২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

একটি বাংলা উপন্যাস বা আত্মজীবনী বা স্মৃতিকথা থেকে দেশভাগ ও উদ্বাস্তু জীবনের যন্ত্রণার চিত্র তুলে ধরো

দশম শ্রেণীর ইতিহাস অষ্টম অধ্যায়-উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) হতে একটি বাংলা উপন্যাস বা আত্মজীবনী বা স্মৃতিকথা থেকে দেশভাগ ও উদ্বাস্তু জীবনের যন্ত্রণার চিত্র তুলে ধরা হল।

Table of Contents

একটি বাংলা উপন্যাস বা আত্মজীবনী বা স্মৃতিকথা থেকে দেশভাগ ও উদ্বাস্তু জীবনের যন্ত্রণার চিত্র তুলে ধরো

প্রশ্ন:- একটি বাংলা উপন্যাস বা আত্মজীবনী বা স্মৃতিকথা থেকে দেশভাগ ও উদ্বাস্তু জীবনের যন্ত্রণার চিত্র তুলে ধরো।

ভূমিকা :- দেশভাগ ও উদবাস্তু জীবনের করুণ কাহিনি বিভিন্ন বাংলা উপন্যাস, আত্মজীবনী, স্মৃতিকথা প্রভৃতিতে ফুটে উঠেছে। এরূপ একটি উল্লেখযোগ্য উপন্যাস হল আবু ইসহাক-এর লেখা ‘সূর্য-দীঘল বাড়ী’।

দুর্ভিক্ষ-পীড়িতের স্বপ্ন

উপন্যাসটি শুরু হয়েছে ১৯৪৩ খ্রিস্টাব্দের পঞ্চাশের মন্বন্তর দিয়ে। জয়গুনের মতো দুর্ভিক্ষপীড়িত মানুষ স্বপ্ন দেখে, কিছুদিন পর দেশ স্বাধীন হবে, দেশ স্বাধীন হলে চালের দাম কমবে এবং সুদিন আসবে। তারা সুখে থাকতে পারবে।

স্বপ্নের পাকিস্তান

মুসলিমরা যখন তাদের পাকিস্তান সৃষ্টির অপেক্ষায় স্বপ্নে বিভোর তখন আবু ইসহাক তাঁর উপন্যাসে ট্রেনের দুই যাত্রীর কথোপকথনের মধ্যে দিয়ে দেখিয়েছেন, যে পাকিস্তান সৃষ্টি হতে চলেছে তা অনেকের কাছে স্বপ্নের বদলে বরং দুঃস্বপ্ন হয়ে উঠবে।

স্বপ্নভঙ্গ

একদিন দেশ স্বাধীন হয়। কিন্তু স্বাধীনতার পর পূর্ব পাকিস্তানে হিন্দুদের অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। তাই জয়গুনদের বাঁচার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এই স্বপ্ন লেখক সুন্দর উপমা দিয়ে উল্লেখ করেছেন।

সুন্দর উপমা ব্যবহার

পাকিস্তান সৃষ্টির পর ‘পাকিস্তান জিন্দাবাদ, কয়েদে আজম জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে উৎফুল্ল জনতার ট্রাক এগিয়ে চলে সামনের দিকে। সেখানে রাস্তার জলকাদায় ট্রাকটি দ্রুতগতিতে গিয়ে এক পথচারীর জামাকাপড়ে জলকাদা মাখিয়ে দেয়। অসহায় লোকটির অভিব্যক্তিতে স্পষ্ট হয়ে ওঠে পাকিস্তানের পরের দিনগুলি কেমন হতে চলেছে।

চলচ্চিত্র নির্মাণ

‘সূর্য-দীঘল বাড়ী, উপন্যাস অবলম্বনে বাংলাদেশে ১৯৭১ খ্রিস্টাব্দে উপন্যাসের নামেই একটি চলচ্চিত্র নির্মিত হয়। এটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার সহ সাতটি জাতীয় ও পাঁচটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।

জয়গুনের আক্ষেপ

স্বাধীনতা লাভের পর সুদিন না আসায় পূর্ববঙ্গের সংখ্যালঘুরা সকলে হতাশ হয়ে পড়ে। তাই স্বপ্নবিলাসী জয়গুন একসময় আক্ষেপের সুরে নিজের মাতৃভাষায় বলে ওঠে, “কত আশা-ভরসা আছিল। স্বাধীন অইলে ভাত-কাপড় সাইয্য আইব। খাজনা মকুব অনব। কিন্তু কই?”

উপসংহার :- বিভিন্ন উপন্যাস, আত্মজীবনী ও স্মৃতিকথায় উল্লিখিত দেশভাগ ও উদ্বাস্তু জীবনের ঘটনাবলি হৃদয় স্পর্শ করে যায়। তাই স্বাধীনতার ৭০ বছর পেরিয়েও এই বিষয়ে লেখার গুরুত্ব ক্রমশ বেড়ে চলেছে।

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস অষ্টম অধ্যায়: উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪)

৮.১. দেশীয় রাজ্যগুলির ভারত-ভুক্তির উদ্যোগ ও বিতর্ক

(১৯৪৭ এবং ১৯৬৪ খ্রিস্টাব্দের দুটি মানচিত্র ব্যবহার করে আলোচ্য পরিপ্রেক্ষিতে ভারত রাষ্ট্রের পরিবর্তিত আন্তঃ ও বহির্সীমানা চিহ্নিত করতে হবে)

টুকরো কথা

কাশ্মীর প্রসঙ্গ
হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাগুলির সময় সারণি)

৮.২. ১৯৪৭ সালের পরবর্তী উদবাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক

(৮.২.ক.) উদ্বাস্তু সমস্যার সমাধান ও বিতর্ক
(৮.২.খ.) আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাগুলির সময়সারণি)

৮.৩. ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক

(১৯৪৮ এবং ১৯৬৪ খ্রিস্টাব্দের দুটি মানচিত্র ব্যবহার করে আলোচ্য পরিপ্রেক্ষিতে ভারত রাষ্ট্রের পরিবর্তিত আন্তঃমানচিত্র চিহ্নিত করতে হবে)

টুকরো কথা

রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন (১৯৫৫-১৯৫৬)

সংবিধানে স্বীকৃত ভাষাসমূহ (১৯৬৪ পর্যন্ত)

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য ঘটনাগুলির সময়সারণি)

Leave a Comment