দশম শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Madhyamik ABTA Test Paper 2024 History Page 659 প্রশ্নটি সমাধান করা হল।
HISTORY 659
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১×২০=২০
১.১ ‘চিপকো আন্দোলন’ নিম্নলিখিত কোন রাজ্যে হয়েছিল – (ক) রাজস্থান (খ) গুজরাট (গ) উত্তরাখণ্ড (ঘ) পশ্চিমবঙ্গ।
গ
১.২ ‘অপরাজিত’ সিনেমার পরিচালক ছিলেন – (ক) ঋত্বিক ঘটক (খ) তপন সিংহ (গ) স্বপন সাহা (ঘ) সত্যজিৎ রায়। ঘ
১.৩ ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক ছিলেন – (ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ (ঘ) বিপিনচন্দ্র পাল।
ক
১.৪ ভারতবর্ষে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন – (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) ধন্দ কেশব কর্ভে (গ) বীরসালিঙ্গম পান্তলু (ঘ) বেগম রোকেয়া।
খ
১.৫ ‘বিদ্যাৎসাহিনী সভা’ তৈরি করেন – (ক) বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় (খ) রাধাকান্ত দেব (গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (ঘ) কালীপ্রসন্ন সিংহ।
ঘ
১.৬ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট হলেন – (ক) প্রীতিলতা ওয়াদ্দেদার (খ) কল্পনা দত্ত (গ) কাদম্বিনী গাঙ্গুলী (ঘ) লীলা নাগ।
গ
১.৭ “অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন – (ক) রামমোহন রায় (খ) দ্বারকানাথ ঠাকুর (গ) ডিরোজিও (ঘ) রাধাকান্ত দেব।
গ
১.৮ ‘রামকৃষ্ণ মিশন’ প্রতিষ্ঠিত হয়েছিল – (ক) ১৮৯৩ সালে (খ) ১৮৯৫ সালে (গ) ১৮৯৬ সালে (ঘ) ১৮৯৭ সালে।
ঘ
১.৯ ‘খুৎকাঠি প্রথা’ নিম্নলিখিত কোন সমাজে চালু ছিল – (ক) সাঁওতাল সমাজে (খ) মুণ্ডা সমাজে (গ) কোল সমাজে (ঘ) ভিল সমাজে।
খ
১.১০ ভারতীয় অরণ্য আইনকে প্রথমবার সংশোধন করা হয় – (ক) ১৮৬৫ সালে (খ) ১৮৭০ সালে (গ) ১৮৭৮ সালে (ঘ) ১৮৮২ সালে।
গ
১.১১ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল – (ক) বর্ণ পরিচয় (খ) অন্নদামঙ্গল (গ) আ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গোয়েজ (ঘ) মঙ্গল সমাচার।
গ
১.১২ দুর্জন সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন – (ক) চুয়াড় বিদ্রোহ (খ) কোল বিদ্রোহ (গ) মুণ্ডা বিদ্রোহ (ঘ) ভিল বিদ্রোহ।
ক
১.১৩ উত্তরপ্রদেশে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন – (ক) মঙ্গল পাণ্ডে (খ) রানি লক্ষ্মীবাঈ (গ) কুনওয়ার সিং (ঘ) জয়দয়াল সিং।
খ
১.১৪ রামমোহন রায় নিম্নলিখিত কোন ছাপাখানা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত – (ক) সংস্কৃত প্রেস (খ) বাঙালি প্রেস (গ) ইউনিটেরিয়ান প্রেস (ঘ) মথুরাপুর প্রেস।
গ
১.১৫ ‘কংগ্রেস সমাজতান্ত্রি দলের নেতা ছিলেন – (ক) চিত্তরঞ্জন দাস (খ) অরবিন্দ ঘোষ (গ) জয়প্রকাশ নারায়ণ (ঘ) সুভাষচন্দ্র বসু।
গ
১.১৬ ‘নারী সত্যাগ্রহ সমিতি’ গড়ে তোলেন – (ক) ঊর্মিলা দেবী (খ) বাসন্তী দেবী (গ) ননীবালা দেবী (ঘ) সরোজিনী নাইডু।
খ
১.১৭ অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন – (ক) সর্দার বল্লভভাই প্যাটেল (খ) জওহরলাল নেহেরু (গ) মৌলানা আজাদ (ঘ) মণিবেন প্যাটেল।
খ
১.১৮ ফুলতার কার ছদ্মনাম – (ক) উর্মিলা দেবী (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার (গ) লীলা রায় (ঘ) কল্যাণী দাস। খ
১.১৯ ‘ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থটির লেখক – (ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (খ) দক্ষিণারঞ্জন বসু (গ) বীণা দাস (ঘ) লীলা মজুমদার।
খ
১.২০ ভারতীয় পার্লামেন্ট কত সালে ‘সরকারি ভাষা আইন’ পাশ করে – (ক) ১৯৫৯ সালে (খ) ১৯৬০ সালে (গ) ১৯৬৩ সালে (৪) ১৯৬৫ সালে।
গ
বিভাগ-‘খ’
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অনন্ত একটি প্রশ্নের উত্তর দাও) : ১x১৬=১৬
উপবিভাগ: ২.১ একটি বাক্যে উত্তর দাও:
(২.১.১) ‘পীঠের দেশ’ ‘Land of cakes’ কোন দেশকে বলা হয়?
সুইজারল্যান্ড
(২.১.২) ‘ভ্রমর’ পত্রিকা সম্পাদক কে ছিলেন?
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
(২.১.৩) ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোনটি?
বাহাদুরপুর
(২.১.৪) ব্রিটিশ সরকার কত সালে ‘দশম আইন’ পাশ করে।
১৮৫৯ খ্রিস্টাব্দে
উপবিভাগ: ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:
(২.২.১) শহীদ মিনারের পূর্ব নাম ছিল ‘অক্টরলোনি মনুমেন্ট’।
ঠিক
(২.২.২) নীলদর্পন নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড লঙ্ সাহেব।
ঠিক
(২.২.৩) জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর।
ভুল, রাজা রাধাকান্ত দেব
(২.২.৪) ‘শিশু শিক্ষা’ গ্রন্থটির রচয়িতা ছিলেন আনন্দকিশোর সেন।
ভুল, মদনমোহন তর্কালঙ্কার
উপবিভাগ: ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১×৪=৪
‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.৩.১) অরবিন্দ ঘোষ (১) বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
(২.৩.২) স্বামী বিবেকানন্দ (২) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
(২.৩.৩) তারকনাথ পালিত (৩) নব্যবেদান্ত
(২.৩.৪) বিজয়কৃষ্ণ গোস্বামী (৪) নব্য ব্রাহ্মণ্যবাদ
(২.৩.১)-১, (২.৩.২)-৩, (২.৩.৩)-২, (২.৩.৪)-৪
উপবিভাগ: ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো: (২.৪.১) নীল বিদ্রোহের কেন্দ্র- নদীয়া। (২.৪.২) মহাবিদ্রোহের কেন্দ্র-দিল্লি। (২.৪.৩) মুণ্ডা বিদ্রোহের এলাকা। (২.৪.৪) আইন অমান্য আন্দোলনের কেন্দ্র – ডান্ডি।
উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
(২.৫.১) বিবৃতি : রামকৃষ্ণের সমন্বয়বাদী মত প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল।
ব্যাখ্যা-১: শ্রী রামকৃষ্ণের শিষ্য বিবেকানন্দ নব্য বৈদান্তিক মতের প্রচলন করেন।
ব্যাখ্যা-২: শ্রী রামকৃষ্ণের মতবাদ ছিল সহজ, সরল ও সমন্বয়ধর্মী।
ব্যাখ্যা-৩: তিনি ধর্মের পরিশুদ্ধি চেয়েছিলেন।
ব্যাখ্যা ২
(২.৫.২) বিবৃতি : ‘ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানাগুলির ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায়।
ব্যাখ্যা-১: পাঠ্যপুস্তক ও শিশুশিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল।
ব্যাখ্যা-২: ছাপাখানা প্রতিষ্ঠা বিশেষভাবে লাভজনক হয়ে ওঠে।
ব্যাখ্যা-৩: ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কোম্পানির শাসনের অবসান ঘটে।
ব্যাখ্যা ১
(২.৫.৩) বিবৃতি: ‘একা’ আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে।
ব্যাখ্যা-১: এটি ছিল ব্যক্তিগত আন্দোলন।
ব্যাখ্যা-২: একটি ছিল কৃষক আন্দোলন।
ব্যাখ্যা-৩: এটি ছিল শ্রমিক আন্দোলন।
ব্যাখ্যা ২
(২.৫.৪) বিবৃতি : ১৯২৮ খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস’ পার্টি’ প্রতিষ্ঠা করেন।
ব্যাখ্যা-১: শ্রমিক ও কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য।
ব্যাখ্যা-২: ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য।
ব্যাখ্যা-৩: শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল করার জন্য।
ব্যাখ্যা ৩