আউটলায়ার্স বইয়ের ৫ শিক্ষা
যুক্তরাজ্যে জন্ম ও কানাডায় বেড়ে ওঠা ম্যালকম গ্ল্যাডওয়েল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, সাংবাদিক ও বক্তা। তাঁর অন্যতম বই হলো আউটলায়ার্স। বইটি বিশ্বের অনেক ভাষায় অনূদিত হয়ে মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে। গল্পের মাধ্যমে বইটিতে তুলে ধরা হয়েছে বিশ্বের শীর্ষ ব্যক্তিদের সফলতার রহস্য। বইটি পড়ে এখানে পাঁচ শিক্ষা তুলে ধরা হলো।
সফলতার সুন্দর পরিবেশ দরকার
জীবনে সফল হওয়ার জন্য যেমন কঠোর পরিশ্রম দরকার, তেমনি দরকার অনুকূল পরিবেশ ও সুযোগ। বইয়ের লেখক ম্যালকম গ্ল্যাডওয়েল বিশ্বাস করেন, যাঁরা সফল হয়েছেন, তাঁরা ভিন্ন কেউ নন। তাঁরা এমন ব্যক্তি, যাঁদের সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রমের সুযোগ দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ কেউ অল্প বয়স থেকে জিমনেসিয়ামে ভর্তি হয়ে জিম না করলে অলিম্পিক জিমন্যাস্ট হতে পারবেন না, কোচ হতে পারবেন না। সফল হওয়ার জন্য তিনি কোন পরিবেশে বেড়ে উঠেছেন এবং সাংস্কৃতিক উত্তরাধিকারসহ অনেক কিছু নির্ভর করে।
জন্মের সময়টি গুরুত্বপূর্ণ
ইতিহাসের কোন সময়ে আমরা জন্মগ্রহণ করেছি, এটি গুরুত্বপূর্ণ। লেখক বলেছেন, ব্যক্তিগত কম্পিউটিংয়ের ইতিহাসে তিনজন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ ব্যক্তি-স্টিভ জবস, বিল গেটস ও বিল জয় একে অপরের ছয় মাসের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। তাঁরা এমন স্কুলে পড়াশোনার সুযোগ পেয়েছেন, যে স্কুলে শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানো হতো, যা ওই সময় যুক্তরাষ্ট্রের অন্য কোনো স্কুলে শেখানো হতো না। বইতে লেখক আলোচনা করেন, তাঁদের জন্মদিন কতটা গুরুত্বপূর্ণ ছিল।
শিক্ষাপদ্ধতির কারণে শিশুরা শেখে
শিক্ষাপদ্ধতি গুরুত্বপূর্ণ বিষয়। লেখক বইটিতে চিন-এর শিক্ষাপদ্ধতির কথা বলেছেন। চীনের শিক্ষাপদ্ধতির কারণে চীনা শিশুরা ইংরেজ শিশুদের চেয়ে গণিতে ভালো করে। চীনা সংখ্যাগুলো একক সিলেবিক এবং যৌক্তিকভাবে নির্মিত। যার ফলে চীনা শিশুরা ১০০ পর্যন্ত গণনা করতে পারে আর সেখানে একই বয়সী ইংরেজ শিশুরা বিশের দশক পর্যন্ত গণনা করতে পারে। গণিত এমন বিষয়, যা শেখার জন্য অধ্যবসায় প্রয়োজন। আর অধ্যবসায় অত্যন্ত মূল্যবান চীনা বৈশিষ্ট্য। তাই শেখার মাধ্যম সহজ ও সুন্দর হলে শিশুরা ভালো শিখতে পারে।
দক্ষ হতে ১০ হাজার ঘণ্টা অনুশীলন
বইটিতে লেখক বলেছেন, কোনো বিষয়ে দক্ষ হওয়ার জন্য সে বিষয়ের ওপর ১০ হাজার ঘণ্টা অনুশীলন করতে হবে। তাহলে সেটি আয়ত্তে আসবে। কোনো বিষয়ে দক্ষ বা সফল হওয়ার জন্য অনেক বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। অনেক প্রতিভাবান হতে হবে, এমন নয়। আপনার মিনিমাম আইকিউ থাকলেই যথেষ্ট। বুদ্ধিমান হওয়ার যে গুরুত্ব নেই তা নয়, তবে এটা একটা সীমা পর্যন্ত। চূড়ান্ত সফলতা পেতে পরিশ্রম করতে হবে, অনুশীলন করতে হবে। এই ১০ হাজার ঘণ্টার অনুশীলনই সত্যিকার অর্থে বিজয়ীদের সঙ্গে পার্থক্য তৈরি করে দেয়।
কঠোর পরিশ্রম ও অধ্যবসায়
সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম ও অধ্যবসায় জরুরি। যাঁরা সফল হয়েছেন, তাঁদের প্রত্যেকের কঠোর পরিশ্রম ও অধ্যবসায় ছিল। অলৌকিকভাবে কেউ সফল হন নি। আপনার মধ্যে সৃজনশীলতা ও প্রচেষ্টা থাকলে ভালো পুরস্কার পাবেন। আর সৃজনশীলতা তৈরি হয় প্রচেষ্টার মাধ্যমে। সফল লোকেরা কঠোর পরিশ্রম এবং নিজেকে তৈরি করতে আপত্তি করেন না। তাঁরা নিয়মিত কঠোর পরিশ্রম করেন। তাঁদের মধ্যে সফল হওয়ার ক্ষুধা থাকে।