পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের HS History Question Paper 2022, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০২২, Class 12 History Question Paper 2022, Class XII History Question Paper 2022 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
HS History Question Paper 2022
PART – A
যে-কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক)
বিভাগ – ক
(i) জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।
অথবা, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী?
(ii) চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল?
(iii) ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল ?
(iv) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও।
অথবা, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
বিভাগ – খ
(v) 1909 খ্রিষ্টাব্দের মলে-মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।
অথবা, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন?
(vi) কোন পরিস্থিতিতে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর ফলাফল কী হয়েছিল ?
(vii) ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল? ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন ?
(viii) 1946 খ্রিষ্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল?
অথবা, হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও।
PART – B
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো : 1 x 24 = 24
(i) “ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয়, কমও নয়’ – উক্তিটি করেছেন –
- (a) র্যাঙ্কে
- (b) বিউরী
- (c) ই. এইচ. কার
- (d) জেমস মিল।
উত্তর:- (b) বিউরী
(ii) মিথ শব্দটি এসেছে ‘মিথোস’ থেকে যেটি একটি
- (a) রোমান শব্দ
- (b) লাতিন শব্দ
- (c) গ্রীক শব্দ
- (d) জার্মান শব্দ।
উত্তর:- (c) গ্রীক শব্দ।
(iii) দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ একটি
- (a) লোককথা
- (b) স্মৃতিকথা
- (c) কিংবদন্তী
- (d) পুরাণ বিষয়ক গ্ৰন্থ
উত্তর:- (b) স্মৃতিকথা।
(iv) পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল –
- (a) ভারতীয় জাদুঘর
- (b) লুভ্যর মিউজিয়াম
- (c) ব্রিটিশ মিউজিয়াম
- (d) এন্নাগালডি-নান্নার জাদুঘর।
উত্তর:- (d) এন্নাগালডি-নান্নার জাদুঘর।
(v) ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন –
- (a) বিদ্যাসাগর
- (b) দেবেন্দ্রনাথ ঠাকুর
- (c) রামমোহন রায়
- (d) ডিরোজি
উত্তর:- (c) রামমোহন রায়।
(vi) ভারতের প্রথম ব্রিটিশ গভর্ণর জেনারেল ছিলেন –
- (a) রবার্ট ক্লাইভ
- (b) ওয়ারেন হেস্টিংস
- (c) স্যার জন শোর
- (d) লর্ড কর্ণওয়ালিস।
উত্তর:- (b) ওয়ারেন হেস্টিংস।
(vii) ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন –
- (a) দয়ানন্দ সরস্বতী
- (b) গোবিন্দ রানাডে
- (c) জ্যোতিবা ফুলে
- (d) রামমোহন রায়।
উত্তর:- (d) রামমোহন রায়।
(viii) বোর্ড অফ রেভিনিউ গঠন করেন –
- (a) রবার্ট ক্লাইভ
- (b) ওয়ারেন হেস্টিংস
- (c) লর্ড কর্ণওয়ালিস
- (d) জন শোর
উত্তর:- (b) ওয়ারেন হেস্টিংস
(ix) নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় –
- (a) চিন ও ইংলন্ডের মধ্যে
- (b) চিন ও জাপানের মধ্যে
- (c) চিন ও ফ্রান্সের মধ্যে
- (d) চিন ও রাশিয়ার মধ্যে।
উত্তর:- (a) চিন ও ইংলন্ডের মধ্যে।
(x) এশিয়াটিক সোসাইটি করে প্রতিষ্ঠিত হয় ?
- (a) 1774
- (b) 1784
- (c) 1794
- (d) 1804
উত্তর:- (b) 1784
(xi) চিনে 4 ঠা মে আন্দোলনের নেতৃত্ব দেন –
- (a) চেন-তু-সিউ
- (b) চিয়াং কাই- শেক
- (c) সান ইয়াৎ সেন
- (d) কোয়াংশু
উত্তর:- (a) চেন-তু-সিউ।
(xii) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল –
- (a) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস
- (b) মাদ্রাজ লেবার ইউনিয়ন
- (c) গিরনি কামগর ইউনিয়ন
- (d) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন
উত্তর:- (b) মাদ্রাজ লেবার ইউনিয়ন।
(xiii) ‘তুয়াফৎ-উল-মুয়াহিদ্দিন’ কে রচনা করেন ?
- (a) রামমোহন রায়
- (b) সৈয়দ আহমেদ খান
- (c) উইলিয়াম হান্টার
- (d) থিয়োডর বেক
উত্তর:- (b) সৈয়দ আহমেদ খান।
(xiv) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :
স্তম্ভ -১ | স্তম্ভ – ২ |
---|---|
(i) এশিয়াটিক সোসাইটি | (A) এইচ. এইচ. উইলসন |
(ii) ফোর্ট উইলিয়াম কলেজ | (B) ডেভিড হেয়ার |
(iii) স্কুল বুক সোসাইটি | (C) উইলিয়াম জোন্স |
(iv) সংস্কৃত কলেজ | (D) লর্ড ওয়েলেসলি |
বিকল্প:
- (a) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
- (b) (i) – C, (ii) – B, (iii) – D, (iv) – A
- (c) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A
- (d) (i) – D, (ii) – C, (iii) – B, (iv) – A.
উত্তর:- (c) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A
(xv) মুসলিম লিগের প্রতিষ্ঠাতা হলেন –
- (a) আগা খাঁ
- (b) সলিমউল্লাহ
- (c) মহম্মদ আলি জিন্না
- (d) সৈয়দ আহমেদ খান
উত্তর:- (b) সলিমউল্লাহ।
(xvi) গান্ধিজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হয়েছিল –
- (a) 1917 খ্ৰী:
- (b) 1918 খ্রি.
- (c) 1919 খ্ৰী:
- (d) 1920 খ্রী:
উত্তর:- (b) 1918 খ্রি.।
(xvii) ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন –
- (a) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- (b) চিত্তপসাদ চট্টোপাধ্যায়
- (c) বিজন ভট্টাচার্য
- (d) ভবানী ভট্টাচার্য
উত্তর:- (c) বিজন ভট্টাচার্য।
(xviii) ‘ভারত শ্রমজীবী’ পত্রিকার সম্পাদক ছিলেন –
- (a) শশীপদ ব্যানার্জী
- (b) মতিলাল শীল
- (c) গান্ধিজি
- (d) সরোজিনী নাইডু
উত্তর:- (a) শশীপদ ব্যানার্জী।
(xix) কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল ?
- (a) দিল্লী
- (b) শীনগর
- (c) সাহারানপুর
- (d) অমৃতসর
উত্তর:- (d) অমৃতসর।
(xx) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন?
- (a) লিনলিথগো
- (b) এটলি
- (c) ক্রিপস
- (d) মাউন্টবাটেন
উত্তর:- (a) লিনলিথগো।
(xxi) আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটি হল –
- (a) আইজল
- (b) দিস
- (c) ইম্ফল
- (d) কোহিমা
উত্তর:- (d) কোহিমা।
(xxii) মন্ত্রী মিশন ভারতে এসেছিল –
- (a) 1942-এ.
- (b) 1944-এ
- (c) 1945-এ
- (d) 1946-এ
উত্তর:- (d) 1946-এ।
(xxiii) ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন –
- (a) চক্রবর্তী রাজাগোপালাচারী
- (b) লর্ড মাউন্টব্যাটেন
- (c) জওহরলাল নেহরু
- (d) বল্লভভাই প্যাটেল
উত্তর:- (b) লর্ড মাউন্টব্যাটেন।
(xxiv) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :
স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
---|---|
(i) ইন্দোনেশিয়া | (A) ক্লিমেন্ট এটলি |
(ii) জাপান | (B) রুজভেল্ট |
(iii) ইংল্যান্ড | (C) ডঃ সুকর্ণ |
(iv) ইউ. এস. এ. | (D) হিদেকি তোজো। |
বিকল্প:
- (a) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A
- (b) (i) – C, (ii) – A, (iii) – D, (iv) – B
- (c) (i) – C, (ii) – D, (iii) – A, (iv) – B
- (d) (i) – A, (ii) – B, (iii) – C, (iv) – D.
উত্তর:- (c) (i) – C, (ii) – D, (iii) – A, (iv) – B
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16
(i) রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়েছিল ?
(ii) কর্নওয়ালিশ কোড কী ?
অথবা, সূর্যাস্ত আইন কী?
(iii) গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?
অথবা, আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
iv) অবশিল্পায়ন কী ?
অথবা, কোন চার্টার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়?
(v) ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন ?
অথবা, পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত?
(vi) কুয়ো-মিং-টাং দলের প্রতিষ্ঠাতা কে ?
(vii) স্বামী বিবেকানন্দের লেখা যে কোনো একটি গ্রন্থের নাম লেখো।
অথবা, চুঁইয়ে পড়া নীতি কী?
(viii) পিকিং কনভেনশন কবে আহূত হয়েছিল ?
(ix) বারদৌলি সত্যাগ্রহ সূচনা করেন কে ?
(x) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?
অথবা, স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন?
(xi) সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘোষণা করেছিলেন?
(xii) ‘শত দিবসের সংস্কার’ কী?
(xiii) তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
অথবা, রশিদ আলি দিবস কবে পালিত হয়েছিল?
(xiv) ১৯৪২ সালে ‘অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন’ কে প্রতিষ্ঠা করেন?
(xv) মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল?
(xvi) ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?
অথবা, ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে ?