HS History Question Paper 2016

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের HS History Question Paper 2016, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৬, Class 12 History Question Paper 2016, Class XII History Question Paper 2016 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।

HS History Question Paper 2016

Part – A

1. কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক)

বিভাগ-ক

i. জাদুঘর কাকে বলে ? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।

ii. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো।

iii. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।

অথবা, চিনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো।

iv. চিনের চৌঠা মে (May Fourth) আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো।

বিভাগ খ

v. 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলি আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল?

vi. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল। এই ঘটনার গুরুত্ব আলোচনা করো।

vi. জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো।

অথবা, ঠাণ্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াই-এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো।

viii. সার্ক কীভাবে গঠিত হয়েছিল? সার্ক-এর উদ্দেশ্যগুলি কী ছিল?

Part – B

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো

i. “সব ইতিহাসই সমকালীন ইতিহাস’ – এটি কার উক্তি?

  • (a) ক্রোচের
  • (b) র‍্যাঙ্কের
  • (c) র‍্যালের
  • (d) ই. এইচ. কার-এর

উত্তর:- (a) ক্রোচের।

ii. ‘রাজতরঙ্গিনী’ রচনা করেন –

  • (a) কৌটিল্য
  • (b) কলহন
  • (c) বিলহন
  • (d) কালিদাস

উত্তর:- (b) কলহন।

iii. পোর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ বলত –

  • (a) কয়লাকে
  • (b) গোলমরিচকে
  • (c) লবঙ্গকে
  • (d) দারুচিনিকে

উত্তর:- (b) গোলমরিচকে।

iv. ভারতে এশিয়াটিক সোসাটির প্রতিষ্ঠা হয়__________খ্রিস্টাব্দে।

  • (a) 1784
  • (b) 1774
  • (c) 1798
  • (d) 1874

উত্তর:- (a) 1784

v. ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে ?

  • (a) বোম্বে
  • (b) গুজরাট
  • (c) মাদ্রাজ
  • (d) বাংলা

উত্তর:- (d) বাংলা।

vi. স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও

               স্তম্ভ-১স্তম্ভ-২
(i) ফারুকশিয়রের ফরমান(A) 1773
(ii) পিটের ভারত শাসন আইন(B) 1717
(iii) রেগুলেটিং আইন(C) 1765
(iv) কোম্পানির দেওয়ানি লাভ(D) 1784

বিকল্প

  • (a) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
  • (b) (i) – C, (ii) – B, (iii) – D, (iv) -A
  • (c) (i) – D, (ii) – C, (iii) – A, (iv) – B
  • (d) (i) – A, (ii) – B, (ii) – C, (iv) – D

উত্তর:- (a) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C

vii. নানকিং-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল  –

  • (a) 1839 খ্রিস্টাব্দে
  • (b) 1842 খ্রিস্টাব্দে
  • (c) 1843 খ্রিস্টাব্দে
  • (d) 1845 খ্রিস্টাব্দে

উত্তর:- (b) 1842 খ্রিস্টাব্দে।

viii. ‘বর্তমান ভারত’ রচনা করেন –

  • (a) বিবেকানন্দ
  • (b) বিদ্যাসাগর
  • (c) রামমোহন
  • (d) রবীন্দ্রনাথ

উত্তর:- (a) বিবেকানন্দ।

ix. শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন –

  • (a) দয়ানন্দ সরস্বতী
  • (b) লালা হংসরাজ
  • (c) কেশবচন্দ্র সেন
  • (d) বাল গঙ্গাধর তিলক

উত্তর:- (a) দয়ানন্দ সরস্বতী।

x. রামমোহন রায়কে কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন?

  • (a) লর্ড মিন্টো
  • (b) সম্রাট বাহাদুর শাহ
  • (c) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর
  • (d) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- (c) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর।

xi. ‘Poverty and un-British rule in India’ রচনা করেন –

  • (a) অরবিন্দ
  • (b) গান্ধিজি
  • (c) দাদাভাই নৌরজি
  • (d) সুরেন্দ্রনাথ

উত্তর:- (c) দাদাভাই নৌরজি।

xii. মুসলিম লিগের কোন্ অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়?

  • (a) লাহোর
  • (b) লক্ষ্ণৌ
  • (c) মাদ্রাজ
  • (d) পাঞ্জাব

উত্তর:- (a) লাহোর।

xiii. 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

  • (a) ওয়াভেল
  • (b) রিপন
  • (c) আরউইন
  • (d) ক্লাইভ

উত্তর:- (a) ওয়াভেল।

xiv. স্তম্ভ-১-এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও

স্তম্ভ-১স্তম্ভ-২
(i) RIN বিদ্রোহ(A) 1943
(ii) ক্রিপস মিশন(B) 1946
(iii) লিনলিখগো প্রস্তাব(C) 1942
(iv) আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা(D) 1940

বিকল্প:

  • (a) (i) – B, (ii) – D, (iii) – C, (iv) – A
  • (b) (i) – D, (ii) – C, (iii) – A, (iv) – B
  • (c) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A
  • (d) এগুলির কোনোটিই নয়।

উত্তর:- (c) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A

xv. স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় –

  • (a) 1949 খ্রিস্টাব্দে
  • (b) 1948 খ্রিস্টাব্দে
  • (c) 1947 খ্রিস্টাব্দে
  • (d) 1849 খ্রিস্টাব্দে

উত্তর:- (a) 1949 খ্রিস্টাব্দে।

xvi. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন –

  • (a) মাউন্টব্যাটেন
  • (b) এটলি
  • (c) ক্যানিং
  • (d) ওয়ারেন হেস্টিংস

উত্তর:- (a) মাউন্টব্যাটেন।

xvii. পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল –

  • (a) 1943 খ্রিস্টাব্দে
  • (b) 1944 খ্রিস্টাব্দে
  • (c) 1945 খ্রিস্টাব্দে
  • (d) 1946 খ্রিস্টাব্দে

উত্তর:- (c) 1945 খ্রিস্টাব্দে।

xviii. 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল –

  • (a) ন্যাটো
  • (b) ব্রাসেলস
  • (c) সিয়েটো
  • (d) ওয়ারশ

উত্তর:- (a) ন্যাটো।

xix. 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে?

  • (a) বান্দুং
  • (b) বেলগ্রেড
  • (c) তেহেরান
  • (d) নতুন দিল্লি

উত্তর:- (a) বান্দুং।

xx. জিওনিস্ট-দের সংগঠনের সভাপতি ছিলেন –

  • (a) নাসের
  • (b) বেন গুরিয়ান
  • (c) ওয়াইজম্যান
  • (d) আরাফত

উত্তর:- (c) ওয়াইজম্যান।

xxi. পি. সি. মহলানবীশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন?

  • (a) প্রথম
  • (b) দ্বিতীয়
  • (c) তৃতীয়
  • (d) চতুর্থ

উত্তর:- (b) দ্বিতীয়।

xxii. বাংলাদেশ স্বাধীনতা লাভ করে — খ্রিস্টাব্দে।

  • (a) 1972
  • (b) 1971
  • (c) 1947
  • (d) 1975

উত্তর:- (b) 1971

xxiii. পেরেস্ত্রৈকার প্রবর্তক ছিলেন –

  • (a) ক্রুশ্চেভ
  • (b) লেনিন
  • (c) স্তালিন
  • (d) গর্বাচেভ

উত্তর:- (d) গর্বাচেভ।

xxiv. ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন –

  • (a) ভাটনাগর
  • (b) মেঘনাদ সাহা
  • (c) রাজা রমন্না
  • (d) হোমি ভাবা

উত্তর:- (d) হোমি ভাবা।

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 

i. মার্কেন্টাইলবাদ কী?

অথবা, 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়?

ii. কোন ইউরোপীয় দেশ চিনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল?

অথবা, বৈদেশিক বাণিজ্যের জন্য চিনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল?

iii. আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

iv. কোন ভূমিব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা স্বত্ব দিয়েছিল?

অথবা, কে, কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?

v. চিনে কোন বছর আফিং আমদানি বন্ধ হয়?

অথবা, উন্মুক্ত দ্বার নীতি কী এবং কে এর প্রবক্তা?

vi. সাহুকার কাদের বলা হয়?

vii. কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট-ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান?

অথবা, কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়?

viii. কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন?

অথবা, চিনে কোন বছর মে ফোর্থ আন্দোলন শুরু হয়েছিল?

ix. মর্লে-মিন্টো সংস্কার আইন কবে পাস হয়?

x. কবে এবং কাদের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়?

অথবা, কবে ও কোথায় ভারতীয় কম্যুনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?

xi. ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখো।

অথবা, রশিদ আলি দিবস কবে এবং কেন পালিত হয়েছিল?

xii. হো-চি-মিন কে ছিলেন?

অথবা, কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় ?

xiii. ‘এশিয়া এশিয়াবাসীর জন্য’ এই স্লোগান কোন দেশের?

xiv. মার্শাল পরিকল্পনা কী?

অথবা, ওয়ারশ চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয়?

xv. দাঁতাত কী?

xvi. বেন বেল্লা কে?

অথবা, ‘পাকিস্তান পিপলস্ পার্টি” কে গঠন করেন?

Leave a Comment