দশম শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Madhyamik ABTA Test Paper 2024 History Page 300 প্রশ্নটি সমাধান করা হল।
HISTORY 300
বিভাগ- ‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১×২০=২০
১.১ সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় – (ক) ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চ (খ) ১৯৭৬ খ্রিস্টাব্দে ৮ মার্চ (গ) ১৯৭৭ খ্রিস্টাব্দে ৮ মার্চ (ঘ) ১৯৭৮ খ্রিস্টাব্দে ৮ মার্চ।
গ
১.২ ‘জীবনের ঝরাপাতা’ হল একটি – (ক) উপন্যাস (খ) স্মৃতিকথা (গ) আত্মজীবনী (ঘ) নাটক।
খ
১.৩ হরিনাথ মজুমদারের সম্পাদনায় প্রকাশিত হত – (ক) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা (খ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা (গ) সোমপ্রকাশ পত্রিকা (ঘ) বঙ্গদর্শন পত্রিকা।
ক
১.৪ ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল – (ক) হিন্দু কলেজ (খ) স্কটিশচার্য কলেজ (গ) বিদ্যাসাগর কলেজ (ঘ) বেথুন কলেজ।
ঘ
১.৫ ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন – (ক) কেশবচন্দ্র সেন (খ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ) রামমোহন রায়।
খ
১.৬ ‘উলঘুলান’ শব্দের অর্থ হল – (ক) ভয়ঙ্কর বিশৃঙ্খলা (খ) বিপ্লব (গ) বিদ্রোহ (ঘ) গণসংগ্রাম।
ক
১.৭ ‘জমি হল আল্লাহর দান’ – কথাটি বলেছিলেন – (ক) তিতুমির (খ) নোয়া মিঞা (গ) দুদু মিঞা (ঘ) শরিয়ৎ উল্লাহ্।
গ
১.৮ ‘এইটটিন ফিফটি সেভেন’ গ্রন্থটি রচনা করেন – (ক) ড. রমেশচন্দ্র মজুমদার (খ) ড. সুরেন্দ্রনাথ সেন (গ) ড. এ মাহাতো (ঘ) পিসি যোশি।
খ
১.৯ ‘জমিদার সভার’ সভাপতি ছিলেন – (ক) দ্বারকানাথ ঠাকুর (খ) রাজা রাধাকান্ত দেব (গ) প্রসন্নকুমার ঠাকুর (ঘ) দুর্গাপ্রসাদ পঞ্চানন।
খ
১.১০ ‘বন্দে মাতরম’ সংগীতটি রচিত হয় – (ক) ১৮৭০ খ্রিস্টাব্দ (খ) ১৮৭৫ খ্রিস্টাব্দ (গ) ১৮৭৬ খ্রিস্টাব্দ (ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দ।
গ
১.১১ প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হল – (ক) শিশু শিক্ষা (খ) অন্নদামঙ্গল (গ) প্রতাপাদিত্য চরিত্র (ঘ) বর্ণপরিচয়।
খ
১.১২ ‘ভারতের বিজ্ঞানাচার্য’ বলা হয় – (ক) সত্যেন্দ্রনাথ বসুকে (খ) প্রফুল্লচন্দ্র রায়কে (গ) মেঘনাদ সাহাকে (ঘ) জগদীশচন্দ্র বসুকে।
ঘ
১.১৩ ‘মোপালা কৃষক বিদ্রোহ’ হয়েছিল – (ক) ১৯২১ খ্রিস্টাব্দ (খ) ১৯২৩ খ্রিস্টাব্দ (গ) ১৯২৫ খ্রিস্টাব্দ (ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দ।
ক
১.১৪ ভারতের ‘দ্বিজ’ পার্টি বলে পরিচিত – (ক) জাতীয় কংগ্রেস (খ) কমিউনিস্ট পার্টি (গ) মুসলিম লিগ (ঘ) র্যাডিকাল ডেমোক্রেটিক পার্টি।
খ
১.১৫ AITUC এর প্রথম সম্পাদক ছিলেন – (ক) জয়প্রকাশ নারায়ণ (খ) আর এস নিম্বকার (গ) দেওয়ান চমনলাল (ঘ) লালা লাজপত রায়।
গ
১.১৬ ‘বাংলার অগ্নিকন্যা’ নামে খ্যাত ছিলেন – (ক) বীণা দাস (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার (গ) মাতঙ্গিনী হাজরা (ঘ) কল্পনা দত্ত।
ঘ
১.১৭ ‘অলিন্দ যুদ্ধ’ হয়েছিল – (ক) ১৯৩০ খ্রিস্টাব্দ (খ) ১৯৩২ খ্রিস্টাব্দ (গ) ১৯৪০ খ্রিস্টাব্দ (ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দ।
ক
১.১৮ ভারতে দলিত আন্দোলনের ‘পথপ্রদর্শক’ ছিলেন – (ক) ড. বি আর আম্বেদকর (খ) জ্যোতিবা ফুলে (গ) মহাত্মা গান্ধী (ঘ) শ্রী নারায়ণ গুরু।
ক
১.১৯ দেশীয় রাজ্য দপ্তরের প্রধান ছিলেন – (ক) জওহরলাল নেহেরু (খ) ড. রাজেন্দ্র প্রসাদ (গ) চক্রবর্তী রাজা গোপালাচারি (ঘ) বল্লভভাই প্যাটেল।
ঘ
১.২০ ‘দ্য মার্জিন্যাল মেন’ গ্রন্থটির রচয়িতা হলেন – (ক) খুশবন্ত সিং (খ) প্রফুল্লকুমার চক্রবর্তী (গ) অতীন বন্দ্যোপাধ্যায় (ঘ) সলমন রুশদি। খ
বিভাগ-‘খ’
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : ১x১৬=১৬
(প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) : ১×৪=৪
উপবিভাগ : ২.১ একটি বাক্যে উত্তর দাও:
(২.১.১) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের নেতা কে ছিলেন?
কেশবচন্দ্র সেন
(২.১.২) ‘দামিন-ই কোহ্’ কথাটির অর্থ কী?
পাহাড়ের প্রান্তদেশ
(২.১.৩) ‘ভারতমাতা’ চিত্রটির পূর্ব নাম কী ছিল?
বঙ্গমাতা
(২.১.৪) ‘ফরওয়ার্ড ব্লক’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৩৯ সালে
উপবিভাগ: ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো
(২.২.১) ‘সোম প্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়।
ভুল, দ্বারকানাথ বিদ্যাভূষণ
(২.২.২) ১৮৫৬ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাস করেন।
ঠিক
(২.২.৩) হিকির ‘বেঙ্গল গেজেট’ ছিল একটি মাসিক পত্রিকা।
ভুল, সাপ্তাহিক পত্রিকা
(২.২.৪) ‘মতুয়া মহাসংঘ’ প্রতিষ্ঠা করেন শ্রী হরিচাঁদ ঠাকুর।
ঠিক
উপবিভাগ: ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১×৪-৪
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (১) ‘একা’ আন্দোলন
(২.৩.২) গগনেন্দ্রনাথ ঠাকুর (২) দীপালি সংঘ
(২.৩.৩) মাদারি পাশি (৩) নীল বিদ্রোহ
(২.৩.৪) লীলা নাগ রায় (৪) ব্যঙ্গ চিত্র
(২.৩.১)-৩, (২.৩.২)-৪, (২.৩.৩)-১, (২.৩.৪)-২
উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো: (২.৪.১) মুণ্ডা বিদ্রোহের এলাকা। (২.৪.২) মহাবিদ্রোহের কেন্দ্র – ঝাঁসি (২.৪.৩) আইন অমান্য আন্দোলনের কেন্দ্র ডান্ডি (২.৪.৪) দেশীয় রাজ্য জুনাগড়।
উপবিভাগ: ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
(২.৫.১) বিবৃতি : সোমপ্রকাশ ছিল বাংলাভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা।
ব্যাখ্যা-১: এই পত্রিকার সম্পাদক ছিলেন একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা।
ব্যাখ্যা-২: সমকালীন পত্রিকাগুলির মধ্যে সোমপ্রকাশই প্রথম রাজনৈতিক আলোচনার সূত্রপাত করে।
ব্যাখ্যা-৩: এই পত্রিকা রাজনৈতিক নেতাদের সমালোচনা করত।
ব্যাখ্যা ২
(২.৫.২) বিবৃতি : নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল।
ব্যাখ্যা-১: এই আন্দোলনের কোনো সংগঠন ছিল না।
ব্যাখ্যা-২: এই আন্দোলন ব্রিটিশরা সমর্থন করেনি।
ব্যাখ্যা- ৩: এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
ব্যাখ্যা ৩
(২.৫.৩) বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন।
ব্যাখ্যা-১: রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতি প্রেমিক ছিলেন।
ব্যাখ্যা-২: তিনি শুধুমাত্র প্রকৃতি শিক্ষার উপর জোর দিতেন।
ব্যাখ্যা-৩: রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়।
ব্যাখ্যা ৩
(২.৫.৪) বিবৃতি : ব্রিটিশ সরকার ১৯২৯ খ্রিস্টাব্দের মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল।
ব্যাখ্যা-১: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা-২: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা।
ব্যাখ্যা-৩: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
ব্যাখ্যা ২