আসামী ছিলেন –
- (ক) অরবিন্দ ঘোষ
- (খ) ক্ষুদিরাম বসু
- (গ) নরেন গোঁসাই
- (ঘ) প্রফুল্ল চাকী
উত্তর:- (ক) অরবিন্দ ঘোষ।
৮৩। মেদিনীপুর সোসাইটি প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৯০০ খ্রিস্টাব্দে
- (খ) ১৯০২ খ্রিস্টাব্দে
- (গ) ১৯০৪ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯০১ খ্রিস্টাব্দে
উত্তর:- (খ) ১৯০২ খ্রিস্টাব্দে।
৮৪। নওজোয়ান ভারত সভা গঠন করেন –
- (ক) লালা রাজপত রায়
- (খ) রাজগুরু
- (গ) অজিত সিং
- (ঘ) ভগৎ সিং
উত্তর:- (ঘ) ভগৎ সিং।
৮৫। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় –
- (ক) আসাম বোমার মামলায়
- (খ) মজফ্ফরপুর মামলায়
- (গ) লাহোর ষড়যন্ত্র মামলায়
- (ঘ) মীরাট ষড়যন্ত্র মামলায়
উত্তর:- (খ) মজফ্ফরপুর মামলায়।
৮৬। অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় –
- (ক) ১৯০১ খ্রিস্টাব্দে
- (খ) ১৯০৪ খ্রিস্টাব্দে
- (গ) ১৯০২ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৯০২ খ্রিস্টাব্দে।
৮৭। বুড়িলামের যুদ্ধে অংশ নেন –
- (ক) প্রীতিলতা ওয়াদ্দেদার
- (খ) বাঘাযতীন
- (গ) ভগৎ সিং
- (ঘ) সূর্য সেন
উত্তর:- (খ) বাঘাযতীন।
৮৮। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় –
- (ক) ১৯০৭ খ্রিস্টাব্দে
- (খ) ১৯০৮ খ্রিস্টাব্দে
- (গ) ১৯১২ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯১০ খ্রিস্টাব্দে
উত্তর:- (খ) ১৯০৮ খ্রিস্টাব্দে।
৮৯। লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় –
- (ক) লালা রাজপত রায়ের
- (খ) রাসবিহারী বসুর
- (গ) ভগৎ সিং-এর
- (ঘ) বসন্ত বিশ্বাসের
উত্তর:- (গ) ভগৎ সিং-এর।
৯০। রবার্ট ডগলাসকে হত্যা করেন –
- (ক) ব্রজকিশোর রায়
- (খ) রামকৃষ্ণ ঘোষ
- (গ) প্রদ্যোত ভট্টাচার্য
- (ঘ) মৃগেন দত্ত
উত্তর:- (গ) প্রদ্যোত ভট্টাচার্য।
৯১। বেঙ্গল ভলান্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা ছিলেন –
- (ক) সুশীল সেন
- (খ) অরবিন্দ ঘোষ
- (গ) হেমচন্দ্র ঘোষ
- (ঘ) বারীন্দ্রকুমার ঘোষ
উত্তর:- (গ) হেমচন্দ্র ঘোষ।
৯২। বেঙ্গল ভলান্টিয়ার্স দল গঠিত হয় –
- (ক) ঢাকায়
- (খ) বহরমপুরে
- (গ) মেদিনীপুরে
- (ঘ) কলকাতায়
উত্তর:- (ক) ঢাকায়।
৯৩। ব্রজমোহন কলেজ প্রতিষ্ঠা করেন –
- (ক) অশ্বিনী কুমার দত্ত
- (খ) চিত্তরঞ্জন দাশ
- (গ) বিপিনচন্দ্র পাল
- (ঘ) সরলাবালা দেবী
উত্তর:- (ক) অশ্বিনী কুমার দত্ত।
৯৪। বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সমিতির অন্যতম সম্পাদক ছিলেন –
- (ক) প্রমোদ ঘোষাল
- (খ) প্রফুল্ল চাকী
- (গ) ক্ষুদিরাম বসু
- (ঘ) ভগৎ সিং
উত্তর:- (ক) প্রমোদ ঘোষাল।
৯৫। বেঙ্গল ভলান্টিয়ার্স দল পরিচিত –
- (ক) বি ভি
- (খ) বেঙ্গল
- (গ) বেভ
- (ঘ) ভলান্টিয়ার্স নামে
উত্তর:- (ক) বি ভি।
৯৬। অলিন্দ যুদ্ধ হয়েছিল –
- (ক) ১৯২৮ খ্রিস্টাব্দে
- (খ) ১৯৩১ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৩০ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে
উত্তর:- (গ) ১৯৩০ খ্রিস্টাব্দে।
আরোও পড়ুন
- দশম শ্রেণী (প্রথম অধ্যায়): ইতিহাসের ধারণা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (দ্বিতীয় অধ্যায়): সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণীর (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণীর (চতুর্থ অধ্যায়): সংঘবদ্ধতার গোড়ার কথা – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (পঞ্চম অধ্যায়): বিকল্প চিন্তা ও উদ্দোগ হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (ষষ্ঠ অধ্যায়): কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন – বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
- দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)