ফুলকো চিতই পিঠা

সুস্বাদু ফুলকো চিতই পিঠা

ফুলকো চিতই পিঠা বানানোর উপকরণ

  • ১ কাপ সুজি
  • ১/২ কাপ চালের গুঁড়ো
  • ১ চা চামচ সাদা তেল
  • ১/২ কাপ নারকেল কোরা
  • ১ চিমটে লবণ
  • ১ টেবিল চামচ সাদা তেল ভাজার জন্য

সুস্বাদু ফুলকো চিতই পিঠা প্রস্তুত প্রণালী

  • (১) প্রথমে একটা পাত্রে সুজি, চালের গুঁড়ো, তেল, লবণ, নারকেল কোরা ভালো করে মিশিয়ে উষ্ণ জল দিয়ে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে।
  • (২) এবার চিতই পিঠা গুলো চিতই পিঠা বানানোর মোল্ডে তেল ব্রাশ করে একে একে ভেজে নিতে হবে।
  • (৩) তারপর ফুলকো চিতই পিঠা গুলো একটা পাত্রে তুলে নিয়ে পরিবেশন করুন নলেন গুড়ের সাথে।

Leave a Comment