দেখে নেওয়া যাক একনজরে ভারতের ইতিহাসের কিছু তথ্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসের নিরীখে TET পরীক্ষার জন্য।
একনজরে ভারতের ইতিহাসের কিছু তথ্য
- 1. বৈদিকযুগে প্রচলিত মুদ্রার নাম মনা ও নিষ্ক।
- 2. কল্পসূত্র ভদ্রবাহুর রচনা।
- 3. মোগল যুগে ভারতে সরকারি ভাষা ছিল ফারসি ভাষা।
- 4. জাহাঙ্গিরের দরবারে ‘ইংলিশ খান’ নামে পরিচিত ছিলেন উইলিয়াম হকিন্স। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে জাহাঙ্গিরের রাজসভায় আসেন।
- 5. ঔরঙ্গজেবের মৃত্যু হয় ১৭০৭ খ্রি.।
- 6. শিবাজির মৃত্যু হয় ১৬৮০ খ্রি.।
- 7. তানসেন মোগল সম্রাট আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সংগীতজ্ঞ ছিলেন।
- 8. সম্রাট জাহাঙ্গির পঞ্চম শিখগুরু অর্জুনকে প্রাণদণ্ড দেন।
- 9. আকবরের মাতার নাম ছিল হামিদাবানু।
- 10. মোগল যুগে তাম্রমুদ্রার নাম ছিল দাম।
- 11. তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ ঈশা।
- 12. ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী ছিলেন বেবাদল খাঁ।
- 13. আগ্রার দূর্গে বন্দি অবস্থায় ১৬৬৬ খ্রি. মোগল সম্রাট শাহজাহান মারা যান।
- 14. ঔরঙ্গজের নবম শিখগুরু তেগবাহাদুরকে হত্যা করেন।
- 15. ফারসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন বদায়ুনি।
- 16 শাহজাহানের পূর্ব নাম ছিল খুররম, তাঁকে শাজাহান উপাধিতে ভূষিত করেন জাহাঙ্গির।
- 17. সিন্ধু সভ্যতার অন্যতম নগর ‘বনওয়ালি’ হরিয়ানায় অবস্থিত।
- 18. আর্যদের আকাশের দেবতা ছিল দ্যৌঃ।
- 19. অলবিরুনির প্রকৃত নাম ছিল আবুরিহান।
- 20. সৈয়দ বংশের শেষ সুলতান আলাউদ্দিন আলমশাহ।
- 21. মধুবনলিপি হর্ষবর্ধনকে নিয়ে লেখা।
- 22. বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হাসান গঙ্গু। সিংহাসনে আরোহণ করে আলাউদ্দিন বাহমান শাহ উপাধি নেন।
- 23. ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয় ১৮০০ খ্রিস্টাব্দে।
- 24. মুর্শিদাবাদে বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন মুর্শিদকুলি খাঁ।
- 25. বেদপাঠের জন্য যে বিদ্যার প্রয়োজন হয় তাকে বেদাঙ্গ বলে।
- 26. জৈনধর্মে শ্বেতাম্বর সম্প্রদায়ের নেতা ছিলেন স্থলভদ্র।
- 27. বৌদ্ধধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় রচিত।
- 28. ষোড়শ মহাজনপদের ‘মল্ল’ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল।
- 29. দক্ষিণ ভারত -এ অবস্থিত একমাত্র ষোড়শ মহাজনপদ হল অস্মক।
- 30. মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ।
- 31. মৌর্য সাম্রাজ্যের পর মগধ -এ শুঙ্গ বংশ শাসন করে।
- 32. বৌদ্ধধর্মের ইতিহাসে কনিষ্ক দ্বিতীয় অশোক নামে পরিচিত।
- 33. কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্বোক।
- 34. চালুকাদের প্রথম রাজধানী ছিল বাতাপি।
- 35. চাঁদবরদাই রাজা পৃথ্বীরাজের সভাকবি ছিলেন।
- 36. সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া দিল্লির আলো বলে পরিচিত ছিলেন।
- 37. চেঙ্গিস খাঁর অপর নাম ছিল তেমুচিন।
- 38. ময়ূর সিংহাসন নিয়ে গিয়েছিলেন নাদির শাহ (সমরকান্দি)।
- 39. মহারাষ্ট্রে পরমহংসমন্ডলী প্রতিষ্ঠা করেন গোপালহরি দেশমুখ।
- 40. লর্ড লিটনের আমলে ‘কালা কানুন’ বা ‘কোড অব ক্রিমিনাল ল’ পাস হয়।
- 41. আলিপুর বোমা মামলায় আসামিদের পক্ষে উকিল ছিলেন চিত্তরঞ্জন দাশ।
- 42. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ মঙ্গল পান্ডে।
- 43. গান্ধিজির অসহযোগ আন্দোলনের আদর্শ প্রতীক ছিল চরকা।
- 44. সূর্য সেন ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ নামক স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করেন।
- 45. মিতাক্ষরা রচনা করেন বিজ্ঞানেশ্বর।
- 46. অজন্তা গুহামন্দির নির্মিত হয় চোল রাজাদের আমলে।
- 47. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ।
- 48. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ শাসক তৃতীয় গোবিন্দ।
- 49. বরবুদুরের স্তূপ যবদ্বীপে অবস্থিত।
- 50. ভারতীয় জনগণকে নেগ্রিটো, অস্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, মঙ্গোলয়েড, আলপিনয়েড ও আর্য এই ছয়ভাগে ভাগ করা হয়েছে।
- 51. তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ সিংহ।
- 52. নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ।
- 53. নন্দ বংশের শেষ রাজা ধননন্দ।
- 54. কাশ্মীরের সুলতান জয়নাল আবেদিনকে ‘কাশ্মীরের আকবর’ বলা হয়।
- 55. সুলতান হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়।
- 56. বাংলার প্রথম গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস।
- 57. স্যার সৈয়দ আহম্মদ খাঁ অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন।
- 58. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ওয়েলেসলি।
- 59. নানাসাহেব ছিলেন কানপুর বিদ্রোহের নায়ক।
- 60. ভারতে প্রথম প্রকাশিত ইংরেজি সংবাদপত্র বেঙ্গল গেজেট।
- 61. লর্ড ডালহৌসির সময় রেলপথের প্রবর্তন ও ডাকব্যবস্থা চালু হয়।
- 62. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
- 63. স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন দাশ।
- 64. গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল।
- 65. ইংরেজরা হল মৌমাছির জাত, বিরক্ত করলে এরা হুল বিঁধিয়ে দেবে – উদ্ভিটি করেন বাংলার নবাব আলিবর্দি খাঁ।
- 66. আলাউদ্দীন খিলজি প্রথম রেশন ব্যবস্থা চালু করেন।
- 67. ‘পবনদূতম’ গ্রন্থের রচয়িতা ধোয়ী।
- 68. অমৃতসরের স্বর্ণমন্দিরটি নির্মাণ করেন গুরু অর্জুন সিং।
- 69. প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর।
- 70. আমির খসরু বলেছেন— ‘ভারতীয় সংগীত শধু মানুষকে নয়, প্রাণীদেরও মুগ্ধ করে।
- 71. ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম ফাঁসিতে শহিদ ক্ষুদিরাম বসুর জন্ম মহুবনি গ্রামে।
- 72. মোগল সম্রাট জাহাঙ্গির ‘গাজি’ উপাধি গ্রহণ করেন।
- 73. স্বামী বিবেকানন্দ স্বদেশভূমিকে বলেন- শৈশবের ক্রীড়াভূমি, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী’
- 74. ঋগ্বেদ -এ দশ রাজার যুদ্ধের কথা লিপিবদ্ধ আছে।
- 75. সূর্যাস্ত আইন প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিশ।
- 76. গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন স্বামী শ্রদ্ধানন্দ।
- 77. জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন।
- 78. সিকান্দর শাহ লোদির প্রকৃত নাম ছিল নিজাম খাঁ।