ছাত্রছাত্রীদের জন্য ডি এক্স সি প্রসেসিং মাইন্ড স্কলারশিপ ২০২৪-২৫
সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্সের মধ্যে যে-কোনও একটি শাখায় স্নাতক কোর্সে পাঠরত ছাত্রী ও রূপান্তরকামী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে ডি এক্স সি প্রসেসিং মাইন্ড। যে মহিলারা গত ২-৩ বছরের মধ্যে রাজ্য বা জাতীয় বা আন্তর্জাতিক স্তরে আয়োজিত ক্রীড়াপ্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাঁরাও আবেদন করতে পারেন।
আবেদনের যোগ্যতা
স্নাতক কোর্সে পাঠরতদের ক্ষেত্রে শেষ দেওয়া পরীক্ষায় মোট অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। বার্ষিক পারিবারিক আয় হতে হবে ৪ লাখ টাকার নীচে (দক্ষ খেলোয়াড়দের ক্ষেত্রে ৫ লাখ)।
বয়স
১৩ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
স্কলারশিপের পরিমাণ
স্নাতক কোর্সে পাঠরতদের ক্ষেত্রে ৫০,০০০ টাকা এবং দক্ষ খেলোয়াড়দের ক্ষেত্রে ১,২৫,০০০ টাকা।
দরখাস্ত বা আবেদন
এক্ষেত্রে অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.b4s.in/karma/DXCS4 ।
আবেদনের শেষ তারিখ
এই সুযোগ পাওয়ার জন্য আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।