পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI History Question Paper 2015, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৫ উত্তর সহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
Class XI History Question Paper 2015
GROUP – A
1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
i) ভারতে পুরাণের সংখ্যা হল –
a) 15 টি
b) 16 টি
c) 18 টি
d) 22 টি
c) 18 টি।
ii) ইংরেজীতে ‘প্রি-হিস্ট্রি’ কথাটি প্রথম ব্যবহার করেন –
a) পল তুর্নাল
b) ড্যানিয়েল উইলসন
(c) রাজে
(d) লর্ড অ্যাকটন
b) ড্যানিয়েল উইলসন।
iii) ইতিহাসের জনক বলা হয় –
a) সক্রেটিস
b) হেরোডোটাস
c) প্লেটো
d) জাস্টিন
b) হেরোডোটাস।
iv) পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল –
a) কাটারি বা ছোরা
b) ধারালো অস্ত্র
c) পাথরের টুকরো
(d) হাত কুঠার
(d) হাত কুঠার।
(v) নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল –
a) আগুনের আবিষ্কার
b) লোহার ব্যবহার
c) তামার ব্যবহার
(d) কৃষি পদ্ধতির ব্যবহার
(d) কৃষি পদ্ধতির ব্যবহার।
vi) নিচের কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন ?
a) সিন্ধু সভ্যতার মানুষ
b) মিশরীয় সভ্যতার মানুষ
c) সুমেরীয় সভ্যতার মানুষ
d) মেসোপটেমিয়ার মানুষ
c) সুমেরীয় সভ্যতার মানুষ।
vii) গ্রীসের নগর রাষ্ট্রগুলির অন্যতম অংশ ছিল –
A) অক্টোপলিস
B) নেক্রোপলিস
C) পার্শিপলিস
(D) অ্যাগোরা
বিকল্প সমূহ :
a) A, D ঠিক এবং B, C ভুল
(b) A, B, D ঠিক এবং C ভুল
c) A, C, D ঠিক এবং B ভুল
(d) A, B ঠিক এবং C, D ভুল
a) A, D ঠিক এবং B, C ভুল।
viii) প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত –
a) 10,000
b) 20,000
c) 4,000
d) 5,000
d) 5,000
ix) ষোড়শ মহাজনপদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি হল –
(a) বৃজি
b) কম্বোজ
(c) অস্মক
(d) শূরসেন
(c) অস্মক।
x) ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
---|---|
i) মুদ্রারাক্ষস | A) জিয়াউদ্দিন বরণী |
ii) দ্য প্রিন্স | B) সিসেরো |
iii) দ্য রিপাবলিক | C) বিশাখদত্ত |
iv) তারিখ-ই-ফিরোজশাহী | D) মেকিয়াভেলী। |
বিকল্প সমূহ
a) i A, ii D, iii B, iv C
b) 1 D, ii A, iii C, iv B
c) i C, ii D, iii B, iv A
d) i C, ii D, iii A, iv B
d) i C, ii D, iii A, iv B
xi) ইংরেজী Mandarin শব্দটি এসেছে –
a) পর্তুগীজ শব্দ থেকে
b) লাতিন শব্দ থেকে
(c) ফরাসী শব্দ থেকে
d) ডাচ শব্দ থেকে
a) পর্তুগীজ শব্দ থেকে।
xii) টমাস ক্রমওয়েল ‘Act of Supremacy’ ঘোষণা করেন –
a) 1530 খ্রীষ্টাব্দে
(b) 1534 খ্রীষ্টাব্দে
c) 1536 খ্রীষ্টাব্দে
d) 1539 খ্রীষ্টাব্দে
(b) 1534 খ্রীষ্টাব্দে।
xiii) রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসকে কি বলা হত ?
a) ভার্নি
b) গ্ল্যাডিয়েটার
c) প্যাট্রিসিয়ান
d) ম্যানুমিসিও
d) ম্যানুমিসিও।
xiv) ম্যানর ব্যবস্থার আর এক নাম ছিল –
a) সামন্ত ব্যবস্থা
b) গ্রামীণ ব্যবস্থা
c) সিনোরীয় ব্যবস্থা
d) ইনভেস্টিচার ব্যবস্থা
c) সিনোরীয় ব্যবস্থা।
xv) প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল
a) খ্রিঃ পূঃ প্রথম শতকে
b) খ্রিঃ পূঃ তৃতীয় শতকে
c) খ্রিঃ পূঃ ষষ্ঠ শতকে
d) খ্রিষ্টীয় ষষ্ঠ শতকে
c) খ্রিঃ পূঃ ষষ্ঠ শতকে।
xvi) গ্রীক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন ?
a) 4 টি
(b) 5 টি
c) 6 টি
d) 7 টি
d) 7 টি।
xvii) নূরজাহানের প্রকৃত নাম ছিল –
a) নূর-এ-আলম
b) লাডলি বেগম
c) মেহেরুন্নিসা
d) অর্জুমান্দ বানু বেগম
c) মেহেরুন্নিসা।
xviii) স্পার্টার সমাজ ছিল –
A) হেলট
B) পেরিওকয়
C) প্যাট্রিসিয়ান
D) স্পার্টান
বিকল্পসমূহ
a) A ঠিক এবং B, C, D ভুল
b) B, C ঠিক এবং A, D ভুল
c) A, B, C ঠিক এবং D ভুল
d) A, B, D ঠিক এবং C ভুল
d) A, B, D ঠিক এবং C ভুল।
xix) সম্রাট আকবর ইবাদতখানা গঠন করেন –
A) আগ্ৰাতে
B) রাজস্থান
C) বাংলা
D) ফতেপুর সিক্রি।
বিকল্পসমূহ
a) A, B ঠিক এবং C, D ভুল
b) B, D ঠিক এবং A, C ভুল
c) A, C, D ঠিক এবং B ভুল
d) D ঠিক এবং A, B, C ভুল
d) D ঠিক এবং A, B, C ভুল।
xx) প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল
a) 1095 খ্রিস্টাব্দে
(b) 1096 খ্রিস্টাব্দে
c) 1203 খ্রিস্টাব্দে
(d) 1292 খ্রিস্টাব্দে
a) 1095 খ্রিস্টাব্দে।
xxi) প্রথম খলিফা হলেন –
a) ওমর
b) আবু বকর
c) ওসমান
d) আলি
b) আবু বকর।
xxii) কোন দেশে প্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় –
a) ইংল্যান্ড
b) জার্মানি
(c) ভারত
d) চিন
b) জার্মানি।
xiii) নিচের কোনটিকে ‘নতুন বিশ্ব’ বলা হত?
a) আফিকা
b) আমেরিকা
c) এশিয়া
d) ইউরোপ
b) আমেরিকা।
xxiv) ‘Principia’ গ্রন্থটি রচনা করেছিলেন –
a) টাইকোহে
b) নিউটন
c) কোপারনিকাস
d) জিওরদানো ব্রুনো
b) নিউটন।
GROUP – B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
i) ‘প্রি হিস্ট্রি’ বলতে কি বোঝ?
ii) ভারতে ‘সাব-অলটান স্টাডিজ’ গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন?
অথবা, জেমস মিল ভারতের ইতিহাসকে কি কি ভাগে ভাগ করেছেন ?
iii) কোন সময়কাল আদি মধ্যযুগ হিসাবে চিহ্নিত?
iv) কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় ?
v) পলিস কি?
অথবা, অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল?
vi) ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝায় ?
অথবা, সিসেরো কে ছিলেন ?
vii) অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি?
viii) কে নিজেকে Supreme Head of the Church বলেছিলেন?
অথবা, প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান বলতে কী বোঝ?
ix) গিল্ড কি ছিল?
অথবা, ফিফ কি?
x) ভ্যাসাল কাদের বলা হতো?
xi) অগ্ৰহার প্রথা বলতে কি বোঝ?
অথবা, কর্ভি কি ছিল ?
xii) স্ত্রীধন কি?
অথবা, অগ্নিকূল তত্ত্বটির প্রবক্তা কে?
xiii) পতিত ক্ষত্রিয় কাদের বলা হত
xiv) আধুনিক বিজ্ঞানের জনক কাকে কেন বলা হয়?
অথবা, Two New Sciences’ গ্রন্থটির রচয়িতা কে?
xv) অ্যালকেমি বলতে কি বোঝ?
xvi) কত খ্রিস্টাব্দে, কে ব্রাজিল আবিষ্কার করেন?
GROUP – C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
a) চারটি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখ। এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন?
অথবা, কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়?
(b) সংক্ষেপে লেখ : নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান।
অথবা, সাম্রাজ্য বলতে কি বোঝায়? মৌর্য ও ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা কর।
c) মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যাবলী উল্লেখ কর।
অথবা, ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যে প্রভাব কি ছিল? ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের কারণগুলি কি কি?
d) প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় ও কার্যাবলি সম্পর্কে আলোচনা কর।
অথবা, রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ কর।
e) খ্রিঃ পূঃ ষষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলনগুলির উত্থানের পটভূমি লেখ।