২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

ডব্লিউ. বি. সি. এস. (প্রিলিমিনারি) 2008

1. নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না?

  • (a) মানিক চাঁদ
  • (b) উর্মিচাঁদ
  • (c) মোহনলাল
  • (d) ক্লাইভ

উত্তর:- (c) মোহনলাল।

2. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?

  • (a) অশ্বঘোষ
  • (b) নাগার্জুন
  • (c) আর্যভট্ট
  • (d) হরিষেণ

উত্তর:- (d) হরিষেণ।

3. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?

  • (a) সুচেতা কৃপালনী
  • (b) সরোজিনী নাইডু
  • (c) বিজয়লক্ষ্মী পণ্ডিত
  • (d) ইন্দিরা গান্ধি

উত্তর:- (b) সরোজিনী নাইডু।

4. দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংহের সঙ্গী কে ছিলেন?

  • (a) চন্দ্রশেখর আজাদ
  • (b) বাঘা যতীন
  • (c) বটুকেশ্বর দত্ত
  • (d) পরমচাঁদ

উত্তর:- (c) বটুকেশ্বর দত্ত।

5. ‘স্বদেশ বান্ধব সমিতি’ কে প্রতিষ্ঠা করেন?

  • (a) অশ্বিনী কুমার দত্ত
  • (b) পুলিন দাস
  • (c) সূর্য সেন
  • (d) বারীন্দ্র ঘোষ

উত্তর:- (a) অশ্বিনী কুমার দত্ত।

6. আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে আইনি সমর্থন করেছিলেন?

  • (a) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • (b) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
  • (c) বিপিনচন্দ্র পাল
  • (d) চিত্তরঞ্জন দাশ

উত্তর:- (d) চিত্তরঞ্জন দাশ।

7. কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়?

  • (a) 1855
  • (b) 1856
  • (c) 1857
  • (d) 1858

উত্তর:- (c) 1857

8. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন?

  • (a) কার্জন
  • (b) ক্যানিং
  • (c) লরেন্স
  • (d) ডাফরিন

উত্তর:- (d) ডাফরিন।

9. কার কাছ থেকে ইস্ট-ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল?

  • (a) সুজা-উদ-দৌলা
  • (b) ঔরঙ্গজেব
  • (c) প্রথম বাহাদুর শাহ
  • (d) দ্বিতীয় শাহ আলম

উত্তর:- (d) দ্বিতীয় শাহ আলম।

10. সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

  • (a) লর্ড হেস্টিংস
  • (b) ওয়েলেসলি
  • (c) ডালহৌসি
  • (d) ক্যানিং

উত্তর:- (d) ক্যানিং।

11. আমির খসরু কার সভাকবি ছিলেন?

  • (a) বলবন
  • (b) আলাউদ্দিন খলজি
  • (c) গিয়াসউদ্দিন তুঘলক
  • (d) আকবর

উত্তর:- (b) আলাউদ্দিন খলজি।

12. ‘রামচরিত’ কার রচনা?

  • (a) বাণভট্ট
  • (b) কালিদাস
  • (c) সন্ধ্যাকর নন্দী
  • (d) তুলসী দাস

উত্তর:- (c) সন্ধ্যাকর নন্দী।

13. কনৌজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিল –

  • (a) বাবর
  • (b) আকবর
  • (c) হুমায়ুন
  • (d) জাহাঙ্গির

উত্তর:- (c) হুমায়ুন।

14. আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?

  • (a) রামমোহন রায়
  • (b) জওহরলাল নেহরু
  • (c) মহাত্মা গান্ধি
  • (d) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

উত্তর:- (a) রামমোহন রায়।

15. ভারতের জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালব হিসাবে দেখতে চেয়েছিলেন?

  • (a) এ. ও. হিউম
  • (b) লর্ড লিটন
  • (c) উমেশচন্দ্র ব্যানার্জী
  • (d) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

উত্তর:- (a) এ. ও. হিউম।

16. “আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা” – কে বলেছিলেন?

  • (a) শ্রী অরবিন্দ ঘোষ
  • (b) বালগঙ্গাধর তিলক
  • (c) অশ্বিনী কুমার দত্ত
  • (d) স্বামী বিবেকানন্দ

উত্তর:- (d) স্বামী বিবেকানন্দ।

17. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ কে স্থাপন করেন?

  • (a) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  • (b) বিপিনচন্দ্র পাল
  • (c) বারীন্দ্র ঘোষ
  • (d) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

উত্তর:- (a) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

18. ভারতে সিভিল সার্ভিস-এর প্রবর্তন করেছিলেন –

  • (a) ওয়ারেন হেস্টিংস
  • (b) কর্নওয়ালিশ
  • (c) ডালহৌসি
  • (d) রিপন

উত্তর:- (b) কর্নওয়ালিশ।

19. ভারতীয় সিপাহি ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1912 সাল নাগাদ কে করেছিলেন?

  • (a) বাঘা যতীন
  • (b) শ্রী অরবিন্দ ঘোষ
  • (c) রাসবিহারী বোস
  • (d) শচীন্দ্রনাথ সান্যাল

উত্তর:- (c) রাসবিহারী বোস।

20. চিরস্থায়ী ব্যবস্থা নিম্নলিখিত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য?

  • (a) জমিদারি ব্যবস্থা
  • (b) মহলওয়ারি ব্যবস্থা
  • (c) রায়তওয়ারি ব্যবস্থা
  • (d) উপরের কোনোটিই নয়

উত্তর:- (a) জমিদারি ব্যবস্থা।

21. রাওলাট আইন কোন সালে পাস হয়?

  • (a) 1916
  • (b) 1918
  • (c) 1919
  • (d) 1921

উত্তর:- (c) 1919

22. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন?

  • (a) পুরু
  • (b) আলেকজান্ডার
  • (c) সেলুকাস
  • (d) অম্ভি

উত্তর:- (c) সেলুকাস।

23. ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন?

  • (a) গুরুসদয় দত্ত
  • (b) বালগঙ্গাধর তিলক
  • (c) দয়ানন্দ সরস্বতী
  • (d) স্বামী বিবেকানন্দ

উত্তর:- (a) গুরুসদয় দত্ত।

24. ‘বন্দেমাতরম্’ কে রচনা করেছিলেন?

  • (a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • (b) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • (c) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (d) রজনীকান্ত সেন

উত্তর:- (a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

25. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

  • (a) বারীন্দ্র ঘোষ
  • (b) বিপিনচন্দ্র পাল
  • (c) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
  • (d) উল্লাসকর দত্ত

উত্তর:- (a) বারীন্দ্র ঘোষ।

26. 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল?

  • (a) বিহারে
  • (b) পাঞ্জাবে
  • (c) গুজরাতে
  • (d) বাংলায়

উত্তর:- (d) বাংলায়।

27. শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন?

  • (a) কুষাণ যুগ
  • (b) গুপ্ত যুগ
  • (c) পাল যুগ
  • (d) সেন যুগ

উত্তর:- (d) সেন যুগ।

28. ভারতের মুসলিম লিগ কে প্রতিষ্ঠা করেন?

  • (a) নবাব সলিমুল্লাহ
  • (b) সৈয়দ আহমেদ খান
  • (c) আব্দুল গফফর খান
  • (d) আর. এ. কিদোয়াই

উত্তর:- (a) নবাব সলিমুল্লাহ।

29. নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না?

  • (a) বিপিনচন্দ্র পাল
  • (b) ফিরোজ শাহ মেহতা
  • (c) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
  • (d) গোপালকৃষ্ণ গোখলে

উত্তর:- (a) বিপিনচন্দ্র পাল।

30. আমেরিকায় ‘গদর পার্টি’ কে প্রতিষ্ঠা করেন?

  • (a) তারকনাথ দাস
  • (b) লালা হরদয়াল
  • (c) রামচন্দ্র
  • (d) কাজী ওবেদুল্লাহ

উত্তর:- (b) লালা হরদয়াল।

31. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল।

  • (a) আমেদাবাদ
  • (b) হরিপুরা
  • (c) লাহোর
  • (d) লক্ষ্ণৌ

উত্তর:- (c) লাহোর।

32. চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন?

  • (a) প্রীতিলতা ওয়াদ্দেদার
  • (b) সূর্য সেন
  • (c) অনন্ত সিংহ
  • (d) লোকনাথ বল

উত্তর:- (a) প্রীতিলতা ওয়াদ্দেদার।

33. সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?

  • (a) সন্ন্যাসী বিদ্রোহ
  • (b) কোল বিদ্রোহ
  • (c) মুন্ডা বিদ্রোহ
  • (d) সাঁওতাল বিদ্রোহ

উত্তর:- (d) সাঁওতাল বিদ্রোহ।

34. ‘অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন?

  • (a) সতীশচন্দ্র বসু
  • (b) প্রমথনাথ মিত্র
  • (c) শ্রী অরবিন্দ ঘোষ
  • (d) ভূপেন্দ্রনাথ দত্ত

উত্তর:- (a) সতীশচন্দ্র বসু।

35. কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল?

  • (a) 1930
  • (b) 1929
  • (c) 1921
  • (d) 1916

উত্তর:- (b) 1929

36. বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

  • (a) আলাউদ্দিন মজাহিদ শাহ
  • (b) আহমদ শাহ
  • (c) আলাউদ্দিন বাহমন শাহ
  • (d) তাজউদ্দিন ফিরোজ শাহ

উত্তর:- (c) আলাউদ্দিন বাহমন শাহ।

37. ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

  • (a) রামমোহন রায়
  • (b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • (c) ডিরোজিও
  • (d) ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তর:- (c) ডিরোজিও।

38. উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন?

  • (a) সৈয়দ আহমেদ খান
  • (b) নবাব সলিমুল্লাহ
  • (c) বাদশা খান
  • (d) আবুল কালাম আজাদ

উত্তর:- (a) সৈয়দ আহমেদ খান।

39. কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সূচনা হয়?

  • (a) জর্জ বার্লো
  • (b) লর্ড হেস্টিংস
  • (c) লর্ড মিন্টো
  • (d) লর্ড আমহার্স্ট

উত্তর:- (d) লর্ড আমহার্স্ট।

40. “সীমান্ত গান্ধি” কাকে বলা হয়?

  • (a) আবুল কালাম আজাদ
  • (b) আবদুল গফ্ফর খান
  • (c) মহম্মদ আলি জিন্না
  • (d) মহম্মদ ইকবাল

উত্তর:- (b) আবদুল গফ্ফর খান।

41. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

  • (a) সিরাজ-উদ-দৌলা
  • (b) মীরজাফর
  • (c) মীরকাশিম
  • (d) নজম-উদ-দৌলা

উত্তর:- (c) মীরকাশিম।

42. শকাব্দের প্রচলন কে করেছিলেন?

  • (a) বিম্বিসার
  • (b) বিন্দুসার
  • (c) অশোক
  • (d) কণিষ্ক

উত্তর:- (d) কণিষ্ক।

43. বিক্রমশীলা বিহার স্থাপন কে করেছিলেন?

  • (a) প্রথম মহীপাল
  • (b) দেবপাল
  • (c) শূরপাল
  • (d) ধর্মপাল

উত্তর:- (d) ধর্মপাল।

44. আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন?

  • (a) রাসবিহারী বোস
  • (b) মোহন সিং
  • (c) হরদয়াল
  • (d) মহেন্দ্র প্রতাপ

উত্তর:- (a) রাসবিহারী বোস।

45. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

  • (a) জওহরলাল নেহরু
  • (b) রাজেন্দ্র প্রসাদ
  • (c) রাজাগোপালাচারি
  • (d) লর্ড মাউন্টব্যাটেন

উত্তর:- (d) লর্ড মাউন্টব্যাটেন।

46. কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন/সহায়তা করেছিলেন?

  • (a) শিশির কুমার ঘোষ
  • (b) হরিশ্চন্দ্র মুখার্জি
  • (c) বারীন্দ্র ঘোষ
  • (d) বিপিনচন্দ্র পাল

উত্তর:- (b) হরিশ্চন্দ্র মুখার্জি।

Leave a Comment