পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI History Question Paper 2017, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৭, Class 11 History Question Paper 2017, Class Eleven History Question Paper 2017 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
WBCHSE Class XI History Question Paper 2017 (উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৭)
GROUP – A
1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
i) প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো –
a) লিপি
(b) মুদ্রা
c) ধর্মগ্রন্থ
d) জীবাশ্ম
উত্তর:- d) জীবাশ্ম।
ii) ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে ?
a) খ্রিস্টপূর্ব চতুর্থ শতক
b) খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক
c) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক
d) খ্রিস্টপূর্ব অষ্টম শতক
উত্তর:- a) খ্রিস্টপূর্ব চতুর্থ শতক।
iii) পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো –
a) ইলিয়াড
b) গিলগামেশ
(c) রামায়ণ
d) মহাভারত
উত্তর:- b) গিলগামেশ।
iv) নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিলো –
a) আগুনের আবিষ্কার
b) লোহার ব্যবহার
c) তামার ব্যবহার
d) কৃষি পদ্ধতির ব্যবহার
উত্তর:- d) কৃষি পদ্ধতির ব্যবহার।
v) দুই নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা কোনটি ?
a) মেসোপটেমিয়া সভ্যতা
(b) মিশরীয় সভ্যতা
(c) সিন্ধু সভ্যতা
d) মেহেরগড় সভ্যতা
উত্তর:- a) মেসোপটেমিয়া সভ্যতা।
vi) বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত?
(a) প্লেইস্টোসিন
b) হোলোসিন
(c) প্লায়োসিন
d) মায়োসিন
উত্তর:- b) হোলোসিন।
vii) এথেন্সের শাসন কাঠামো ছিলো –
a) রাজতান্ত্রিক
b) প্রজাতান্ত্রিক
c) অভিজাততান্ত্রিক
d) গণতান্ত্রিক
উত্তর:- d) গণতান্ত্রিক।
viii) ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন –
a) বিম্বিসার
b) অজাতশত্রু
c) চন্দ্রগুপ্ত মৌর্য
d) অশোক
উত্তর:- c) চন্দ্রগুপ্ত মৌর্য।
ix) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য কটি যে গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হলো –
a) মগধ
b) মল্ল
c) গান্ধার
d) অবন্তী
উত্তর:- a) মগধ।
x) কোন দেশের রাজতন্ত্র দিল্লীর সুলতানির দ্বারা অনুসৃত বলে বারণী মনে করতেন –
a) মিশরের
b) স্পেনের
c) আরবের
d) পারস্যের
উত্তর:- d) পারস্যের।
xi) শূন্যস্থান পূরণ করো: _______’আধুনিক রাষ্ট্রচিন্তার জনক’ নামে পরিচিত।
a) হবস্
b) লক
c) রুশো
d) ম্যাকিয়াভেলি
উত্তর:- d) ম্যাকিয়াভেলি।
xii) স্তম্ভ মেলাও
স্তম্ভ A | স্তম্ভ B |
---|---|
i) ‘দাগ’ ও ‘হুলিয়া’ | A) ইক্তা ব্যবস্থা |
ii) মাকতি | B) প্রাদেশিক গভর্নর |
iii) স্যাট্রাপ | C) আমলা |
iv) ম্যান্ডারিন | D) সামরিক ব্যবস্থা |
বিকল্প সমূহ :
– | A | B | C | D |
---|---|---|---|---|
a) | iv | i | ii | iii |
b) | ii | iii | iv | i |
c) | iv | i | iii | ii |
d) | i | ii | iv | iii |
উত্তর:- b) ii iii iv i
xiii) প্রথম দাস বিদ্রোহ হয় –
a) ফ্লোরেন্স-এ
b) সিসিলিতে
c) ইতালিতে
d) মিশরে
উত্তর:- b) সিসিলিতে।
xiv) ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে ক্ষুদ্র কৃষকদের বলা হতো –
a) ক্রীতদাস
b) ভিলেন
c) ব্যারন
d) ডিউক
উত্তর:- b) ভিলেন।
xv) শূন্যস্থান পূরণ করো: সর্বপ্রথম ইউরোপের _________ ব্যবসায়ীদের গিল্ড গড়ে ওঠে।
a) ইংল্যাণ্ডে
b) ফ্রান্সে
c) ইতালিতে
d) জার্মানীতে
উত্তর:- b) ফ্রান্সে।
xvi) প্রণয়মূলক বিবাহ নিম্নলিখিত কোন শ্রেণির বিবাহের অন্তর্ভুক্ত?
a) দৈব
b) অসুর
c) গান্ধর্ব
d) প্রজাপত্য
উত্তর:- c) গান্ধর্ব।
xvii) রানী দুর্গাবতী নিহত হন –
a) নরের যুদ্ধে
b) সদাশিবের যুদ্ধে
c) রাজমহলের যুদ্ধে
d) গণ্ডোয়ানার যুদ্ধে
উত্তর:- d) গণ্ডোয়ানার যুদ্ধে।
xviii) স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হতো –
a) পেরিওকয়
b) হেলট
c) স্পার্টিয়েট
d) মেটিক
উত্তর:- c) স্পার্টিয়েট।
xix) সত্যের সন্ধানে বুদ্ধদেবের গৃহত্যাগকে বৌদ্ধ শাস্ত্রে বলা হয় –
a) মহাপরিনির্বাণ
(b) অষ্টাঙ্গিক মার্গ
c) ধর্মচক্র প্রবর্তন
d) মহাভিনিস্ক্রমণ
উত্তর:- d) মহাভিনিস্ক্রমণ।
xx) তৃতীয় বৌদ্ধ সংগীতির অধিবেশন বসে –
(a) বৈশালিতে
b) রাজগৃহে
c) কনৌজে
d) পাটলিপুত্রে
উত্তর:- d) পাটলিপুত্রে।
xxi) ধম্ম পালনের জন্য অশোক যে সব নিয়মবিধি উল্লেখ করেছেন তা কোন শিলালেখের অন্তর্ভুক্ত?
a) প্রথম
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ
উত্তর:- c) তৃতীয়।
xxii) বিশ্বের বিন্যাস সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের উদ্গাতা কে ছিলেন ?
a) নাগার্জুন
b) টলেমি
c) বেকন
d) কোপারনিকাস
উত্তর:- d) কোপারনিকাস।
xxiii) ‘দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক’ কাকে বলা হয় ?
a) আর্যভট্ট
b) কোপারনিকাস
c) গ্যালিলিও
d) কেপলার
উত্তর:- c) গ্যালিলিও।
xxiv) পেণ্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন –
a) প্লেটো
b) গ্যালিলিও
c) কোপারনিকাস
d) নিউটন
উত্তর:- b) গ্যালিলিও।
GROUP – B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
i) প্রাক-ইতিহাস’ কথাটি কে প্রথম ব্যবহার করেন?
ii) ইতিহাসের রৈখিক কালচেতনা কী ?
অথবা, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝ ?
iii) ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থের আলোচ্য বিষয় কী ?
iv) অলিম্পিক ক্রীড়া প্রথম শুরু হয়েছিল কবে ?
অথবা, প্রাচীন ভারতে মহাজনপদগুলির উত্থান কোথায় হয়েছিল ?
(v) ‘পলিস’ বলতে কি বোঝ ?
vi) উলেমা কারা ?
অথবা, ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কী ?
vii) টিউডর বিপ্লব কি?
viii) ‘ম্যান্ডারিন’ বলতে কি বোঝায় ?
অথবা, অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন কে, কবে পাশ করেন ?
ix) প্রাচীন ভারতে ‘অগ্রহার’ প্রথা কী ?
অথবা, দাস অর্থনীতি কি
x) ইউরোপে সামন্ততান্ত্রিক সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল ? সেগুলি কি কি ?
xi) ‘ফিফ’ কী?
অথবা, ‘কর্ভি কী ছিল?
xii) ব্রাত্যক্ষত্রিয় কাদের বলে ?
অথবা, স্ত্রীধন বলতে কি বোঝো ?
xiii) মিশরের প্রথম মহিলা ফারাও কে ছিলেন?
xiv) অ্যালকেমি কাকে বলে ?
অথবা, আধুনিক বিজ্ঞানের জনক নামে কে পরিচিত ?
xv) আতস কাচ কে আবিষ্কার করেন ?
অথবা, অভিকর্ষ সূত্র কে আবিষ্কার করেন ?
xvi) রাজকুমার হেনরী কেন ‘নাবিক’ নামে পরিচিত ?
অথবা, কে, কবে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ?
GROUP – C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
a) সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয়। এই সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও।
অথবা, নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব কি?
b) রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতির তুলনামূলক আলোচনা করো ।
অথবা, ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো? দিল্লীর সুলতানী রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিলো ?
c) গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো ।
অথবা, মধ্যযুগে ইউরোপে গিল্ড প্রতিষ্ঠার কারণ আলোচনা করো।
d) প্রাচীন ভারতে নারীশিক্ষার বর্ণনা দাও।
অথবা, প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলির পরিচয় দাও
e) আকবরের দিন-ই-ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো ।