ডব্লিউ. বি. সি. এস. (প্রিলিমিনারি) 2006
1. হিন্দু মেলার আয়োজন করেন –
- (a) নবগোপাল মিত্র
- (b) স্বামী বিবেকানন্দ
- (c) স্বামী দয়ানন্দ সরস্বতী
- (d) কেশবচন্দ্র সেন
উত্তর:- (a) নবগোপাল মিত্র।
2. “We shall make the settled fact unsettled” – কে বলেছিলেন?
- (a) লর্ড কার্জন
- (b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- (c) মহাত্মা গান্ধি
- (d) বালগঙ্গাধর তিলক
উত্তর:- (b) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
3. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন?
- (a) দাদাভাই নওরোজি
- (b) বদরুদ্দিন তায়েবজি
- (c) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- (d) ফিরোজ শাহ মেহতা
উত্তর:- (a) দাদাভাই নওরোজি।
4. বঙ্গভঙ্গ কবে রদ হয়?
- (a) 1905
- (b) 1906
- (c) 1911
- (d) 1909
উত্তর:- (c) 1911
5. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়?
- (a) সানফ্রান্সিসকো
- (b) লাহোর
- (c) অমৃতসর
- (d) ওয়াশিংটন
উত্তর:- (a) সানফ্রান্সিসকো।
6. ‘লাইফ ডিভাইন’ কে রচনা করেন?
- (a) শ্রী অরবিন্দ ঘোষ
- (b) ভগিনী নিবেদিতা
- (c) স্বামী বিবেকানন্দ
- (d) কেশবচন্দ্র সেন
উত্তর:- (a) শ্রী অরবিন্দ ঘোষ।
7. কাকাসাহেব নামে কে পরিচিত ছিলেন?
- (a) জি. ভি. যোশী
- (c) জি. এইচ. দেশমুখ
- (b) এম. জি. রানাডে
- (d) নওরোজি ফার্দুনজি
উত্তর:- (a) জি. ভি. যোশী।
8. “New lamps for old” প্রবন্ধটি কে লিখেছিলেন?
- (a) শ্রী অরবিন্দ ঘোষ
- (b) বালগঙ্গাধর তিলক
- (c) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- (d) কে. এন. ব্যানার্জী
উত্তর:- (a) শ্রী অরবিন্দ ঘোষ।
9. ‘ভারত মাতা’ কে প্রকাশ করেন?
- (a) অজিত সিং
- (b) চিত্তরঞ্জন দাশ
- (c) বালগঙ্গাধর তিলক
- (d) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর:- (a) অজিত সিং।
10. লক্ষ্ণৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় –
- (a) 1916
- (b) 1914
- (c) 1908
- (d) 1920
উত্তর:- (a) 1916
11. কোন ভাইসরয়কে ‘উজ্জ্বল বিফলতা’ বলা হয়?
- (a) লর্ড কার্জন
- (b) লর্ড ক্যানিং
- (c) লর্ড রিপন
- (d) লর্ড লিটন
উত্তর:- (d) লর্ড লিটন।
12. বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে?
- (a) এম. জি. রানাডে
- (b) কেশবচন্দ্র সেন
- (c) শ্রীমতী অ্যানি বেসান্ত
- (d) জি. এইচ. দেশমুখ
উত্তর:- (c) শ্রীমতী অ্যানি বেসান্ত।
13. “ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী” কাকে বলা হয়?
- (a) বিদ্যাসাগর
- (b) স্বামী বিবেকানন্দ
- (c) রামমোহন রায়
- (d) বালগঙ্গাধর তিলক
উত্তর:- (a) বিদ্যাসাগর।
14. হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয়?
- (a) দয়ানন্দ সরস্বতী
- (b) স্বামী বিবেকানন্দ
- (c) লালা হংসরাজ
- (d) রামমোহন রায়
উত্তর:- (a) দয়ানন্দ সরস্বতী।
15. শিকাগোর ধর্মমহাসভা কবে আয়োজিত হয়েছিল?
- (a) 1893
- (b) 1896
- (c) 1897
- (d) 1885
উত্তর:- (a) 1893
16. ‘মারহাট্টা’ প্রকাশ করেন –
- (a) বালগঙ্গাধর তিলক
- (b) মহাদেব গোবিন্দ রানাডে
- (c) সাভারকর
- (d) দেশমুখ
উত্তর:- (a) বালগঙ্গাধর তিলক।
17. মাসিক পত্রিকা ‘দিগদর্শন’ প্রকাশ করেন –
- (a) মার্শম্যান
- (b) রামমোহন রায়
- (c) শিশিরকুমার সেন
- (d) দ্বারকানাথ ঠাকুর
উত্তর:- (a) মার্শম্যান।
18. ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে?
- (a) রাষ্ট্রপতি
- (b) উপরাষ্ট্রপতি
- (c) প্রধানমন্ত্রী
- (d) স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তর:- (b) উপরাষ্ট্রপতি।
19. ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয়?
- (a) 1991
- (b) 1985
- (c) 1995
- (d) 1980
উত্তর:- (a) 1991
20. আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়?
- (a) ডিরোজিও
- (b) মহাত্মা গান্ধি
- (c) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- (d) রামমোহন রায়
উত্তর:- (d) রামমোহন রায়।
21. স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাশ করেন?
- (a) লর্ড মেয়ো
- (b) লর্ড রিপন
- (c) লর্ড বেন্টিঙ্ক
- (d) লর্ড ডাফরিন
উত্তর:- (b) লর্ড রিপন।
22. বিধবা বিবাহ আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
- (a) লর্ড বেন্টিঙ্ক
- (b) লর্ড ডালহৌসি
- (c) লর্ড ক্যানিং
- (d) লর্ড রিপন
উত্তর:- (c) লর্ড ক্যানিং।
23. “আমার কথা দিয়ে নয়, কাজ নিয়ে আমাকে বিচার করুন” – একথা কে বলেছিলেন?
- (a) লর্ড লিটন
- (b) লর্ড কার্জন
- (c) লর্ড রিপন
- (d) হান্টার
উত্তর:- (c) লর্ড রিপন।
24. নাছওয়াৎ-অল উলেমা কে প্রতিষ্ঠা করেন?
- (a) শিবালি নোমানি
- (b) আবদুল্লা চক্রলাভি
- (c) গোলাম আহমেদ
- (d) মীর মুত্তকি
উত্তর:- (a) শিবালি নোমানি।
25. ‘টাইমস অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয় –
- (a) 1875 খ্রিস্টাব্দে
- (b) 1861 খ্রিস্টাব্দে
- (c) 1862 খ্রিস্টাব্দে
- (d) 1858 খ্রিস্টাব্দে
উত্তর:- (b) 1861 খ্রিস্টাব্দে।
26. ‘মহাযানা’ রচনা করেন –
- (a) রাধানাথ রায়
- (b) ফকিরমোহন সেনাপতি
- (c) মধুসূদন দত্ত
- (d) লক্ষ্মীনাথ বেজবরুয়া
উত্তর:- (a) রাধানাথ রায়।
27. বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় কোন্ সালে?
- (a) 1885
- (b) 1878
- (c) 1928
- (d) 1868
উত্তর:- (a) 1885
28. ‘প্রতীকী মুদ্রা’ চালু করেছিলেন কে?
- (a) বলবন
- (b) ইলতুৎমিস
- (c) রাজিয়া
- (d) মহম্মদ বিন তুঘলক
উত্তর:- (d) মহম্মদ বিন তুঘলক।
29. কোন আইন বলে ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন?
- (a) রয়েল টাইটেল আইন, 1876
- (b) 1858 সালের আইন
- (c) 1861 সালের কাউন্সিলস আইন
- (d) 1872 সালের আইন
উত্তর:- (a) রয়েল টাইটেল আইন, 1876
30. প্রথম পানিপথের যুদ্ধ ঘটেছিল কত খ্রিস্টাব্দে?
- (a) 1500
- (b) 1510
- (c) 1520
- (d) 1526
উত্তর:- (d) 1526
31. প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে?
- (a) 1900
- (b) 1902
- (c) 1905
- (d) 1907
উত্তর:- (c) 1905
32. সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল –
- (a) ভারতের সংবিধান সংস্কারের জন্য
- (b) শিক্ষা সংস্কারের জন্য
- (c) প্রশাসনিক সংস্কারের জন্য
- (d) কারা আইন সংস্কারের জন্য
উত্তর:- (a) ভারতের সংবিধান সংস্কারের জন্য।
33. ‘বাবরনামা’-র রচয়িতা হলেন –
- (a) আবুল ফজল
- (c) আফিফ
- (b) ফিরদৌসী
- (d) বাবর
উত্তর:- (d) বাবর।
34. মুসলিম লিগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে –
- (a) অক্টোবর, 1946
- (b) নভেম্বর, 1946
- (c) ডিসেম্বর, 1946
- (d) জানুয়ারি, 1947
উত্তর:- (a) অক্টোবর, 1946
35. দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিলেন –
- (a) আব্দুল লোহানী
- (b) হিমু
- (c) জয়চাঁদ
- (d) দৌলত খান লোদি
উত্তর:- (b) হিমু।
36. ভারতের সংবিধান গ্রহণ (সহি) করা হয় –
- (a) 26 নভেম্বর, 1949
- (b) 20 ডিসেম্বর, 1949
- (c) 25 ডিসেম্বর, 1949
- (d) 30 জানুয়ারি, 1950
উত্তর:- (a) 26 নভেম্বর, 1949
37. ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল?
- (a) 1909
- (b) 1910
- (c) 1911
- (d) 1912
উত্তর:- (c) 1911
38. রাজতরঙ্গিণীর লেখক হলেন –
- (a) ললিতাদিত্য
- (b) কলহণ
- (c) ভেঙ্কটেশ
- (d) সন্ধ্যাকর
উত্তর:- (b) কলহণ।
39. সিন্ধু সভ্যতাকে বলা হয় –
- (a) নগরভিত্তিক
- (b) গ্রামভিত্তিক
- (c) প্রস্তরযুগীয়
- (d) লৌহযুগীয়
উত্তর:- (a) নগরভিত্তিক।
40. রেগুলেটিং আইন পাস করেছিল –
- (a) বেঙ্গল কাউন্সিল
- (b) কোম্পানি সরকার
- (c) ব্রিটিশ পার্লামেন্ট
- (d) প্রিভি কাউন্সিল
উত্তর:- (c) ব্রিটিশ পার্লামেন্ট।
41. মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ঐ অঞ্চলে রাজত্ব করতেন –
- (a) দ্বিতীয় পুলকেশী
- (b) দ্বিতীয় নরসিংহবর্মন
- (c) রাজ রাজ চোল
- (d) রাজেন্দ্র চোল
উত্তর:- (b) দ্বিতীয় নরসিংহবর্মন।
42. সিংহলী মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল –
- (a) 483 খ্রিস্টপূর্ব
- (b) 486 খ্রিস্টপূর্ব
- (c) 543 খ্রিস্টপূর্ব
- (d) 546 খ্রিস্টপূর্ব
উত্তর:- (b) 486 খ্রিস্টপূর্ব।
43. তৃতীয় পানিপথের যুদ্ধে দুইপক্ষে ছিল –
- (a) মারাঠা ও আফগান
- (b) ব্রিটিশ ও রোহিলা
- (c) শিখ ও জাঠ
- (d) পাঠান ও সংনামী
উত্তর:- (a) মারাঠা ও আফগান।
44. সন্ধ্যাকর নন্দী হলেন –
- (a) রামচরিত কাব্য রচয়িতা
- (b) দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি
- (c) দোহা রচয়িতা
- (d) চিকিৎসক
উত্তর:- (a) রামচরিত কাব্য রচয়িতা।
45. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হল –
- (a) ত্রিপিটক
- (b) অষ্ট
- (c) পঞ্চপটিকা
- (d) অষ্টাঙ্গ মার্গ
উত্তর:- (a) ত্রিপিটক।
46. শিবাজির পর তাঁর সিংহাসনে বসেন –
- (a) শম্ভুজি
- (b) দ্বিতীয় শিবাজি
- (c) রাজারাম
- (d) তারাবাঈ
উত্তর:- (a) শম্ভুজি।
47. দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন –
- (a) ইলতুৎমিস
- (b) বলবন
- (c) নাসিরউদ্দিন
- (d) কুতুবউদ্দিন
উত্তর:- (d) কুতুবউদ্দিন।
48. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিল?
- (a) 1820
- (b) 1825
- (c) 1828
- (d) 1830
উত্তর:- (c) 1828
49. আলেকজান্ডার ভারতে ছিলেন –
- (a) 16 মাস
- (b) 19 মাস
- (c) 20 মাস
- (d) 24 মাস
উত্তর:- (b) 19 মাস।
50. পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেন –
- (a) এলগিন
- (b) ডালহৌসি
- (c) মিন্টো
- (d) মর্লে
উত্তর:- (b) ডালহৌসি।
51. ‘ফুতুহ্-উস সালাতিন’ গ্রন্থের প্রণেতা হলেন-
- (a) বরনি
- (b) ইসামি
- (c) খসরু
- (d) বতুতা
উত্তর:- (b) ইসামি।