শিক্ষা

শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের ধারাবাহিক অনুশীলন। একমাত্র শিক্ষার মাধ্যমেই কোনও ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পরিপূর্ণ বিকাশ ঘটে।

আমাদের শিক্ষালয় Website -এর শিক্ষা Page টির মাধ্যমে একদিকে যেমন নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী ইত্যাদি সকল শ্রেণীর শ্রেণী ভিত্তিক Post -এর সাথে সাথে হাতে কলমে শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নীতি শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা প্রভৃতি সম্পর্কেও আলোচনা করা হবে।

আধুনিক শিক্ষা

শিক্ষার শ্রেণী ভিত্তিক Post

নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী

শিক্ষার উদ্দেশ্য কি?

শিক্ষার মূল উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা। যে জ্ঞান মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে সক্ষম এবং সর্বোপরি জ্ঞানের উচ্চ সীমায় মানুষকে দেবত্বে উন্নীত করবে।

শিক্ষার উপাদান গুলি কি কি?

আধুনিক শিক্ষাব্যবস্থায় শিক্ষার চারটি উপাদান হল-

  • (a) শিক্ষার্থী (Student)
  • (b) শিক্ষক (Teacher)
  • (c) পাঠ্যক্রম (Curriculum)
  • (d) শিক্ষাপ্রতিষ্ঠান (Educational institutions)

শিক্ষার গুরুত্ব কি?

একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হল শিক্ষা। সুতরাং বলা যায়, “শিক্ষাই জাতির মেরুদণ্ড”। অর্থাৎ একজন মানুষ যেমন মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনই একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর।

(FAQ) শিক্ষা সম্পর্কে জিজ্ঞাস্য?

১. শিক্ষা কি?

শিক্ষা হল একটি আচরণগত পরিবর্তন। শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের ধারাবাহিক অনুশীলন।

২. শিক্ষা শব্দটির ব্যুৎপত্তি কি?

শিক্ষা শব্দটি সংস্কৃত ধাতু শাস্ থেকে এসেছে। যার অর্থ- শাসন করা। শিক্ষা শব্দটির একটি সমার্থক শব্দ বিদ্যা সংস্কৃত ধাতু বিদ্ থেকে এসেছে। যার অর্থ- জানা।

৩. বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য বলতে কি?

বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য বলতে বোঝায়, কোন ব্যক্তিকে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য উপযোগী করে গড়ে তোলা এবং তাকে ভবিষ্যৎ জীবনে বৃত্তি ও জীবিকা অর্জনের জন্য দিক্ নির্দেশ করা।

৪. Education শব্দটির উৎস কি? এবং এর অর্থ কি?

শিক্ষার ইংরেজি প্রতিশব্দ Education শব্দটির উৎস কয়েকটি ল্যাটিন শব্দ। কারো কারো মতে শব্দটি ল্যাটিন Educere থেকে উদ্ভুত। যার ইংরেজি অর্থ হচ্ছে To read out অর্থাৎ শিক্ষার্থীর মনের মধ্যে যে সব মানসিক শক্তি জন্ম সুত্রে বিদ্যমান সেগুলিকে বাইরে আনা।