বি. এ. জেনারেল (1st Semister) ইতিহাস প্রথম অধ্যায়: প্রাচীন ও আদি মধ্যযুগে ভারতের ইতিহাসের উপাদান থেকে ৫ নাম্বারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন – ইতিহাস ও History-এর মধ্যে পার্থক্য আলোচনা করা হল।
ইতিহাস ও History-এর মধ্যে পার্থক্য
প্রশ্ন:- ইতিহাস ও History-এর মধ্যে পার্থক্য কী?
উত্তর:- ইতিহাস ও History শব্দ দুটি সাম্প্রতিককালে সম অর্থবোধক হিসাবে ব্যবহৃত হয়। মানবজাতির সৃষ্টি ও ক্রমবিকাশের ধারাবাহিক বিবরণকে ইতিহাস নামে অভিহিত করা হয়। ইতিহাসের ইংরাজী প্রতিশব্দ হল History। কিন্তু গ্রীক দেশের প্রচলিত ‘ইতি-হ-আস’ শব্দটি এবং পরবর্তীকালে History শব্দটি প্রয়োগের মধ্যে প্রভেদ পাওয়া যায়। ইতি-হ-আস বা ইতিহাস শব্দের অর্থ হল ‘যেমনটি ঘটেছিল’। হেরোডোটাস-এর ‘Historics’ গ্রন্থে Itihas’ শব্দটির ব্যাথা পাওয়া যায়। প্রাচীন ভারতীয় সাহিত্যে ঋকবেদে বা পুরাণে কিছু ঘটনার ধারাভাষ্য থাকলেও তাদের সামাজিক বা অর্থনৈতিক প্রেক্ষাপটের বিশ্লেষণ সেখানে অনুপস্থিত। একে ইতি-হ আস-এর অন্তর্ভুক্ত হিসাবে ধরে নেওয়া হয়।
E.H. Carr তাঁর ‘what is history’ এবং Marc block তার ‘Historians craft’ গ্রন্থে History বিষয়টির চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা করেছেন। History শুধুমাত্র ঘটনার ধারাভাষ্য নয়, History-এর অন্তর্ভুক্ত হল কোনো ঘটনার পশ্চাদপটে সক্রিয় কারণের বিশ্লেষণ। গ্রীসে থুকিডিডিসকে History-এর স্রষ্টা বলা যেতে পারে। ‘The peloponnesian war’ গ্রন্থে তিনি এথেন্স ও স্পার্টা নগর রাষ্ট্রগুলির সংঘাতের ব্যাখ্যার মধ্য দিয়ে History তুলে ধরেছেন। বিতর্কমূলক অলোচনার মাধ্যমে বিভিন্ন ঘটনায় তিনি কার্যকারণের স্বরূপ খুঁজে পেতে সচেষ্ট হয়েছেন।
ভারতবর্ষে ইতিহাসের এইরকম ব্যাখ্যা করেছিলেন কৌটিল্য। মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থে মৌর্যযুগের ব্যাখ্যা থাকলেও তা নিরপেক্ষ নয়। কিন্তু বানভট্টের হর্ষচরিতে হর্ষবর্ধনের কথা থাকলেও সেখানে মধ্যভারতীয় উপজাতির সাথে কেন্দ্রীয় শক্তির সম্পর্কের বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। এখানে Itihas ও History শব্দের পার্থক্য নিহিত আছে।
Pease upload more
I’m a regular visitor of this site.
I’m requesting to admin please upload 2nd & 3rd year questions with brief discussion