দশম শ্রেণী (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ঠিক বা ভুল নির্ধারণ

দশম শ্রেণী (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ঠিক বা ভুল নির্ধারণ

দশম শ্রেণী (তৃতীয় অধ্যায়): প্রতিরোধ ও বিদ্রোহ-বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে ঠিক বা ভুল নির্ধারণ

১. ভারতীয় উপজাতিগুলিকে অরণ্যের অধিকার দানের উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়।

উত্তর:- ভুল, ভারতীয় উপজাতিগুলিকে তাদের অরণ্যের অধিকারের ওপর নিয়ন্ত্রণ স্থাপনের উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়।

২. জঙ্গলমহল-সহ মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে দ্বিতীয় পর্যায়ের চুয়াড় বিদ্রোহ ছড়িয়ে পড়ে।

উত্তর:- ঠিক।

৩. বিপ্লবের একটি উদাহরণ হল ফরাসি বিপ্লব (১৭৮৯ খ্রি.)।

উত্তর:- ঠিক।

৪. ‘হুল’ নামে ভিল বিদ্রোহ পরিচিত ছিল।

উত্তর:- ভুল, হুল’ নামে সাঁওতাল বিদ্রোহ পরিচিত ছিল।

৫. রংপুর বিদ্রোহের নেতা হলেন টিপু শাহ।

উত্তর:- ভুল, রংপুর বিদ্রোহের নেতা হলেন নুরুলউদ্দিন।

৬. সরকার আদিবাসীদের সমভূমিতে বসবাসের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে তাদের অরণ্যের সম্পদ সংগ্রহ থেকে বঞ্চিত করে।

উত্তর:- ভুল, সরকার নিজের প্রয়োজনে অরণ্যের কাঠ ও অন্যান্য সম্পদ সংগ্রহের উদ্দেশ্যে আদিবাসীদের অরণ্যের সম্পদ সংগ্রহ থেকে বঞ্চিত করে।

৭. চুয়াড় বিদ্রোহের পর ইংরেজরা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরটিকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল নামে একটি জেলা গঠন করে।

উত্তর:- ঠিক।

৮. দেবী সিংহের নেতৃত্বে রংপুরের কৃষকরা জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।

উত্তর:- ভুল, দেবী সিংহের বিরুদ্ধে রংপুরের কৃষকরা জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।

৯. ঝিন্দরাই, সুই মুন্ডা প্রমুখ সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন।

উত্তর:- ভুল, ঝিন্দরাই, সুই মুন্ডা প্রমুখ কোল বিদ্রোহের নেতা ছিলেন।

১০. সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বীর সিং ও কালো প্রামাণিক।

উত্তর:- ভুল, সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন সিধু, কানু, চাঁদ ও ভৈরব।

১১. ক্যাপটেন উইলকিনসনের নেতৃত্বাধীন ইংরেজবাহিনী কোল বিদ্রোহ দমনে নিয়োজিত হয়েছিল।

উত্তর:- ঠিক।

১২. সাঁওতাল বিদ্রোহ ‘উলঘুলান’ নামে পরিচিত ছিল।

উত্তর:- ভুল, মুন্ডা বিদ্রোহ ‘উলঘুলান’ নামে পরিচিত ছিল।

১৩. কেনারাম ছিল কম ওজনের এবং বেচারাম ছিল বেশি ওজনের বাটখারা।

উত্তর:- ভুল, কেনারাম ছিল বেশি ওজনের এবং বেচারাম ছিল কম ওজনের বাটখারা।

১৪. ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’-তে ব্রিটিশ আইনকানুনের পরিবর্তে কোলদের নিজস্ব আইনকানুন চালু করা হয়।

উত্তর:- ঠিক।

১৫. চাঁদ ও ভৈরব ছিলেন সাঁওতাল বিদ্রোহের দুই নেতা।

উত্তর:- ঠিক।

১৬. নীলকর সাহেবরা সাঁওতাল কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে তাদের নীলচাষে বাধ্য করত।

উত্তর:- ঠিক।

১৭. সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শালগাছ।

উত্তর:- ঠিক।

১৮. সাঁওতালদের বাসভূমি ছিল ‘দামিন-ই-কোহ’।

উত্তর:- ঠিক।

১৯. মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহাশ্বেতা দেবী রচনা করেন ‘অরণ্যের অধিকার’।

উত্তর:- ঠিক।

২০. উত্তর ভারত থেকে বাংলায় আসা সন্ন্যাসী ও ফকিররা ফিরে যাওয়ার সময় জমিদার-ভূস্বামীদের কাছ থেকে অনুদান লাভ করতেন।

উত্তর:- ঠিক।

২১. ‘দামিন-ই-কোহ্’ কথার অর্থ হল সাঁওতালগণের বিচরণভূমি।

উত্তর:- ভুল, দামিন-ই-কোহ’ কথার অর্থ হল ‘পাহাড়ের প্রান্তদেশ’

২২. মুন্ডা সমাজে জমিতে ব্যক্তিগত মালিকানার নাম ছিল ‘খুঁৎকাঠি’ প্রথা।

উত্তর:- ভুল, মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানার নাম ছিল ‘খুঁৎকাঠি’ প্রথা।

২৩. দিয়েত্রিখ ব্র্যান্ডিস ছিলেন একজন আমেরিকান উদ্ভিদবিদ।

উত্তর:- ভুল, দিয়েত্রিখ ব্র্যান্ডিস ছিলেন একজন জার্মান বনবিশারদ।

২৪. ‘ধরতি আবা’ কথার অর্থ হল মুন্ডাদের পিতা।

উত্তর:- ভুল, ধরতি আবা’ কথার অর্থ হল পৃথিবীর পিতা।

২৫. তিতুমিরের ওয়াহাবি আন্দোলনে কোনো হিন্দু শামিল হয়নি।

উত্তর:- ভুল, তিতুমিরের ওয়াহাবি আন্দোলনে বহু হিন্দু কৃষক শামিল হয়েছিলেন।

২৬. পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন করিম শাহ।

উত্তর:- ঠিক।

২৭. শরিয়ত উল্লাহ ভারতবর্ষকে ‘দার-উল-ইসলাম’ বা ‘ইসলামের দেশ’ হিসেবে ঘোষণা করেন।

উত্তর:- শরিয়ত উল্লাহ ভারতবর্ষকে ‘দার-উল-হারব’ বা ‘বিধর্মীর দেশ’ হিসেবে ঘোষণা করেন।

২৮. আবদুল ওয়াহাব বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন।

উত্তর:- ভুল, তিতুমির বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন।

২৯. পাগলপন্থী বিদ্রোহের প্রতিষ্ঠাতা হলেন টিপু।

উত্তর:- ঠিক।

৩০. বাঁশের কেল্লা পাবনা বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল।

উত্তর:- ভুল, বাঁশের কেল্লা ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল।

৩১. পাগলপন্থী আন্দোলন প্রথম পর্বে ১৮২৫ খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় পর্বে ১৮৩৩ খ্রিস্টাব্দে শুরু হয়।

উত্তর:- ঠিক।

৩২. তরিকা-ই-মহম্মদীয়া ছিল একটি মুসলিম পুনরুজ্জীবনবাদী আন্দোলন।

উত্তর:- ঠিক।

৩৩. ফরাজি আন্দোলনের চরিত্র একমাত্র ধর্মীয়।

উত্তর:- ভুল, ফরাজি আন্দোলনের চরিত্র কিছুটা ধর্মীয় হলেও তা ছিল প্রকৃতপক্ষে কৃষকবিদ্রোহ।

৩৪. নীলকররা বেশি লাভের আশায় মূলত এলাকা চাষে উৎসাহী ছিল।

উত্তর:- ভুল, নীলকররা বেশি লাভের আশায় মূলত বে-এলাকা বা রায়তি বা দাদনি চাষে উৎসাহী ছিল।

৩৫. ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল “তারিকা-ই-মহম্মদীয়া”।

উত্তর:- ঠিক।

৩৬. ১৮৫৯ খ্রিস্টাব্দের ‘দশম আইন’-এ কৃষককে জমির মালিকানা ও পাট্টা দেওয়ার কথা বলা হয়।

উত্তর:- ঠিক।

৩৭. মির নিসার আলি বাঁশের কেল্লা বানিয়েছিলেন।

উত্তর:- ঠিক।

৩৮. ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম।

উত্তর:- ভুল, ফরাজি কোনো উপজাতির নাম নয়। একটি ধর্মীয় আদর্শ।

৩৯. ‘Uncle Tom’s Cabin’ উপন্যাসের রচয়িতা হলেন আমেরিকান মহিলা সাহিত্যিক হ্যারিয়েট বিচার স্টো।

উত্তর:- ঠিক।

৪০. ভারতে ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ছিল।

উত্তর:- ভুল, বাংলার বারাসাত অঞ্চলে ওয়াহাবি নেতা তিতুমিরের নেতৃত্বে গড়ে ওঠা বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ছিল।

আরোও পড়ুন

Leave a Comment