স্কলারশিপ এইচ ডি এফ ব্যাঙ্ক পরিবর্তন সি ই সি এস এস প্রোগ্রাম ২০২৪-২৫
প্রথম থেকে দ্বাদশ শ্রেণি, আই টি আই, পলিটেকনিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে এইচ ডি এফ সি ব্যাঙ্ক। গত তিন বছরের মধ্যে কোনও কঠিন পরিস্থিতির কারণে পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার।
আবেদনের যোগ্যতা
শেষ দেওয়া পরীক্ষায় মোট অন্তত ৫৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। পারিবারিক বার্ষিক আয় হতে হবে আড়াই লাখ টাকার নীচে।
স্কলারশিপের পরিমাণ
সর্বাধিক ৭৫,০০০ টাকা।
দরখাস্ত বা আবেদন
অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.b4s.in/karma/HDFC54 ।
দরখাস্তের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।