1. কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করে?
- (a) 1791
- (b) 1792
- (c) 1793
- (d) 1784
উত্তর:- (c) 1793
2. দ্বিতীয় বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
- (a) হরিপুরায়
- (b) ত্রিপুরীতে
- (c) ওয়ার্ধায়
- (d) পাটনায়
উত্তর:- (b) ত্রিপুরীতে।
3. ‘পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া’ বইটির লেখক কে?
- (a) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
- (b) ফিরোজশাহ মেহতা
- (c) বদরুদ্দিন তায়েবজি
- (d) দাদাভাই নওরোজি
উত্তর:- (d) দাদাভাই নওরোজি।
4. লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন?
- (a) 1848 খ্রিঃ
- (b) 1857 খ্রিঃ
- (c) 1853 খ্রিঃ
- (d) 1856 খ্রিঃ
উত্তর:- (d) 1856 খ্রিঃ।
5. সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে?
- (a) 1855 খ্রিঃ
- (b) 1857 খ্রিঃ
- (c) 1859 খ্রিঃ
- (d) 1871 খ্রিঃ
উত্তর:- (a) 1855 খ্রিঃ।
6. আর্যসমাজ প্রতিষ্ঠা করেছিলেন?
- (a) লাল লাজপত রায়
- (b) বালগঙ্গাধর তিলক
- (c) দয়ানন্দ সরস্বতী
- (d) অরবিন্দ ঘোষ
উত্তর:- (c) দয়ানন্দ সরস্বতী।
7. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
- (a) চক্রবর্তী রাজাগোপালাচারি
- (b) লর্ড মাউন্টব্যাটেন
- (c) রাজেন্দ্র প্রসাদ
- (d) মৌলানা আবুল কালাম আজাদ
উত্তর:- (a) চক্রবর্তী রাজাগোপালাচারি।
8. আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়?
- (a) টোকিও
- (b) রেঙ্গুন
- (c) সিঙ্গাপুর
- (d) ব্যাঙ্কক
উত্তর:- (c) সিঙ্গাপুর।
9. আলিগড় আন্দোলন শুরু করেছিলেন?
- (a) সৈয়দ আহমেদ খান
- (b) এম. এ. জিন্নাহ
- (c) এ. কে. আজাদ
- (d) থিওডোর বেক
উত্তর:- (a) সৈয়দ আহমেদ খান।
10. ‘বাউন্ডারি কমিশনের’ প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন?
- (a) ভি. পি. মেনন
- (b) স্যার সিরিল র্যাডক্লিফ
- (c) স্ট্যাফোর্ড ক্রিপস
- (d) লর্ড পেথিক লরেন্স
উত্তর:- (b) স্যার সিরিল র্যাডক্লিফ।
11. মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল?
- (a) 1929 সালে
- (b) 1934 সালে
- (c) 1942 সালে
- (d) 1931 সালে
উত্তর:- (a) 1929 সালে।
12. কোন বছর মুসলিম লিগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল?
- (a) 1916 খ্রিঃ
- (b) 1929 খ্রিঃ
- (c) 1940 খ্রিঃ
- (d) 1846 খ্রিঃ
উত্তর:- (c) 1940 খ্রিঃ।
13. ভারর্তের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
- (a) র্যামসে ম্যাকডোনাল্ড
- (b) ক্লিমেন্ট এটলি
- (c) লয়েড জর্জ
- (d) উইনস্টন চার্চিল
উত্তর:- (b) ক্লিমেন্ট এটলি।
14. ভারতে রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল?
- (a) 1944 খ্রিঃ-র ডিসেম্বর
- (b) 1945 খ্রিঃ-র ফেব্রুয়ারি
- (c) 1946 খ্রিঃ-র ফেব্রুয়ারি
- (d) 1946 খ্রিঃ-র আগস্ট
উত্তর:- (c) 1946 খ্রিঃ-র ফেব্রুয়ারি।
15. ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- (a) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
- (b) কৃষ্ণকুমার মিত্র
- (c) বিপিনচন্দ্র পাল
- (d) শিবনাথ শাস্ত্রী
উত্তর:- (a) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।
16. ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত?
- (a) ড্যু. সি. ব্যানার্জী
- (b) এস. এন. ব্যানার্জী
- (c) এ. ও. হিউম
- (d) মহাত্মা গান্ধি
উত্তর:- (c) এ. ও. হিউম।
17. ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী যিনি 1848 সালে আই. এ. এস. চালু করেছিলেন?
- (a) সর্দার বল্লভভাই প্যাটেল
- (b) গোবিন্দবল্লভ পন্থ
- (c) এস. বি. চ্যবন
- (d) কৃষ্ণ মেনন
উত্তর:- (a) সর্দার বল্লভভাই প্যাটেল।
18. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
- (a) দাদাভাই নৌরজি
- (b) ডব্ল্যু. সি. ব্যানার্জী
- (c) ফিরোজশাহ মেহতা
- (d) এস. এন. ব্যানার্জী
উত্তর:- (b) ডব্ল্যু. সি. ব্যানার্জী।
19. কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়?
- (a) মনু সংহিতা
- (b) ঋগ্বেদ
- (c) অথর্ববেদ
- (d) শতপথ ব্রাহ্মণ
উত্তর:- (b) ঋগ্বেদ।
20. প্যারিসে ‘বন্দেমাতরম’ পত্রিকা কে সম্পাদনা করতেন?
- (a) মাদাম কামা
- (b) শ্যামজী কৃষ্ণবর্মা
- (c) লালা হরদয়াল
- (d) ভূপেন দত্ত
উত্তর:- (a) মাদাম কামা।
21. মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
- (a) লাল হরদয়াল
- (b) অজিত সিং
- (c) লালা লাজপত রায়
- (d) পি. মিত্র
উত্তর:- (a) লাল হরদয়াল।
22. সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা?
- (a) কলহন
- (b) বিলহন
- (c) বাণভট্ট
- (d) হরিষেণ
উত্তর:- (d) হরিষেণ।
23. ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থটির রচয়িতা কে?
- (a) মৌলানা আবুল কালাম আজাদ
- (b) সর্দার বল্লভভাই প্যাটেল
- (c) গোবিন্দ বল্লভ পন্থ
- (d) উপরের কেউই নন
উত্তর:- (a) মৌলানা আবুল কালাম আজাদ।
24. বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন?
- (a) ধেকাতা
- (b) গান্ধাতা
- (c) দিব্য
- (d) ময়ূরধ্বজ
উত্তর:- (c) দিব্য।
25. 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমণ চালিয়েছিলেন?
- (a) রাসবিহারী বসু
- (b) ভগৎ সিং
- (c) ক্ষুদিরাম বোস
- (d) অজিত সিং
উত্তর:- (a) রাসবিহারী বসু।
26. 1919 সালে আইন কী নামে পরিচিত ছিল?
- (a) রাওলাট অ্যাক্ট
- (b) মর্লে-মিন্টো অ্যাক্ট
- (c) মন্ট-ফোর্ড অ্যাক্ট
- (d) সাইমন অ্যাক্ট
উত্তর:- (a) রাওলাট অ্যাক্ট।
27. গুপ্তবংশের কোন রাজা ‘লিচ্ছবিদৌহিত্র’ নামে পরিচিত ছিলেন?
- (a) সমুদ্রগুপ্ত
- (b) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- (c) কুমারগুপ্ত
- (d) স্কন্দগুপ্ত
উত্তর:- (a) সমুদ্রগুপ্ত।
28. কোন ঘটনা মহাত্মা গান্ধিকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল?
- (a) চৌরিচৌরার গণ হিংসা
- (b) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
- (c) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
- (d) স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠা
উত্তর:- (a) চৌরিচৌরার গণ হিংসা।
29. ‘খালিমপুর তাম্রপট’ পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে?
- (a) দেবপাল
- (b) রামপাল
- (c) ধর্মপাল
- (d) প্রথম মহীপাল
উত্তর:- (c) ধর্মপাল।
30. ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গণ্য করা হয়?
- (a) চৌরিচৌরা কৃষক অভ্যুত্থান
- (b) 1946 সালের নৌ-বিদ্রোহ
- (c) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
- (d) সিপাহি বিদ্রোহ (1857 সালে)
উত্তর:- (d) সিপাহি বিদ্রোহ (1857 সালে)।
31. কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়?
- (a) নাগপুর
- (b) অমৃতসর
- (c) লাহোর
- (d) কলকাতা
উত্তর:- (c) লাহোর।
32. ‘তারিখ-ই ফিরোজশাহী’ গ্রন্থটির রচয়িতা কে?
- (a) আবুল ফজল
- (b) মিনহাজ-উস-সিরাজ
- (c) জিয়াউদ্দিন বারানী
- (d) অলবিরুনি
উত্তর:- (c) জিয়াউদ্দিন বারানী।
33. দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক?
- (a) ভগৎ সিং
- (b) রাসবিহারী বসু
- (c) এম. এন. রায়
- (d) লালা লাজপত রায়
উত্তর:- (a) ভগৎ সিং।
34. 1906 সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের কে নেতৃত্ব দিয়েছিলেন?
- (a) সালিমুল্লাহ
- (b) আগা খান
- (c) মহম্মদ আলি
- (d) সৌকৎ আলি
উত্তর:- (b) আগা খান।
35. টোডরমল কে ছিলেন?
- (a) শেরশাহের একজন মন্ত্রী
- (b) আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ
- (c) মেবারের একজন রাজপুত্র
- (d) জাহাঙ্গিরের সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ
উত্তর:- (b) আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ।
36. মহাত্মা গান্ধি প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম?
- (a) ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস
- (b) মজুর মহাজন
- (c) সর্ব ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস
- (d) ওয়ার্কস ওয়েলফেয়ার লিগ
উত্তর:- (b) মজুর মহাজন।
37. নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন?
- (a) খিলজি বংশের একজন সুলতান
- (b) একজন সুফি সন্ত
- (c) গিয়াসউদ্দিন বলবনের একজন মন্ত্রী
- (d) আলাউদ্দিন খিলজির সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ
উত্তর:- (b) একজন সুফি সন্ত।
38. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- (a) অরবিন্দ ঘোষ
- (b) বারীন ঘোষ
- (c) ব্যারিস্টার প্রমথনাথ মিত্র
- (d) চিত্তরঞ্জন দাশ
উত্তর:- (c) ব্যারিস্টার প্রমথনাথ মিত্র।
39. দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন?
- (a) আলাউদ্দিন আলম শাহ
- (b) ইব্রাহিম লোদি
- (c) বাহলুল লোদি
- (d) সিকন্দার লোদি
উত্তর:- (b) ইব্রাহিম লোদি।
40. খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন?
- (a) মাহমুদ লোদি
- (b) হিমু
- (c) রানা সঙ্গ
- (d) এদের কেউ নয়
উত্তর:- (c) রানা সঙ্গ।
41. নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হত –
- (a) হিন্দু পেট্রিয়টে
- (b) টাইমস অফ ইন্ডিয়ায়
- (c) স্টেটসম্যান এ
- (d) ইংলিশম্যানে
উত্তর:- (a) হিন্দু পেট্রিয়টে।
42. নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গিরের রাজসভায় এসেছিলেন?
- (a) নিকোলো কন্টি
- (b) ফ্রাঙ্কোয়া বার্নিয়ের
- (c) স্যার টমাস রো
- (d) আথানসিয়াস নিকিতিন
উত্তর:- (c) স্যার টমাস রো।
43. “স্বরাজ আমার জন্মগত অধিকার”- কে বলেছিলেন?
- (a) বালগঙ্গাধর তিলক
- (b) বিপিন চন্দ্র পাল
- (c) লালা লাজপত রায়
- (d) মহাত্মা গান্ধি
উত্তর:- (a) বালগঙ্গাধর তিলক।
44. কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন?
- (a) জাহাঙ্গির
- (b) আওরঙ্গজেব
- (c) শাহাজাহান
- (d) বাহাদুর শাহ
উত্তর:- (a) জাহাঙ্গির।
45. কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন?
- (a) ফারুক সিয়ার
- (b) বাহাদুর শাহ
- (c) মহম্মদ শাহ
- (d) শাহ আলম
উত্তর:- (c) মহম্মদ শাহ।
46. বাংলায় কৃষক প্রজা পাটি প্রতিষ্ঠা করেছিলেন?
- (a) এ. কে. ফজলুল হক
- (b) মুজাফফর আহমেদ
- (c) আবদুল হালিম
- (d) হুমায়ুন কবীর
উত্তর:- (a) এ. কে. ফজলুল হক।
47. বাংলার শাসক হিসাবে মুর্শিদকুলি খানের উত্তরসূরি কে?
- (a) সরফরাজ খান
- (b) সওকত জঙ্গ
- (c) আলিবর্দী খান
- (d) সুজাউদ্দিন
উত্তর:- (a) সরফরাজ খান।
48. খুদা-ই-খিদমতদগারের নেতা কে ছিলেন?
- (a) এম. এ. জিন্নাহ
- (b) খান আবদুল গফর খান
- (c) এ. কে. আজাদ
- (d) মহম্মদ আলি
উত্তর:- (b) খান আবদুল গফর খান।
49. কোন্ জায়গায় মহাত্মা গান্ধি ভারতের গণ আন্দোলনর প্রথম অভিজ্ঞতা অর্জন করেন?
- (a) বরদোলি
- (b) ডান্ডি
- (c) চৌরিচৌরা
- (d) চম্পারন
উত্তর:- (d) চম্পারন।
50. প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে ‘অধীনতামূলক মিত্রতা’ নীতি প্রয়োগ করেছিলেন?
- (a) লর্ড ওয়েলেসলি
- (b) ওয়ারেন হেস্টিংস
- (c) লর্ড কর্নওয়ালিস
- (d) স্যার জন শোর
উত্তর:- (a) লর্ড ওয়েলেসলি।
51. স্বদেশি আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন –
- (a) লিয়াকত আলি খান
- (b) লিয়াকৎ হোসেন
- (c) মহম্মদ আলি
- (d) এ. কে. আজাদ
উত্তর:- (b) লিয়াকৎ হোসেন।
52. ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন?
- (a) ইংরেজ কোম্পানি বাংলার দেওয়ান হল
- (b) পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাশক্তি পর্যুদস্ত হল
- (c) ইংরেজ কোম্পানির সেনাবাহিনীর দিল্লি দখল
- (d) মহীশূরের হায়দার আলির মৃত্যু
উত্তর:- (b) পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাশক্তি পর্যুদস্ত হল।