রামানুজ স্বামী
বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শনের প্রধান প্রচারক, শ্রীবৈষ্ণব সম্প্রদায়ের দার্শনিক গুরু এবং সমাজ সংস্কারক ছিলেন রামানুজ স্বামী (১০১৭–১১৩৭)। ভক্তি আন্দোলন, জাতিভেদ বিরোধিতা ও শ্রীবৈষ্ণব মতবাদের বিস্তারে তাঁর ভূমিকা অমর। তিনি ছিলেন ভক্তির মাধ্যমে মোক্ষলাভের ব্যাখ্যাদাতা এবং জাতিভেদহীন সমাজের প্রবল সমর্থক। তাঁর প্রচারিত বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শন আজও শ্রীবৈষ্ণব মতবাদের মূল ভিত্তি। দার্শনিক রামানুজ …