দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

দশম শ্রেণী (অষ্টম অধ্যায়): উত্তর-ঔপনিবেশিক ভারত হতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

১. সংবিধানে কবে, কোন ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?

উত্তর:- সংবিধানে ১৯৫০ খ্রিস্টাব্দে হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

২. বর্তমানে ভারতীয় সংবিধান কর্তৃক স্বীকৃত সরকারি ভাষার সংখ্যা কত?

উত্তর:- বর্তমানে ভারতীয় সংবিধান কর্তৃক স্বীকৃত সরকারি ভাষার সংখ্যা ২২।

৩. তেলুগু ভাষাভাষী-অঞ্চল নিয়ে রাজ্য গঠনের দাবিতে অনশন করে কে মৃত্যুবরণ করেন?

উত্তর:- তেলুগু ভাষাভাষী-অঞ্চল নিয়ে রাজ্য গঠনের দাবিতে অনশন করে মৃত্যুবরণ করেন পত্তি শ্রীরামুলু।

৪. ‘রাজ্য পুনর্গঠন কমিশন’-এর সভাপতি কে ছিলেন?

উত্তর:- ‘রাজ্য পুনর্গঠন কমিশন’-এর সভাপতি ছিলেন বিচারপতি ফজল আলি।

৫. ১৯৬৪ খ্রিস্টাব্দে ত্রিপুরার ‘সরকারি ভাষা’ কী ছিল?

উত্তর:- ১৯৬৪ খ্রিস্টাব্দে ত্রিপুরার ‘সরকারি ভাষা’ ছিল বাংলা।

৬. পত্তি শ্রীরামুলু কোন রাজ্য গঠনের দাবিতে অনশন আন্দোলন করেন?

উত্তর:- মাদ্রাজ প্রদেশের তেলুগু ভাষাভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে পত্তি শ্রীরামুলু অনশন আন্দোলন করেন।

৭. সরকারি ভাষা আইনের মূল সিদ্ধান্ত কী ছিল?

উত্তর:- সরকারি ভাষা আইনের মূল সিদ্ধান্ত ছিল যে, সরকারি ভাষা হিসেবে হিন্দির সঙ্গে ইংরেজি ভাষা অনির্দিষ্টকাল চলবে।

৮. ১৯৬৪ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ ও আসামের ‘সরকারি ভাষা’ কী ছিল?

উত্তর:- ১৯৬৪ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ ও আসামের ‘সরকারি ভাষা’ ছিল যথাক্রমে বাংলা ও অসমিয়া।

৯. সংযুক্ত মহারাষ্ট্র সমিতি’ কোন ভাষা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু করে?

উত্তর:- ‘সংযুক্ত মহারাষ্ট্র সমিতি’ মারাঠি ভাষা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু করে।

১০. ‘মহাগুজরাট জনতা’ কোন ভাষা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু করে?

উত্তর:- ‘মহাগুজরাট জনতা’ গুজরাটি ভাষা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন শুরু করে।

১১. কবে, কোন অঞ্চল নিয়ে পৃথক গুজরাট রাজ্য গঠিত হয়?

উত্তর:- ১৯৬০ খ্রিস্টাব্দে বোম্বাই প্রদেশের গুজরাটি ভাষাভাষী-অঞ্চল নিয়ে পৃথক গুজরাট রাজ্য গঠিত হয়।

১২. সরকারি ভাষা কমিশনের দুজন সদস্যের নাম লেখো।

উত্তর:- সরকারি ভাষা কমিশনের অন্যতম দুজন সদস্য ছিলেন সুনীতিকুমার চট্টেপাধ্যায় এবং পি সুব্বারায়ান।

১৩. কী উদ্দেশ্যে ১৯৫৩ খ্রিস্টাব্দে ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ গঠিত হয়?

উত্তর:- কোন নীতি বা পদ্ধতি অনুসারে স্বাধীন ভারতের অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণ করা উচিত সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ গঠিত হয়।

১৪. ‘রাজ্য পুনর্গঠন আইন’-এর দ্বারা কবে, কয়টি ভাষাভিত্তিক প্রদেশ গঠিত হয়?

উত্তর:- ‘রাজ্য পুনর্গঠন আইন’-এর দ্বারা ১৯৫৬ খ্রিস্টাব্দের ১ নভেম্বর ১৪টি ভাষাভিত্তিক রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়।

১৫. পশ্চিম পাকিস্তান থেকে সাধারণত কোন সম্প্রদায়ের উদ্বাস্তুরা ভারতে আসে?

উত্তর:- পশ্চিম পাকিস্তান থেকে সাধারণত হিন্দু ও শিখ সম্প্রদায়ের উদ্বাস্তুরা ভারতে আসে।

১৬. পূর্ব পাকিস্তান থেকে সাধারণত কোন সম্প্রদায়ের উদ্বাস্তুরা ভারতে আসে?

উত্তর:- পূর্ব পাকিস্তান থেকে সাধারণত হিন্দু সম্প্রদায়ের উদ্বাস্তুরা ভারতে আসে।

১৭. ভারতের কোন দুটি রাজ্যে উদ্বাস্তু সমস্যা সবচেয়ে তীব্র আকার ধারণ করে?

উত্তর:- ভারতের পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবে উদ্বাস্তু সমস্যা সবচেয়ে তীব্র আকার ধারণ করে।

১৮. কার সুপারিশের ভিত্তিতে ‘রাজ্য পুনর্গঠন আইন’ পাস হয়?

উত্তর:- ‘রাজ্য পুনর্গঠন কমিশন’-এর সুপারিশের ভিত্তিতে ‘রাজ্য পুনর্গঠন আইন’ পাস হয়।

১৯. ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ মহারাষ্ট্র ও পাঞ্জাব সম্পর্কে কী সিদ্ধান্ত নেয়?

উত্তর:- ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ মহারাষ্ট্র ও পাঞ্জাবকে অখণ্ড রাখার সিদ্ধান্ত নেয়।

২০. কবে, কোন অঞ্চল নিয়ে পৃথক মহারাষ্ট্র রাজ্য গঠিত হয়?

উত্তর:- ১৯৬০ খ্রিস্টাব্দে বোম্বাই প্রদেশের মারাঠি ভাষাভাষী-অঞ্চল নিয়ে পৃথক মহারাষ্ট্র রাজ্য গঠিত হয়।

২১. উদ্বাস্তু স্রোত বন্ধ করার উদ্দেশ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর:- উদ্বাস্তু স্রোত বন্ধ করার উদ্দেশ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে নেহরু-লিয়াকৎ চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়।

২২. কে, কবে মহাত্মা গান্ধিকে হত্যা করেন?

উত্তর:- নাথুরাম গডসে ১৯৪৮ খ্রিস্টাব্দের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধিকে হত্যা করে।

২৩. ‘স্বাধীনতার স্বাদ’ গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর:- ‘স্বাধীনতার স্বাদ’ গ্রন্থটি রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায়।

২৪. ‘দ্য শ্যাডো লাইন্স’ গ্রন্থটির লেখক কে?

উত্তর:- ‘দ্য শ্যাডো লাইন্স’ গ্রন্থটির লেখক অমিতাভ ঘোষ।

২৫. ‘পদচিহ্ন’ গ্রন্থটি কার লেখা?

উত্তর:- ‘পদচিহ্ন’ গ্রন্থটি সত্যেন সেনের লেখা।

২৬. ‘পেশোয়ার এক্সপ্রেস’ গ্রন্থটি কার লেখা?

উত্তর:- ‘পেশোয়ার এক্সপ্রেস’ গ্রন্থটি কৃষণ চন্দর-এর লেখা।

২৭. ‘মিডনাইট্স চিলড্রেন’ গ্রন্থটি কার লেখা?

উত্তর:- ‘মিডনাইট্স চিলড্রেন’ গ্রন্থটি সলমন রুশদির লেখা।

২৮. ‘পাকিস্তান অর পার্টিশন অব ইন্ডিয়া’ গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর:- ‘পাকিস্তান অর পার্টিশন অব ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন ড. ভীমরাও আম্বেদকর।

২৯. পশ্চিমবঙ্গে আগত নিঃস্ব উদ্বাস্তুরা সর্বাধিক কোন রেলস্টেশনে আশ্রয় নিয়েছিল?

উত্তর:- পশ্চিমবঙ্গে আগত নিঃস্ব উদ্বাস্তুরা সর্বাধিক শিয়ালদহ রেলস্টেশনে আশ্রয় নিয়েছিল।

৩০. ‘সূর্য-দীঘল বাড়ী’ গ্রন্থটি কার লেখা?

উত্তর:- ‘সূর্য-দীঘল বাড়ী’ গ্রন্থটি আবু ইসহাক-এর লেখা।

৩১. দেশভাগের পরিণাম সম্পর্কে কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থটির নাম কী?

উত্তর:- দেশভাগের পরিণাম সম্পর্কে কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থটির নাম ‘শিকড়ের সন্ধানে’।

৩২. দেশভাগের প্রেক্ষাপটে প্রভাসচন্দ্র লাহিড়ীর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী?

উত্তর:- দেশভাগের প্রেক্ষাপটে প্রভাসচন্দ্র লাহিড়ীর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম ‘পাক-ভারতের রূপরেখা’।

৩৩. পশ্চিমবঙ্গের কিছু উদ্বাস্তুকে দূরে কোথায় পুনর্বাসন দিয়ে পাঠানো হয়েছে?

উত্তর:- পশ্চিমবঙ্গের কিছু উদ্বাস্তুকে দণ্ডকারণ্য ও আন্দামানে পুনর্বাসন দিয়ে পাঠানো হয়েছে।

৩৪. পূর্ব পাকিস্তান থেকে আগত বাঙালি উদ্বাস্তুরা সাধারণত ভারতের কোন রাজ্যগুলিতে আশ্রয় নেন?

উত্তর:- পূর্ব পাকিস্তান থেকে আগত বাঙালি উদ্বাস্তুরা সাধারণত ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম প্রভৃতি রাজ্যগুলিতে আশ্রয় নেন।

৩৫. বিশ্ব-ইতিহাসের সর্ববৃহৎ দেশত্যাগের ঘটনা কোনটি?

উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের পর বিপুল সংখ্যক সংখ্যালঘু মানুষ ভারত থেকে পাকিস্তানে এবং পাকিস্তান থেকে ভারতে চলে আসতে বাধ্য হয়। সংখ্যার বিচারে এটিই বিশ্ব-ইতিহাসের সর্ববৃহৎ দেশত্যাগের ঘটনা।

৩৬. কোন স্থান ‘পাক-অধিকৃত কাশ্মীর’ নামে পরিচিত?

উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দ থেকে পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের ভূখণ্ড ‘পাক-অধিকৃত কাশ্মীর’ নামে পরিচিত।

৩৭. ভারত কবে হায়দ্রাবাদে সেনা অভিযান শুরু করে?

উত্তর:- জেনারেল জে এন চৌধুরীর নেতৃত্বে ১৩ সেপ্টেম্বর ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারত হায়দ্রাবাদে সেনা অভিযান শুরু করে।

৩৮. ‘অপারেশন পোলো’ কী?

উত্তর:- ভারত ১৩ সেপ্টেম্বর ১৯৪৮ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে সেনা অভিযান শুরু করে। এই অভিযান ‘অপারেশন পোলো’ নামে পরিচিত।

৩৯. কাকে ‘দেশীয় রাজ্য দপ্তর’-এর দায়িত্ব দেওয়া হয়?

উত্তর:- সর্দার বল্লভভাই প্যাটেলকে ‘দেশীয় রাজ্য দপ্তর’-এর দায়িত্ব দেওয়া হয়।

৪০. কোন স্বরাষ্ট্রসচিব দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন?

উত্তর:- স্বরাষ্ট্রসচিব ভি পি মেনন দেশীয় রাজ্যগুলির সংযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

৪১. ভারতের হায়দ্রাবাদ অভিযানের সময় কে হায়দ্রাবাদের বাহিনীর নেতৃত্ব দেন?

উত্তর:- ভারতের হায়দ্রাবাদ অভিযানের সময় হায়দ্রাবাদের বাহিনীর নেতৃত্ব দেন মেজর জেনারেল সৈয়দ আহমেদ এল এদ্রুস।

৪২. দেশভাগ ও বাংলার উদ্বাস্তু সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক গ্রন্থের নাম লেখো।

উত্তর:- দেশভাগ ও বাংলার উদ্বাস্তু সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক গ্রন্থ হল প্রফুল্লকুমার চক্রবর্তী রচিত ‘প্রান্তিক মানব’ (ইংরেজি অনুবাদ: ‘দ্য মার্জিনাল মেন’)

৪৩. ‘কেন উদ্বাস্তু হতে হল’ গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর:- ‘কেন উদ্বাস্তু হতে হল’ গ্রন্থটি রচনা করেন দেবজ্যোতি রায়।

৪৪. হায়দ্রাবাদ অভিযানে কে ভারতীয় বাহিনীর নেতৃত্ব দেন?

উত্তর:- হায়দ্রাবাদ অভিযানে জেনারেল জে এন চৌধুরী ভারতীয় বাহিনীর নেতৃত্ব দেন।

৪৫. কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর:- কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেখ আবদুল্লাহ।

৪৬. কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত সীমারেখার নাম কী?

উত্তর:- কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত সীমারেখার নাম লাইন অব কন্ট্রোল (LOC) বা নিয়ন্ত্রণ রেখা।

৪৭. কবে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়?

উত্তর:- ১৭২৪ খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়।

৪৮. দণ্ডকারণ্য ও আন্দামানে মূলত কোন উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়া হয়?

উত্তর:- দণ্ডকারণ্য ও আন্দামানে মূলত পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে আগত দলিত হিন্দু উদ্বাস্তুদের পুনর্বাসনে পাঠানো হয়।

৪৯. নেহরু-লিয়াকৎ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দে (৮ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকৎ আলি খাঁ-র মধ্যে নেহরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয়।

৫০. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।

৫১. ভারতীয় ভূখণ্ডের বৃহৎ চারটি দেশীয় রাজ্যের নাম লেখো।

উত্তর:- ভারতীয় ভূখণ্ডের বৃহৎ চারটি দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ, মহীশূর, বরোদা ও কাশ্মীর।

৫২. দেশীয় রাজ্যগুলি কোন চুক্তিপত্রে স্বাক্ষর করে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল?

উত্তর:- দেশীয় রাজ্যগুলি ‘ভারতভুক্তির দলিল’ (ইন্সট্রুমেন্ট অব অ্যাকসেশন) নামক চুক্তিপত্রে স্বাক্ষর করে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল।

৫৩. কয়েকজন পাঞ্জাবি লেখকের নাম উল্লেখ করো যাঁরা দেশভাগের প্রেক্ষাপটে আত্মজীবনী বা সাহিত্য রচনা করেছেন।

উত্তর:- দেশভাগের প্রেক্ষাপটে আত্মজীবনী বা সাহিত্য রচনা করেছেন এমন কয়েকজন পাঞ্জাবি লেখক হলেন ভীষ্ম সাহানী, খুশবন্ত সিং প্রমুখ।

৫৪. কয়েকজন উর্দু লেখকের নাম উল্লেখ করো যাঁরা দেশভাগের প্রেক্ষাপটে আত্মজীবনী বা সাহিত্য রচনা করেছেন।

উত্তর:- দেশভাগের প্রেক্ষাপটে আত্মজীবনী বা সাহিত্য রচনা করেছেন এমন কয়েকজন উর্দু লেখক হলেন কৃষণ চন্দর, মুনশি প্রেমচাঁদ, সাদাত হাসান মান্টো প্রমুখ।

৫৫. পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল এমন দুটি উদ্বাস্তু শিবিরের নাম লেখো।

উত্তর:- পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল এমন দুটি গুরুত্বপূর্ণ উদ্বাস্তু শিবির ছিল নদীয়া জেলার ধুবুলিয়ার উদ্বাস্তু শিবির এবং রানাঘাটের কুপার্স উদ্বাস্তু শিবির।

৫৬. স্বাধীনতার প্রাক্কালে ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল?

উত্তর:- স্বাধীনতার প্রাক্কালে ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল ৬০১টি।

৫৭. গোয়া কাদের উপনিবেশ ছিল?

উত্তর:- গোয়া পোর্তুগালের উপনিবেশ ছিল।

৫৮. গোয়া কবে ভারতের সঙ্গে যুক্ত হয়?

উত্তর:- ১৯৬১ খ্রিস্টাব্দে গোয়া ভারতের সঙ্গে যুক্ত হয়।

৫৯. মেহেরচাঁদ মহাজন কে ছিলেন?

উত্তর:- মেহেরচাঁদ মহাজন ছিলেন দেশীয় রাজ্য কাশ্মীরের প্রধানমন্ত্রী।

৬০. দিল্লির মুঘল সম্রাটের কাছ থেকে চিন কিলিচ খাঁ কী উপাধি লাভ করেন?

উত্তর:- চিন কিলিচ খাঁ দিল্লির মুঘল সম্রাটের কাছ থেকে ‘আসফ ঝা’ উপাধি লাভ করেন।

৬১. দেশীয় রাজ্য হায়দ্রাবাদের রাজাকার দলের নাম কী ছিল?

উত্তর:- দেশীয় রাজ্য হায়দ্রাবাদের রাজাকার দলের নাম ছিল ‘ইত্তেহাদ-উল-মুসলিমিন’।

৬২. ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারত ডোমিনিয়নে যোগদানকারী দুটি রাজ্যের নাম লেখো।

উত্তর:- জুনাগড় ও হায়দ্রাবাদ ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারত ডোমিনিয়নে যোগদান করে।

৬৩. ফরাসি উপনিবেশ চন্দননগর কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়?

উত্তর:- ফরাসি উপনিবেশ চন্দননগর গণভোটের মাধ্যমে ১৯৪৯ খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে যুক্ত হয়।

৬৪. কবে, কার দায়িত্বে ‘দেশীয় রাজ্য দপ্তর’ গঠিত হয়?

উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দের জুলাই মাসে সর্দার বল্লভভাই প্যাটেলের দায়িত্বে ‘দেশীয় রাজ্য দপ্তর’ গঠিত হয়।

৬৫. কে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন?

উত্তর:- মির করমউদ্দিন চিন কিলিচ খাঁ হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন।

৬৬. মুসলিম লিগ কবে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে প্রস্তাব গ্রহণ করে?

উত্তর:- মুসলিম লিগ ১৯৪০ খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে ‘লাহোর প্রস্তাব’ বা ‘পাকিস্তান প্রস্তাব’ গ্রহণ করে।

৬৭. ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করে?

উত্তর:- ভারতবর্ষ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করে।

আরোও পড়ুন

Leave a Comment