পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের Class XI History Question Paper 2018, উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৮, Class 11 History Question Paper 2018, Class Eleven History Question Paper 2018 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
WBCHSE Class XI History Question Paper 2018 (উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৮)
Group – A
1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
i) ভারতে কটি পুরাণ আছে ?
a) 15 টি
b) 16 টি
c) 18 টি
d) 22 টি
উত্তর:- c) 18 টি
ii) ‘প্রাক-ইতিহাস’ শব্দটির অর্থ কী ?
a) ‘প্রায় ইতিহাস’ ও ‘ইতিহাস’-এর মধ্যবর্তী সময়কাল
b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না
c) যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না
d) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত
উত্তর:- b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না।
iii) আর্নল্ড টয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম হল –
a) দি অরিজিন অব স্পেসিস
(b) দাস ক্যাপিটাল
c) দি প্রিন্স
d) স্টাডি অব হিস্ট্রি
উত্তর:- d) স্টাডি অব হিস্ট্রি।
iv) পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল –
a) পাথরের টুকরো
b) হাত কুঠার
c) ধারালো অস্ত্র
d) কাটারি বা ছোরা
উত্তর:- b) হাত কুঠার।
v) মিশরের সব থেকে বড় পিরামিড হল –
a) খুফুর
b) নেফরার
c) মেনকুরার
d) রামসেস-এর
উত্তর:- a) খুফুর
vi) মেসোপটামিয়ার মন্দিরগুলিকে বলা হত –
a) জিগুরাট
b) পিরামিড
c) স্টোনহেজ
d) মঠ
উত্তর:- a) জিগুরাট।
vii) মহাজনপদগুলির উত্থান হয় –
a) খ্রী: পূ: ষষ্ঠ শতকে
b) খ্রী: পূ: ষষ্ঠদশ শতকে
c) খ্রী: পূ: চতুর্থ শতকে
d) খ্রী: পূ: পঞ্চম শতকে
উত্তর:- a) খ্রী: পূ: ষষ্ঠ শতকে।
viii) প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হয়া উচিত –
a) 10000
b) 20000
c) 4000
d) 5000
উত্তর:- d) 5000
ix) ‘দি ম্যাগনিফিসেন্ট’ নামে কোন অটোমান সুলতান পরিচিত ?
a) সুলতান ওসমান
(b) সুলতান সালাদিন
c) সুলতান সুলেমান
d) সুলতান দ্বিতীয় মহম্মদ
উত্তর:- c) সুলতান সুলেমান।
x) ফাতাওয়া ই-জাহান্দারির লেখক ছিলেন –
a) বদায়ুনী
b) জিয়াউদ্দীন বরনী
c) আবুল ফজল
d) ইবন বতুতা
উত্তর:- b) জিয়াউদ্দীন বরনী
xi) ইংরাজী mandarin শব্দটি এসেছে –
a) পর্তুগীজ শব্দ থেকে
b) লাতিন শব্দ থেকে
c) ফরাসী শব্দ থেকে
d) ডাচ শব্দ থেকে
উত্তর:- a) পর্তুগীজ শব্দ থেকে।
xii) রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন –
a) রুশো
b) মন্টেস্কু
c) ভলতেয়ার
d) ডিকেন্স
উত্তর:- b) মন্টেস্কু।
xiii) হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয় –
a) হরপ্পায়
b) মহেঞ্জদারোয়
c) লোথালে
d) আলমগীরপুরে
উত্তর:- c) লোথালে।
xiv) ম্যানরের দরিদ্র কৃষকরা নামে পরিচিত ছিল –
a) ডিমিন
b) ভিলেন
c) বেইলিফ
d) স্টুয়ার্ড
উত্তর:- b) ভিলেন।
xv) কোন ল্যাতিন শব্দ থেকে ইংরেজি ‘ফিউডালিজম’ শব্দটির উৎপত্তি হয়েছে ?
a) ফিউডাল
b) ফেডালিতে
c) ফিউডানিস
d) ফিউডালাৎ
উত্তর:- c) ফিউডানিস।
xvi) গ্রীক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন ?
a) 4 টি
b) 5 টি
c) 6 টি
d) 7 টি
উত্তর:- d) 7 টি।
xvii) প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি ছিলেন –
a) ফ্যারাও খুফুর স্ত্রী
b) ফ্যারাও আখেনটনের স্ত্রী
c) ফ্যারাও তুতেন খামেনের স্ত্রী
d) ফ্যারাও রামসিসের স্ত্রী
উত্তর:- b) ফ্যারাও আখেনটনের স্ত্রী।
xviii) স্পার্টার ক্রীতদাসদের বলা হত
a) হেলট
b) পেনেসটাই
(c) মেটিক
d) পেরিওকাই
উত্তর:- a) হেলট।
xix) ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তিত হয় –
a) 1582 খ্রি:
b) 1578 চ:
c) 1580 fs:
d) 1579 খ্রি:
উত্তর:- a) 1582 খ্রি:।
xx) প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল –
a) 1095 খ্রি:
b) 1096 খ্রি:
c) 1203 খ্রি:
d) 1292 খ্রি:
উত্তর:- a) 1095 খ্রি:
xxi) _________শহরকে কেন্দ্র করে হজরত মহম্মদের ইসলামিক গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়?
a) মক্কা
b) মদিনা
c) কুফা
d) বাগদাদ
উত্তর:- b) মদিনা।
xxii) কোন দেশে প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় ?
a) ইংল্যান্ড
b) জার্মানি
c) ভারত
d) চিন
উত্তর:- b) জার্মানি।
xxiii) ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন ?
a) স্পেন
b) ইংল্যান্ড
c) পর্তুগাল
d) ফ্রান্স
উত্তর:- a) স্পেন।
xxiv) ‘Principia’ গ্রন্থটি রচনা করেছিলেন –
a) টাইকো ব্রাহে
b) নিউটন
c) কোপারনিকাস
d) জিওরদানো ব্রুনো
উত্তর:- b) নিউটন।
Group – B
2. দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় )
i) হিস্টোরিয়া শব্দটির অর্থ কী ?
ii) লেখমালা (Epigraphy) বলতে কি বোঝ ?
অথবা, ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কি কি ভাগে ভাগ করেছেন ?
iii) প্রবাহমান কাল ( time line) বলতে কি বোঝ ?
iv) জাস্টিনিয়ান কোড কি ?
অথবা, কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় ?
v) অটোমান কারা ?
vi) অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি ?
অথবা, সিসেরো কে ছিলেন ?
vii) রেশম পথ কি ?
viii) ‘মনসব’ শব্দের অর্থ কী ?
‘মনসব’ শব্দের অর্থ পদমর্যাদা।
অথবা, সপ্তম হেনরি কে ছিলেন ?
ix) গুপ্তযুগের শেষভাগে নগরগুলির অবক্ষয়ের একটি কারণ নির্ণয় কর।
অথবা, স্পার্টাকাস কে ছিলেন ?
x) নিগম কাকে বলে ?
xi) ভ্যাসাল বলতে কি বোঝ ?
xii) শক কারা ? ভারতে প্রথম শক রাজা কে ?
অথবা, ভারতে হুন আক্রমণ কবে হয় ? এদের নেতা কে ছিলেন ?
xiii) পতিত ক্ষত্রিয় কাদের বলা হত ?
xiv) আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কে করেন ?
অথবা, মহাবিশ্বের সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝ ?
xv) কোপার্নিকাস কে ছিলেন ?
অথবা, জাইলোগ্রাফি কী ?
xvi) পঞ্চদশ শতকে ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝায় ?
Group – C
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
a) চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখ । এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন ?
অথবা, মধ্য প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল?
b) কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং বারনীর ফতাওয়া-ই-জাহান্দারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা ছিল ?
অথবা, পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা কর ।
c) মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যাবলি উল্লেখ কর ।
অথবা, প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক বিবরণ দাও ।
d) বর্ণ প্রথার বৈশিষ্ট্য কী ? ‘বন’ ও ‘জাতি’-র ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ কর।
অথবা, রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ কর ।
e) ইউরোপের ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা কর