ইন্টারভিউতে সম্ভাব্য কিছু প্রশ্নাবলী

ইন্টারভিউতে সম্ভাব্য কিছু প্রশ্নাবলী প্রাইমারী টিচার্স বা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ইন্টারভিউ বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার কিছু নমুনা প্রশ্নাবলী নিম্নে দেওয়া হল।

একনজরে ইন্টারভিউতে সম্ভাব্য কিছু প্রশ্নাবলী

১. বর্তমানে আপনি কোথায় বাস করেন?

২. কোন কলেজে পড়াশুনা করেছেন?

৩. কোন্ কোন্ বিষয় নিয়ে পড়াশোনা করেছেন?

৪. আপনার প্রিয় বিষয় / এই বিষয় বেছে নেওয়ার কারণ কী?

৫. আপনি শিক্ষকতা করতে চান কেন?

৬. এই পদের জন্য বিশেষ কোন্ প্রশিক্ষণ দরকার বলে মনে করেন?

৭. কোনো ছাত্রের শিক্ষা ভীত কিভাবে তৈরী করা উচিত?

৮. এতদিন আপনি কী করছেন?

৯. বর্তমানে চালু পঠন-পাঠন নীতির পরিবর্তন করবার প্রয়োজন আছে কী?

১০. কেন এই প্রশিক্ষণে আসতে চাইছেন?

১১. আপনার বাবা কী করেন?

১২. চাকরির প্রয়োজন কেন?

১৩. আপনার বিশেষ হবি বা শখ কী?

১৪. অবসর সময় কীভাবে কাটান?

১৫. ছাত্র/ছাত্রী পড়ানোর অভিজ্ঞতা আছে কী?

১৬. আপনার পরিবারের কেউ কী শিক্ষকতা করছেন?

১৭. আপনি কী শিক্ষকদের প্রাইভেট টিউশান সমর্থন করেন?

১৮. কীভাবে ছাত্র-ছাত্রীদের Motivate করবেন?

১৯. স্কুলে ছাত্র সংগঠন গড়বার প্রয়োজন কী?

২০. প্রাথমিক স্তরে ইংরাজী পড়ানোর বিষয়ে আপনার মতামত কী?

ইন্টারভিউতে গুরুত্বপূর্ণ সম্ভাব্য কিছু প্রশ্নাবলী

২১. প্রাইভেট কোচিং বিষয়ে সরকারী সিদ্ধান্তের ব্যাপারে আপনার মতামত কী?

২২. সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাক্রমের পরীক্ষাবিধিতে যে পরিবর্তন এসেছে আপনি কী তা যথাযথ বলে মনে করেন?

২৩. যদি কোন ছাত্র/ছাত্রী মেধাবী হওয়া সত্ত্বেও অমনযোগী হয়, তবে আপনি কী ব্যবস্থা নেবেন?

২৪. মাধ্যমিক স্তরে ছাত্রদের বিষয়ে সংখ্যা কী কমানো উচিত?

২৫. বিদ্যালয়ে যৌথশিক্ষা চালু হওয়া কী উচিত?

২৬. বর্তমানে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষকের কী কী গুণ থাকা প্রয়োজন?

২৭. বর্তমান সমাজে শিক্ষার প্রধান কাজ কী?

২৮. স্কুলে খেলাধূলা বাধ্যতামূলক হলে কী ছাত্রদের উপকার হবে বলে মনে করেন?

২৯. বিদ্যালয়ে কর্মশিক্ষা প্রদান কী আবশ্যিক করা উচিত?

৩০. কোন ছাত্রের সামগ্রিক উন্নতি ভালো না হলে কী কী পদক্ষেপ নেওয়া উচিত?

৩১. কোন্ সংবাদপত্র / ম্যাগাজিন পড়েন?

৩২. সাম্প্রতিক কালে কোন বই / গল্প পড়েছেন? (সে বিষয়ে প্রশ্ন)

৩৩. সম্প্রতি কোন ছবি (সিনেমা) দেখেছেন? (সে বিষয়ের প্রশ্ন)

৩৪. শিক্ষকের কাজের ধারা বিষয়ে কী কী চিন্তাভাবনা করা উচিত?

৩৫. আপনার নামের অর্থ বলুন। আপনার পদবী এমন কেন?

৩৬. শিক্ষক/ শিক্ষিকা হিসাবে সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা কী?

৩৭. আপনার প্রিয় কবি কে? কেন?

৩৮. শিক্ষক হয়ে পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা করবেন?

৩৯. পড়ানোর সময় একজন ছাত্র ক্লাসে গণ্ডগোল করছে। আপনি কী করবেন?

৪০. আপনার পড়া যে বুঝতে পারছে না তাকে আপনি কী করবেন?

একনজরে ইন্টারভিউতে বাছাই করা কিছু প্রশ্নাবলী

৪১. আপনি কী প্রাইভেট পড়ান? কেন?

৪২. আপনার জেলাশাসকের নাম কী?

৪৩. পঞ্চায়েত কী কী কাজ করে?

৪৪. সালোয়ার না শাড়ি- কোনটাকে সেরা মনে করেন? (মেয়েদের প্রশ্ন)

৪৫. কী করলে ছাত্র/ছাত্রীরা পড়ায় মনোযোগী হবে?

৪৬. আপনার জেলা কেন বিখ্যাত?

৪৭. জেলায় দু-জন মহাপুরুষের নাম উল্লেখ করুন।

৪৮. পড়ানোর সময় কোন ছাত্রী যদি ঘুমায় তখন কী করবেন?

৪৯. গরীব ছাত্রদের সুন্দর পরিবেশে আনতে তুমি কী করবে?

৫০. কোন ছাত্রকে বেত্রাঘাত করা উচিত?

৫১. গ্রাম পঞ্চায়েত এর স্তর কয়টি?

৫২. শ্রেণীকক্ষে দুটি ছাত্র ঝগড়া বাধালে আপনি কী করবেন?

৫৩. আপনি কী আদর্শ শিক্ষক হতে পারবেন?

৫৪. প্রকৃত শিক্ষা বলতে কী বোঝ? তা কী আছে?

৫৫. একজন শিক্ষকের সাফল্য কোথায়?

আরোও পড়ুন

Leave a Comment