হরপ্পা সভ্যতা: SLST MCQ Suggestion হরপ্পা সভ্যতা থেকে WBSSC / SLST পরীক্ষার জন্য MCQ Question Answer Suggestion দেওয়া হল
হরপ্পা সভ্যতা: SLST MCQ Suggestion
১. কোন যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল ?
- (A) প্যালিওলিথিক যুগ
- (B) লৌহ যুগ
- (C) তাম্র প্রস্তর যুগ
- (D) নিওলিথিক যুগ।
উত্তর:- (C) তাম্র-প্রস্তর যুগ
২. নিম্নলিখিত কোনটি প্রাচীন ভারত -এর সমুদ্র বন্দরের নাম –
- (A) লোথাল
- (B) হরপ্পা
- (C) মহেঞ্জোদাড়ো
- (D) কোনটিই নয়।
উত্তর:- (A) লোথাল
৩. হরপ্পা সভ্যতা -র আবিস্কারক হলেন –
- (A) জেমস প্রিন্সেপ
- (B) ভিনসেন্ট স্মিথ
- (C) আর. ডি. ব্যানার্জী
- (D) দয়ারাম সাহানি।
উত্তর:- (D) দয়ারাম সাহানি
৪. হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল –
- (A) চেনাব
- (B) রাভি
- (C) শতদ্রু
- (D) সিন্ধু।
উত্তর:- (B) রাভি
৫. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?
- (A) লোথাল
- (B) কালিবঙ্গাল
- (C) সুকতাজেনদোর
- (D) মহেঞ্জদাড়ো।
উত্তর:- (B) কালিবঙ্গাল
৬. প্রায় কতবছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উদ্ভব হয়েছিল ?
- (A) ৪০০০
- (B) ৫০০০
- (C) ২০০০
- (D) কোনটিই নয়।
উত্তর:- (B) ৫০০০
৭. হরপ্পা সভ্যতার কালিবঙ্গান অঞ্চলটি কোন নদীর উপরে ভিত্তি ছিল ?
- (A) ইরাবতী
- (B) রাভি
- (C) ঘর্ঘরা
- (D) সিন্ধু।
উত্তর:- (C) ঘর্ঘরা
৮. হরপ্পা সভ্যতার বেশীরভাগ জায়গা স্বাধীন ভারতের কোথায় অবস্থিত ?
- (A) গুজরাট
- (B) হরিয়ানা
- (C) উত্তর প্রদেশ
- (D) পাঞ্জাব।
উত্তর:- (A) গুজরাট
৯. নিম্নলিখিত কোন বিশেষ ধাতুটি হরপ্পা সভ্যতার সময় ব্যবহার করা হত না ?
- (A) সোনা
- (B) তামা
- (C) রূপা
- (D) লোহা।
উত্তর:- (D) লোহা।
১০. ধোলাভিরা কোথায় ছিল ?
- (A) উত্তর প্রদেশ
- (B) গুজরাট
- (C) ভারতীয় পাঞ্জাব
- (D) সিন্ধু।
উত্তর:- (B) গুজরাট
১১.পশুপতি (শিব) এর আশেপাশে কোন প্রাণী ছিল না ?
- (A) সিংহ
- (B) হরিণ
- (C) হাতি
- (D) বাঘ।
উত্তর:- (A) সিংহ
১২. মহেঞ্জোদাড়ো স্থানটি কোথায় অবস্থিত ?
- (A) লোথালে
- (B) পাঞ্জাবের মন্টগোমারিতে
- (C) লাহোরে
- (D) সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়।
উত্তর:- (D) সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়
১৩. সিন্ধুবাসীর প্রধান পুরুষ দেবতা কোনটি ?
- (A) বিষ্ণু
- (B) অগ্নি
- (C) ইন্দ্র
- (D) পশুপতি।
উত্তর:- (D) পশুপতি
১৪. সিন্ধু ভ্যালির বৃহৎ স্নানাগার পাওয়া যায় কোথায় ?
- (A) লোথাল
- (B) ধোলাভিরা
- (C) মহেঞ্জোদাড়ো
- (D) হরপ্পা।
উত্তর:- (C) মহেঞ্জোদাড়ো
১৫. সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের নিদর্শন পাওয়া যায় –
- (A) কালিবঙ্গান
- (B) লোথাল
- (C) রোপার
- (D) হরপ্পা।
উত্তর:- (B) লোথাল
১৬. মহেঞ্জোদাড়োর বৃহৎ স্নানাগারের গভীরতা প্রায় কত ?
- (A) ৭ ফুট
- (B) ৮ ফুট
- (C) ৯ ফুট
- (D) ১০ ফুট।
উত্তর:- (B) ৮ ফুট
১৭. হরপ্পা লিপির সম্ভাব্য ধরণ ছিল ?
- (A) সংস্কৃত
- (B) প্রটো দ্রাবিড়
- (C) পিক্টোগ্রাফি
- (D) সুমেরিয়।
উত্তর:- (C) পিক্টোগ্রাফি
১৮. হরপ্পা সভ্যতার বাড়ীঘর কি দিয়ে তৈরী ছিল ?
- (A) কাঠ
- (B) পাথর
- (C) ইট
- (D) কোনটিই নয়।
উত্তর:- (C) ইট
১৯. হরপ্পার বাসিন্দারা কোন দেশের লোকেদের সঙ্গে ভাল বাণিজ্যিক সম্পর্ক ছিল ?
- (A) গ্রীস
- (B) মিশর
- (C) চীন
- (D) মেসোপটেমিয়া।
উত্তর:- (D) মেসোপটেমিয়া
২০. হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে ?
- (A) লোথাল
- (B) কালিবঙ্গান
- (C) ধোলাভিরা
- (D) রোপার।
উত্তর:- (A) লোথাল
২১. হরপ্পার লোকেরা এর ব্যবহার জানতেন –
- (A) 4 এবং এর গুণকগুলি
- (B) 8 এবং এর গুণক
- (C) 12 এবং এর গুণক
- (D) 16 এবং এর গুণক।
উত্তর:- (D) 16 এবং এর গুণক
২২. সিন্ধু সভ্যতাকে বলা হয় –
- (A) লৌহ যুগীয়
- (B) প্রস্তর যুগীয়
- (C) গ্রাম ভিত্তিক
- (D) শহর ভিত্তিক।
উত্তর:- (D) শহর ভিত্তিক
২৩. সিন্ধু সভ্যতা নগরী লোথাল কোথায় অবস্থিত ?
- (A) হরিয়ানা
- (B) পাঞ্জাব
- (C) রাজস্থান
- (D) গুজরাট।
উত্তর:- (D) গুজরাট
২৪. নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গেছে ?
- (A) আলমগীরপুর
- (B) মহেঞ্জোদাড়ো
- (C) কোটদিজি
- (D) ধোলাভিরা।
উত্তর:- (B) মহেঞ্জোদাড়ো
২৫. গুজরাটে অবস্থিত সিন্ধু সভ্যতার কেন্দ্র হল –
- (A) ধোলাভিরা
- (B) লোথাল
- (C) কালিবঙ্গান
- (D) ধোলাভিরা ও লোথাল দুটিই।
উত্তর:- (D) ধোলাভিরা ও লোথাল দুটিই
২৬. আলমগীরপুর অবস্থিত –
- (A) হরিয়ানা
- (B) রাজস্থান
- (C) পাঞ্জাব
- (D) উত্তর প্রদেশ।
উত্তর:- (D) উত্তর প্রদেশ
২৭. মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধুদের কি বলত ?
- (A) সিন্ধু
- (B) ইন্ডিজ
- (C) মেলুহা
- (D) তেলুহা।
উত্তর:- (C) মেলুহা
২৮. বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত ?
- (A) রাজস্থানে
- (B) পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়
- (C) পাকিস্তান-ইরান সীমান্তে
- (D) সিন্ধু প্রদেশের লারকানা জেলায়।
উত্তর:- (B) পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়
২৯. নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার লোকজন জানতো না ?
- (A) তরবারি
- (B) লোহা
- (C) ঘোড়া
- (D) উপরের সবকটি।
উত্তর:- (D) উপরের সবকটি
৩০. বানওয়ালি কোন রাজ্যে অবস্থিত ?
- (A) গুজরাট
- (B) হরিয়ানা
- (C) রাজস্থান
- (D) পাঞ্জাব।
উত্তর:- (B) হরিয়ানা
৩১. নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি ?
- (A) মন্দির
- (B) নগর-প্রাচীর
- (C) শস্যাগার
- (D) স্নানাগার।
উত্তর:- (A) মন্দির
৩২. সিন্ধু সভ্যতার মানুষের অলঙ্কারগুলি গঠিত হয়েছিল ?
- (A) স্বর্ণ ও রৌপ্য
- (B) কপার এবং ব্রোঞ্জ
- (C) মূল্যবান প্রস্তর
- (D) উপরোক্ত সমস্ত।
উত্তর:- (D) উপরোক্ত সমস্ত
৩৩. রংপুর কোথায় অবস্থিত ছিল ?
- (A) উত্তর প্রদেশ
- (B) গুজরাট
- (C) সিন্ধু
- (D) রাজস্থানে।
উত্তর:- (B) গুজরাট
৩৪. হরপ্পা ও মহেঞ্জোদাড়োতে যখন প্রত্নতাত্বিক খননকার্য চালানো হয়, তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া -এর প্রধান ছিলেন –
- (A) আলেকজান্ডার কানিংহাম
- (B) মার্টিমার হুইলার
- (C) দয়ারাম সাহানি
- (D) জন মার্শাল।
উত্তর:- (A) আলেকজান্ডার কানিংহাম
৩৫. হরপ্পা “কথাটির অর্থ কি?
- (A) মৃতের স্তুপ
- (B) জনবেষ্টিত শহর
- (C) পশুপতির খাদ্য
- (D) নিষিদ্ধ নগরী।
উত্তর:- (C) পশুপতির খাদ্য
৩৬. মহেঞ্জোদাড়ো কথার অর্থ কী?
- (A) মৃতের স্তুপ
- (B) জনবেষ্টিত শহর
- (C) পশুপতির খাদ্য
- (D) নিষিদ্ধ নগরী।
উত্তর:- (A) মৃতের স্তুপ