১. প্রাচীন বিভিন্ন মহাকাব্যগুলির মধ্যে –
(ক) মিশরের ‘গিলগামেশ’ নামক মহাকাব্যে জলপ্লাবনের কাহিনির উল্লেখ আছে
(খ) ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ মহাকাব্যে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনি বর্ণিত আছে
(গ) মহাভারতে রাম-রাবণের যুদ্ধের কাহিনি বর্ণিত হয়েছে
(ঘ) রামায়ণে সিন্ধু সভ্যতার বিবরণ রয়েছে
উত্তর – (খ) ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ মহাকাব্যে ট্রয় নগরীর যুদ্ধের কাহিনি বর্ণিত আছে
২. আজটেক সভ্যতার নিদর্শন মিলেছে –
(ক) ব্রাজিলে
(খ) মেক্সিকোয়
(গ) পোর্তুগালে
(ঘ) স্পেনে
উত্তর – (খ) মেক্সিকোয়
৩. ইতিহাস রচনার মূলভিত্তি কোনটি?
(ক) অর্থনৈতিক
(খ) সামাজিক
(গ) অলিখিত
(ঘ) লিখিত
৪. ‘সোহগের তাম্রলিপি’ আবিষ্কৃত হয়েছে-
(ক) চিনে
(খ) মিশরে
(গ) সুমেরে
(ঘ) ভারতে
উত্তর – (ঘ) ভারতে
৫. প্রিন্সেপ ১৮৩৭ খ্রিস্টাব্দে কোন শিলালিপির পাঠোদ্ধার করেছেন?
(ক) চন্দ্রগুপ্ত মৌর্যের
(খ) অশোকের
(গ) সমুদ্রগুপ্তের
(ঘ) হর্ষবর্ধনের
উত্তর – (খ) অশোকের
৬. সবচেয়ে প্রাচীন শিলালিপিটি মিলেছে –
(ক) ইরানের বেহিস্তানে
(খ) এশিয়ার পাকিস্তানে
(গ) এশিয়ার কাজাখস্তানে
(ঘ) এশিয়ার হিন্দুস্থানে
উত্তর – (ক) ইরানের বেহিস্তানে
৭. ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে –
(ক) ফ্রান্সে
(খ) পেরুতে
(গ) গুয়েতেমালায়
(ঘ) হল্যান্ডে
উত্তর – (খ) পেরুতে
৮. অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন –
(ক) জেমস প্রিন্সপ
(খ) দয়ারাম সাহানি
(গ) এ. এল. ব্যাসাম
(ঘ) হোমার
উত্তর – (ক) জেমস প্রিন্সপ
৯. সিন্ধু উপত্যকায় লিপি ব্যবহৃত হয়েছে প্রায় –
(ক) ৬৫০০ বছর আগে
(খ) ৭৫০০ বছর আগে
(গ) ৪৫০০ বছর আগে
(ঘ) ৩৫০০ বছর আগে
উত্তর – (গ) ৪৫০০ বছর আগে
১০. পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল –
(ক) ইলিয়াড
(খ) রামায়ণ
(গ) গিলগামেশ
(ঘ) মহাভারত
উত্তর – (গ) গিলগামেশ
১১. রোজেটা ফলক কোন দেশে পাওয়া গেছে?
(ক) মিশর
(খ) সুমের
(গ) ব্যাবিলন
(ঘ) চিন
উত্তর – (ক) মিশর
১২. খ্রিস্টের জন্মের যত বছর আগে মানুষ লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল, তা হল –
(ক) ৭০০০
(খ) ৫০০০
(গ) ৪০০০
(ঘ) ২০০০
উত্তর – (খ) ৫০০০
১৩. পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হল –
(ক) ইলিয়াড
(খ) ওডিসি
(গ) মহাভারত
(ঘ) রামায়ণ
উত্তর – (গ) মহাভারত
১৪. হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল?
(ক) মিশরের
(খ) গ্রিসের
(গ) সুমেরের
(ঘ) মেসোপটেমিয়ার
উত্তর – (ক) মিশরের
১৫. হায়ারোগ্লিফিক লিপিতে ব্যবহৃত সর্বমোট চিত্রলিপির সংখ্যা –
(ক) ৫৭০
(খ) ৭৫০
(গ) ৮৫০
(ঘ) ৫৮০
উত্তর – (খ) ৭৫০
১৬. রোমের ইতিহাসের রচয়িতা হলেন –
(ক) লিভি
(খ) ভার্জিল
(গ) ট্যাসিটাস
(ঘ) হোমার
উত্তর – (ক) লিভি
১৭. কিউনিফর্ম লিপির অপর নাম হল –
(ক) চিত্রলিপি
(খ) হায়ারোগ্লিফিক লিপি
(গ) দেবলিপি
(ঘ) কোণাক্ষর লিপি
উত্তর – (ঘ) কোণাক্ষর লিপি
১৮. প্রাচীন কিউনিফর্ম লিপি ব্যবহার করত –
(ক) ভারতীয়রা
(খ) মিশরীয়রা
(গ) ব্যাবিলনীয়রা
(ঘ) সুমেরীয়রা
উত্তর – (ঘ) সুমেরীয়রা
১৯. ‘রাজতরঙ্গিণী’ থেকে যে রাজ্যের ইতিহাস জানা যায় –
(ক) মহীশূর
(খ) বাংলা
(গ) কাশ্মীর
(ঘ) গুজরাট
উত্তর – (গ) কাশ্মীর
২০. প্রাচীন জেন্দ-আবেস্তা নামক গ্রন্থে –
(ক) রাম-রাবণের যুদ্ধের কাহিনি বর্ণিত আছে
(খ) গিলগামেশের আলোচনা আছে
(গ) জরাথুস্ট্রের উপদেশাবলি সংকলিত হয়েছে
(ঘ) প্রতিবাদী ধর্মের উত্থানের কাহিনি বর্ণিত আছে
উত্তর – (গ) জরাথুস্ট্রের উপদেশাবলি সংকলিত হয়েছে
২১. ‘বুক অব ড্যানিয়েল’ গ্রন্থে কার রাজত্ব বা সময়কালের উল্লেখ রয়েছে?
(ক) মিশরের দ্বিতীয় রাজবংশের
(খ) ভারতের গুপ্ত বংশের
(গ) স্বাধীন ব্যাবিলনরাজ নেবুচাডনেজার-এর
(ঘ) চিনের হাং বংশের
উত্তর – (গ) স্বাধীন ব্যাবিলনরাজ নেবুচাডনেজার-এর
২২. একটি সাহিত্যিক উপাদান হল –
(ক) রুদ্রদামনের জুনাগড় লিপি
(খ) হায়ারোগ্লিফিক লিপি
(গ) মার্কোপোলোর বিবরণ
(ঘ) অশোকের শিলালিপি
উত্তর – (গ) মার্কোপোলোর বিবরণ
২২. প্রাচীন মিশরীয়রা –
(ক) প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল
(খ) কিউনিফর্ম লিপি আবিষ্কার করেছিল
(গ) কাগজ আবিষ্কার করেছিল
(ঘ) আধুনিক লিপি আবিষ্কার করেছিল
উত্তর – (ক) প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল
২৪. যেখানে বিভিন্ন লিপিগুলির আবিষ্কার হয়েছে, তা হল –
(ক) ইয়াং-সিকিয়াং নদী এবং নীলনদের উপত্যকায়
(খ) গঙ্গা ও যমুনা নদী এবং সিন্ধু নদের উপত্যকায়
(গ) রাইন ও ভলগা নদী এবং নীলনদের উপত্যকায়
(ঘ) মূলত টাইগ্রিস, ইউফ্রেটিস নদী এবং নীল ও সিন্ধু নদের উপত্যকাতেই
উত্তর – (ঘ) মূলত টাইগ্রিস, ইউফ্রেটিস নদী এবং নীল ও সিন্ধু নদের উপত্যকাতেই
২৫. বিশ্বের প্রাচীন শিলালিপিটির বয়স –
(ক) ৩ হাজার বছর
(খ) ৪ হাজার বছর
(গ) ৫ হাজার বছর
(ঘ) ৬ হাজার বছর
উত্তর – (গ) ৫ হাজার বছর