1. নীলদর্পণ ইংরাজিতে কে অনুবাদ করেন?
- (a) মধুসূদন দত্ত
- (b) রেভ. জেমস লঙ
- (c) হরিশ্চন্দ্র মুখার্জী
- (d) কালীপ্রসন্ন সিংহ
উত্তর:- (a) মধুসূদন দত্ত।
2. ‘স্কুল বুক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
- (a) উইলিয়াম জোন্স
- (b) হাইড ইস্ট
- (c) ডি. বেথুন
- (d) ডেভিড হেয়ার
উত্তর:- (d) ডেভিড হেয়ার।
3. ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির (যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ)?
- (a) মৌর্য যুগ
- (b) গুপ্ত যুগ
- (c) পাল যুগ
- (d) দিল্লি সুলতানি
উত্তর:- (b) গুপ্ত যুগ।
4. খিলাফৎ আন্দোলনের নেতৃত্ব কে/কারা দিয়েছিলেন?
- (a) সৈয়দ আহমেদ
- (b) ইকবাল
- (c) মহম্মদ আলি ও সৌকত আলি
- (d) রহমৎ আলি
উত্তর:- (c) মহম্মদ আলি ও সৌকত আলি।
5. নিখিল ভারত হোমরুল লিগ-এর প্রতিষ্ঠাতা ছিলেন –
- (a) অ্যানি বেসান্ত
- (b) মতিলাল নেহরু
- (c) বি. আর. আম্বেদকর
- (d) সরোজিনী নাইডু
উত্তর:- (a) অ্যানি বেসান্ত।
6. ‘দিব্য জীবন’ (লাইফ ডিভাইন)-এর লেখক কে?
- (a) স্বামী বিবেকানন্দ
- (b) কেশবচন্দ্র সেন
- (c) সিস্টার নিবেদিতা
- (d) অরবিন্দ ঘোষ
উত্তর:- (d) অরবিন্দ ঘোষ।
7. মুসলিম লিগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল?
- (a) অক্টোবর, 1946
- (b) নভেম্বর, 1946
- (c) ডিসেম্বর, 1946
- (d) জানুয়ারি, 1947
উত্তর:- (a) অক্টোবর, 1946
৪. ‘রাজতরঙ্গিণী’ কার লেখা?
- (a) কৌটিল্য
- (b) মেগাস্থিনিস
- (c) কলহণ
- (d) এদের কেউ নয়
উত্তর:- (c) কলহণ।
9. মেগাস্থিনিস কে ছিলেন?
- (a) সেলুকাসের দূত
- (b) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী
- (c) গ্রিক পরিব্রাজক
- (d) চীনা পরিভ্রমণকারী
উত্তর:- (a) সেলুকাসের দূত।
10. কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?
- (a) 1807 খ্রিঃ
- (b) 1809 খ্রিঃ
- (c) 1811 খ্রিঃ
- (d) 1813 খ্রিঃ
উত্তর:- (b) 1809 খ্রিঃ।
11. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত?
- (a) চিন
- (b) ইরান
- (c) রাশিয়া
- (d) সুমের
উত্তর:- (d) সুমের।
12. ‘সনাতনপন্থী সংস্কারক’ কাকে বলা হয়?
- (a) বিদ্যাসাগর
- (b) স্বামী বিবেকানন্দ
- (c) রামমোহন রায়
- (d) বি. জি. তিলক
উত্তর:- (a) বিদ্যাসাগর।
13. কোন আইনের দ্বারা রানি ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন?
- (a) রয়্যাল টাইটেলস অ্যাক্ট, 1876
- (b) অ্যাক্ট অফ, 1858
- (c) কাউন্সিল অ্যাক্ট, 1861
- (d) অ্যাক্ট অফ, 1872
উত্তর:- (a) রয়্যাল টাইটেলস অ্যাক্ট, 1876
14. সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল –
- (a) ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য
- (b) শাসন সংস্কারের জন্য
- (c) শিক্ষা সংস্কারের জন্য
- (d) জেল কোড সংস্কারের জন্য
উত্তর:- (a) ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য।
15. স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?
- (a) মতিলাল নেহরু
- (b) সি. আর. দাশ
- (c) রাজেন্দ্র প্রসাদ
- (d) রাজাগোপালাচারি
উত্তর:- (b) সি. আর. দাশ।
16. টিপু সুলতানের রাজধানী ছিল –
- (a) মহীশূর
- (b) সেরেঙ্গাপত্তম
- (c) শৃঙ্গেরী
- (d) বেলুড়
উত্তর:- (b) সেরেঙ্গাপত্তম।
17. ভারতের অর্ধনগ্ন ফকির – ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন?
- (a) তেজ বাহাদুর সপ্রু
- (b) গান্ধিজি
- (c) মহম্মদ আলি
- (d) বি. আর. আম্বেদকর
উত্তর:- (b) গান্ধিজি।
18. ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন?
- (a) লর্ড কর্নওয়ালিশ
- (b) লর্ড বেন্টিঙ্ক
- (c) লর্ড রিপন
- (d) লর্ড কার্জন
উত্তর:- (b) লর্ড বেন্টিঙ্ক।
19. সুলতানি আমলে ‘ইক্তা’ বলতে বোঝায় –
- (a) এক প্রকার অভিবাদন
- (b) একজন গুরুত্বপূর্ণ কর্মচারী
- (c) কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান
- (d) উপরের কোনোটিই নয়
উত্তর:- (c) কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান।
20. নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন –
- (a) 1738 খ্রিঃ
- (b) 1739 খ্রিঃ
- (c) 1740 খ্রিঃ
- (d) 1741 খ্রিঃ
উত্তর:- (b) 1739 খ্রিঃ।
21. কে প্রথম ‘ভারতের গভর্নর জেনারেল’ উপাধি প্রাপ্ত হন?
- (a) লর্ড ক্লাইভ
- (b) স্যার জন শোর
- (c) ওয়ারেন হেস্টিংস
- (d) লর্ড কর্নওয়ালিস
উত্তর:- (c) ওয়ারেন হেস্টিংস।
22. গান্ধিজির কোন আন্দোলন খিলাফৎ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়?
- (a) আইন অমান্য
- (b) অসহযোগ
- (c) ভারত ছাড়ো
- (d) নীল চাষের বিরুদ্ধে
উত্তর:- (b) অসহযোগ।
23. “অমৃতবাজার পত্রিকা” কে প্রতিষ্ঠা করেন?
- (a) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
- (b) বারীন্দ্র ঘোষ
- (c) কৃষ্ণকুমার মিত্র
- (d) শিশিরকুমার ঘোষ
উত্তর:- (d) শিশিরকুমার ঘোষ।
24. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
- (a) লাল লাজপৎ রায়
- (b) দেওয়ান চমনলাল
- (c) চিত্তরঞ্জন দাশ
- (d) সুভাষচন্দ্র বসু
উত্তর:- (a) লাল লাজপৎ রায়।
25. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল?
- (a) 1908
- (b) 1909
- (c) 1918
- (d) 1919
উত্তর:- (d) 1919
26. কোন্ গভর্নর জেনারেল-এর আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল?
- (a) লর্ড রিপন
- (b) লর্ড ক্যানিং
- (c) লর্ড ডালহৌসি
- (d) লর্ড বেন্টিঙ্ক
উত্তর:- (b) লর্ড ক্যানিং।
27. ভারতীয় বিপ্লবীদের জননীরূপে খ্যাত ছিলেন –
- (a) ভগিনী নিবেদিতা
- (b) অ্যানি বেসান্ত
- (c) মাদাম কামা
- (d) মাতঙ্গিনী হাজরা
উত্তর:- (c) মাদাম কামা।
28. শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল –
- (a) 1672 খ্রিঃ
- (b) 1673 খ্রিঃ
- (c) 1674 খ্রিঃ
- (d) 1675 খ্রিঃ
উত্তর:- (c) 1674 খ্রিঃ।
29. চেঙ্গিস খান কবে ভারত আক্রমণ করেছিলেন?
- (a) 1211 খ্রিঃ
- (b) 1221 খ্রিঃ
- (c) 1399 খ্রিঃ
- (d) 1526 খ্রিঃ
উত্তর:- (b) 1221 খ্রিঃ।
30. ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল?
- (a) 1757 খ্রিঃ
- (b) 1765 খ্রিঃ
- (c) 1772 খ্রিঃ
- (d) 1784 খ্রিঃ
উত্তর:- (b) 1765 খ্রিঃ।
31. বঙ্গভঙ্গ রদ হয়েছিল –
- (a) 1905
- (b) 1906
- (c) 1911
- (d) 1909
উত্তর:- (c) 1911
32. ‘বাঘা যতীন’ নামে কে পরিচিত ছিলেন?
- (a) যতীন দাস
- (b) যতীন্দ্রনাথ মুখার্জী
- (c) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
- (d) উপরের কোনোটিই নয়
উত্তর:- (b) যতীন্দ্রনাথ মুখার্জী।
33. ‘শের-ই-পাঞ্জাব’ কাকে বলা হয়?
- (a) রণজিৎ সিং
- (b) অমর সিং
- (c) লালা লাজপৎ রায়
- (d) ভগৎ সিং
উত্তর:- (c) লালা লাজপৎ রায়।
34. কোন বছর রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল?
- (a) 1829 খ্রিঃ
- (b) 1830 খ্রিঃ
- (c) 1835 খ্রিঃ
- (d) উপরের কোনটিই নয়
উত্তর:- (a) 1829 খ্রিঃ।
35. ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল –
- (a) 1990 সালে
- (b) 1991 সালে
- (c) 1992 সালে
- (d) 1993 সালে
উত্তর:- (b) 1991 সালে।
36. শাসনকার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন?
- (a) লর্ড মেয়ো
- (b) লর্ড হার্ডিঞ্জ
- (c) লর্ড নর্থব্রুক
- (d) লর্ড লিটন
উত্তর:- (a) লর্ড মেয়ো।
37. কে কলকাতায় ‘ভারতসভা’ (ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন) স্থাপন করেছিলেন?
- (a) ডব্লু. সি. ব্যানার্জী
- (b) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
- (c) সুভাষচন্দ্র বসু
- (d) চিত্তরঞ্জন দাস
উত্তর:- (b) সুরেন্দ্রনাথ ব্যানার্জী।
38. ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যপদে ছিলেন না, তিনি হলেন –
- (a) চরণ সিং
- (b) বিশ্বনাথ প্রতাপ সিং
- (c) চন্দ্রশেখর
- (d) মোরারজি দেশাই
উত্তর:- (d) মোরারজি দেশাই।
39. কলকাতার মেডিক্যাল কলেজ কোন্ বছর স্থাপিত হয়েছিল?
- (a) 1829 খ্রিঃ
- (b) 1835 খ্রিঃ
- (c) 1858 খ্রিঃ
- (d) 1884 খ্রিঃ
উত্তর:- (b) 1835 খ্রিঃ।
40. আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে ‘বকসী’ বলা হত?
- (a) শহরের শাসনব্যবস্থার ভারপ্রাপ্ত কর্মচারীকে
- (b) সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে
- (c) একজন শাসনতান্ত্রিক/কার্যনির্বাহী কর্মচারীকে
- (d) এদের কাউকেই নয়
উত্তর:- (b) সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে।
41 . আলিগড়ের মুসলিম অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল –
- (a) 1868 খ্রিঃ
- (b) 1875 খ্রিঃ
- (c) 1883 খ্রিঃ
- (d) 1906 খ্রিঃ
উত্তর:- (b) 1875 খ্রিঃ।
42. নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তাঁর পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন?
- (a) হুমায়ুন
- (b) শেরশাহ
- (c) বাবর
- (d) এদের কেউই নয়
উত্তর:- (c) বাবর।
43. ‘খুতবা’ কী?
- (a) শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পাঠ
- (b) রাজাদেশ
- (c) রাজার দেওয়া শাস্তি
- (d) উপরের কোনোটিই নয়
উত্তর:- (a) শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পাঠ।
44. কোন বছর দিল্লি দরবারে ইংল্যান্ডের রানিকে ভারত সম্রাজ্ঞীরূপে ঘোষণা করা হয়েছিল –
- (a) 1876-77 খ্রিঃ
- (b) 1911 খ্রিঃ
- (c) 1921 খ্রিঃ
- (d) উপরের কোনোটিই নয়
উত্তর:- (a) 1876-77 খ্রিঃ।
45. ‘আদি গ্রন্থ’ কী?
- (a) শিখদের একটি ধর্মীয় পুস্তক
- (b) মানুষের ব্যবহারের মৌলিক বিধি সম্বলিত পুস্তক
- (c) মধ্যযুগের ভারতের শাসকদের জন্য একটি পুস্তক
- (d) উপরের কোনোটিই নয়
উত্তর:- (a) শিখদের একটি ধর্মীয় পুস্তক।
46. নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন?
- (a) রামমোহন
- (b) ডিরোজিও
- (d) ডেভিড হেয়ার
- (c) দেবেন্দ্রনাথ
উত্তর:- (b) ডিরোজিও।
47. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
- (a) দাদাভাই নওরোজি
- (b) বদরুদ্দিন তায়েবজি
- (c) ডব্লিউ. সি. ব্যানার্জী
- (d) ফিরোজশাহ মেহতা
উত্তর:- (a) দাদাভাই নওরোজি।