ষোড়শ মহাজনপদ: SLST MCQ Question Suggestion ষোড়শ মহাজনপদ থেকে WBSSC / SLST পরীক্ষার জন্য MCQ Question Answer Suggestion দেওয়া হল
ষোড়শ মহাজনপদ: SLST MCQ Question Answer Suggestion
নাম | বর্তমান অবস্থান | রাজধানী |
---|---|---|
মগধ | দক্ষিণ বিহার | প্রথমে গিরিব্রজ বা রাজগৃহ ও পরে পাটলিপুত্র |
অঙ্গ | পূর্ব বিহার | চম্পা (বর্তমান ভাগলপুর) |
কাশী | বরুণা ও অসি নদীর দ্বারা বেষ্টিত এলাকা | বারাণসী |
কোশল | অযোধ্যা | শ্রাবস্তী (উত্তর) ও কুশাবতী (দক্ষিণ) |
বৃজি | উত্তর বিহার | বৈশালী (বর্তমান বসার) |
মল্ল | উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা | পাওয়াপুরী বা পাবাপুরী |
চেদি | যমুনা ও নর্মদার মধ্যবর্তী এলাকা | সুক্তিমতী বা সোতথীবতী |
বৎস | এলাহাবাদ অঞ্চল | কৌশাম্বী (বর্তমান কোসম গ্রাম) |
কুরু | থানেশ্বর, দিল্লি ও মিরাট জেলা | ইন্দ্ৰপ্ৰস্থ |
পাঞ্চাল | বেরিলি, বদায়ুন ও ফারুকাবাদ জেলা | অহিচ্ছত্র (উত্তর) এবং কাম্পিল্য (দক্ষিণ) |
মৎস | জয়পুর | বিরাটনগর (বর্তমান বৈরাট) |
শূরসেন | মথুরা | মথুরানগরী (যমুনা তীরবর্তী) |
অস্মক | গোদাবরী উপত্যকা | পোতলা বা পোতলি মতান্তরে, গোবর্ধন (মহারাষ্ট্রের নান্দেড়) |
অবন্তী | মালব | উজ্জয়িনী, অপর রাজধানী নর্মদার তীরবর্তী মাহিম্মতী |
গান্ধার | পেশোয়ার ও রাওয়ালপিন্ডি জেলা | তক্ষশিলা |
কম্বোজ | দক্ষিণ-পশ্চিম কাশ্মীর ও কাদিরিস্তানের অংশবিশেষ | রাজপুর |
1. ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে 15 টি অবস্থিত ছিল?
- (A) উত্তর ভারত -এ
- (B) দক্ষিণ ভারতে
- (C) পূর্ব ভারতে
- (D) পশ্চিম ভারতে।
ঊত্তর:- (A) উত্তর ভারতে।
2. ষোড়শ মহাজনপদগুলির মধ্যে অস্মক-এর অবস্থান ছিল –
- (A) উত্তর ভারতে
- (B) দক্ষিণ ভারতে
- (C) পূর্ব ভারতে
- (D) পশ্চিম ভারতে।
ঊত্তর:- (B) দক্ষিণ ভারতে
3. ষোড়শ মহাজনপদগুলির মধ্যে শেষপর্যন্ত শক্তিশালী হয়ে ওঠে –
- (A) কোশল
- (B) অবন্তী
- (C) বৎস
- (D) মগধ।
ঊত্তর:- (D) মগধ
4. পাঞ্চাল মহাজনপদের রাজধানী ছিল –
- (A) অহিচ্ছত্র
- (B) কাম্পিল্য
- (C) হস্তিনাপুর
- (D) (A+B) উভয়ই।
ঊত্তর:- (D) (A+B) উভয়ই
5. বিহারের পাটনা ও গয়া জেলায় অবস্থিত ছিল –
- (A) কাশী
- (B) কোশল
- (C) মগধ
- (D) অঙ্গ।
ঊত্তর:- (C) মগধ
6. কোন মহাজনপদকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
- (A) চেদি
- (B) বৎস
- (C) মগধ
- (D) কম্বোজ।
ঊত্তর:- (C) মগধ
7. মগধে পর্যায়ক্রমিকভাবে রাজত্ব করেনি –
- (A) হর্ষঙ্কবংশ
- (B) শিশু নাগবংশ
- (C) নন্দ বংশ
- (D) গুপ্তবংশ।
ঊত্তর:- (D) গুপ্তবংশ
8. হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠিত হয় ––খ্রিস্টপূর্বাব্দে।
- (A) 545
- (B) 540
- (C) 550
- (D) 555।
ঊত্তর:- (A) 545
9. মগধ রাজ্য প্রতিষ্ঠা করেন –
ঊত্তর:- (A) বিম্বিসার
10. বিম্বিসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক –
- (A) সম্রাট
- (B) রাজা
- (C) বাদশা
- (D) রাজাধিরাজ।
ঊত্তর:- (B) রাজা
11. গৌতম বুদ্ধ -এর সমসাময়িক ছিলেন –
- (A) ধননন্দ
- (B) বিম্বিসার
- (C) অজাতশত্রু
- (D) শিশুনাগ।
ঊত্তর:- (B) বিম্বিসার
12. বিম্বিসারের সময় মগধের রাজধানী ছিল –
- (A) রাজগৃহ
- (B) পাটলিপুত্র
- (C) পুরুষপুর
- (D) কর্ণসুবর্ণ।
ঊত্তর:- (A) রাজগৃহ
13. অঙ্গরাজ্যের ব্রহ্মদত্তকে প্রথম পরাজিত করেন –
- (A) বিম্বিসার
- (B) অজাতশত্রু
- (C) কালাশোক
- (D) উদয়ন।
ঊত্তর:- (A) বিম্বিসার
14. বসসাকর ছিলেন অজাতশত্রুর –
- (A) মন্ত্রী
- (B) সচিব
- (C) সেনাপতি
- (D) শত্রু।
ঊত্তর:- (A) মন্ত্রী
15. অজাতশত্ৰু কোন রাজ্য দখল করেননি?
- (A) কাশী
- (B) অবন্তী
- (C) বৎস
- (D) কোশল।
ঊত্তর:- (A) কাশী
16. পাটলিপুত্রে প্রথম রাজধানী স্থাপন করেন –
- (A) অজাতশত্রু
- (B) উদয়িন
- (C) শিশুনাগ
- (D) অনিরুদ্ধ।
ঊত্তর:-
17. হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন –
- (A) অজাতশত্রু
- (B) উদয়ভদ্র
- (C) অনিরুদ্ধ
- (D) নাগদাস।
ঊত্তর:- (D) নাগদাস
18. নাগদাসকে হত্যা করেন –
- (A) অজাতশত্রু
- (B) উদয়িন
- (C) মুন্ড
- (D) শিশুনাগ।
ঊত্তর:- (D) শিশুনাগ
19. কালাশোক বা কাকবর্ণ ছিলেন শিশুনাগ বংশের –
- (A) শেষ রাজা
- (B) শ্রেষ্ঠ রাজা
- (C) প্রথম রাজা
- (D) প্রতিষ্ঠাতা।
ঊত্তর:- (A) শেষ রাজা
20. কালাশোক বা কাকবর্ণকে হত্যা করেন –
- (A) মহাপদ্মনন্দ
- (B) ধননন্দ
- (C) অজাতশত্রু
- (D) আলেকজান্ডার।
ঊত্তর:- (A) মহাপদ্মনন্দ
21. ‘দ্বিতীয় পরশুরাম’ উপাধি গ্রহণ করেন –
- (A) মহাপদ্মনন্দ
- (B) ধননন্দ
- (C) চন্দ্রগুপ্ত মৌর্য
- (D) আলেকজান্ডার।
ঊত্তর:- (A) মহাপদ্মনন্দ
22. আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগধের রাজা ছিলেন –
- (A) মহাপদ্মনন্দ
- (B) ধননন্দ
- (C) চন্দ্রগুপ্ত মৌর্য
- (D) পুরু।
ঊত্তর:- (B) ধননন্দ
23. ধননন্দকে অ্যাগ্রামেস বলতো –
- (A) চিনারা
- (B) পারসিকরা
- (C) গ্রিকরা
- (D) রোমানরা।
ঊত্তর:- (C) গ্রিকরা
24. ধননন্দকে হত্যা করেন –
- (A) চন্দ্রগুপ্ত মৌর্য
- (B) আলেকজান্ডার
- (C) বিন্দুসার
- (D) অশোক।
ঊত্তর:- (A) চন্দ্রগুপ্ত মৌর্য
25. আলেকজান্ডার ভারত আক্রমণ করেন –
- (A) 323 খ্রিস্টপূর্বাব্দে
- (B) 325 খ্রিস্টপূর্বাব্দে
- (C) 327 খ্রিস্টপূর্বাব্দে
- (D) 330 খ্রিস্টপূর্বাব্দে।
ঊত্তর:- (C) 327 খ্রিস্টপূর্বাব্দে
26. কোন ভারতীয় রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন –
- (A) চন্দ্রগুপ্ত মৌর্য
- (B) তক্ষশীলার রাজা অম্ভি
- (C) পুরু
- (D) সেলুকাস।
ঊত্তর:- (B) তক্ষশীলার রাজা অম্ভি
27. অজাতশত্ৰু প্রতিষ্ঠিত নগর হল –
- (A) অযোধ্যা
- (B) বিদিশা
- (C) পাটলিপুত্র
- (D) বারাণসী।
ঊত্তর:- (C) পাটলিপুত্র
28. দিল্লির প্রাচীন নাম –
- (A) ইন্দ্রপ্রস্থ
- (B) হস্তিনাপুর
- (C) অযোধ্যা
- (D) উজ্জয়িনী।
ঊত্তর:- (A) ইন্দ্রপ্রস্থ
29. অঙ্গ রাজ্যের রাজধানী ছিল –
- (A) মথুরা
- (B) চম্পা
- (C) হস্তিনাপুর
- (D) অযোধ্যা।
ঊত্তর:- (B) চম্পা
30. কোন মহাজনপদ সুতি কাপড়/এবং একটি ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত?
- (A) অঙ্গ
- (B) মগধ
- (C) কোশল
- (D) কাশী।
ঊত্তর:- (D) কাশী
31. সমকালীন সাহিত্যে কোন মহাজনপদ ‘গঙ্গাসাগর’ বলে চিহ্নিত।
- (A) বৃজি
- (B) অবন্তী
- (C) শূরসেন
- (D) অস্মক।
ঊত্তর:- (A) বৃজি
32. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলান-
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
---|---|
(a) মৎস্য | (i) বৈশালী |
(b) বৎস | (ii) ইন্দ্রপ্রস্থ |
(c) বৃজি | (iii) বিরাটনগর |
(d) কুরু | (iv) কৌশাম্বী |
(a) | (b) | (c) | (d) | |
(A) | (i) | (ii) | (iv) | (iii) |
(B) | (ii) | (iii) | (ii) | (iv) |
(C) | (iii) | (iv) | (i) | (ii) |
(D) | (iv) | (i) | (iii) | (i) |
ঊত্তর:- (C) (iii), (iv), (i), (ii)