২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

Madhyamik ABTA Test Paper 2024 History Page 841

দশম শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Madhyamik ABTA Test Paper 2024 History Page 841 প্রশ্নটি সমাধান করা হল।

HISTORY 841

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১×২০=২০

১.১ আদি রসগোল্লার সৃষ্টিকর্তা হলেন – (ক) নবীনচন্দ্র দাস (খ) হরিপদ ভৌমিক (গ) হারাধন ময়রা (ঘ) শম্ভুচরণ ময়রা।

১.২ প্রথম ভারতীয় চলচ্চিত্র ‘রাজা হরিশ্চন্দ্র’-এর পরিচালক ছিলেন – (ক) দাদাসাহেব ফালকে (খ) সত্যজিৎ রায় (গ) ঋত্বিক ঘটক (ঘ) জ্যোতিষ ব্যানার্জি।

১.৩ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক হলেন – (ক) দীনবন্ধু মিত্র (খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (গ) গিরিশ ঘোষ (ঘ) অক্ষয়কুমার দত্ত।

১.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন – (ক) লর্ড লিটন (খ) লর্ড ডালহৌসি (গ) উইলিয়াম কোলভিল (ঘ) লর্ড ক্যানিং

১.৫ হুগলীর ইমামবাড়া হাসপাতাল নির্মিত হয় – (ক) রামমোহন রায় (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) হাজি মহম্মদ মহসিন (ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুরের দানের অর্থে।

১.৬ ‘বাংলার ওয়াটটাইলার’ নামে পরিচিত – (ক) ঈশানচন্দ্র রায় ও ক্ষুদি মোল্লা। (খ) দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস (গ) করিম শাহ (ঘ) বিরসা মুণ্ডা।

১.৭ গুণ্ডা ধুর ছিলেন – (ক) কোল (খ) ভিল (গ) চুয়াড় (ঘ) বাস্তার বিদ্রোহের নেতা।

১.৮ ‘উর্দিধারী কৃষক’ বলা হত – (ক) নীল বিদ্রোহে অংশগ্রহণকারীদের (খ) সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণকারীদের (গ) সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারীদের (ঘ) মুন্ডা বিদ্রোহে অংশগ্রহণকারীদের।

১.৯ ‘ব্রিটিশ ভারতসভা’ প্রতিষ্ঠিত হয় – (ক) ১৮৩৮ খ্রিস্টাব্দে (খ) ১৮৪৯ খ্রিস্টাব্দে। (গ) ১৮৫১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দে।

১.১০ ‘আনন্দমঠ’ উপন্যাসে বিদ্রোহের নেতা ছিলেন – (ক) নিত্যানন্দ (খ) গোরা (গ) সত্যানন্দ (ঘ) কৃষ্ণদয়াল।

১.১১ গঙ্গাকিশোর ভট্টাচার্যকে ‘বাঙালির পুস্তক প্রকাশকদিগের ব্রহ্মা’ বলেছেন – (ক) রামমোহন রায় (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (গ) সুকুমার সেন (ঘ) পঞ্চানন কর্মকার।

১.১২ ‘জাতীয় বিজ্ঞান চর্চার জনক’ বলা হয় – (ক) জগদীশচন্দ্র বসু (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) আশুতোষ মুখোপাধ্যায় (ঘ) মহেন্দ্রলাল সরকারকে।

১.১৩ বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল – (ক) বিহারে (খ) যুক্ত প্রদেশ (গ) বাংলাতে (ঘ) গুজরাটে।

১.১৪ ‘হালি’ প্রথা চালু ছিল – (ক) বাংলা (খ) গুজরাট (গ) অযোধ্যা (ঘ) পাঞ্জাবে।

১.১৫ ‘গণবাণী’ পত্রিকার সম্পাদক ছিলেন – (ক) কাজি নজরুল ইসলাম (খ) এস এ ডাঙ্গে (গ) মুজফ্ফর আহমেদ (ঘ) আর এস নিম্বকর।

১.১৬ ‘অপারেশন ফ্রিডম’ শুরু করে – (ক) অনুশীলন সমিতি (খ) যুগান্তর দল (গ) বেঙ্গল ভলান্টিয়ার্স (ঘ) আজাদ হিন্দ বাহিনী।

১.১৭ ‘মতুয়া মহাসংঘ’ প্রতিষ্ঠা করেন – (ক) হরিচাঁদ ঠাকুর (খ) গুরুচাঁদ ঠাকুর (গ) যোগেন্দ্রনাথ মণ্ডল (ঘ) রাজেন্দ্রলাল মণ্ডল।

১.১৮ ‘নারী কর্মমন্দির’ প্রতিষ্ঠা হয় – (ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯২১ খ্রিস্টাব্দে (গ) ১৯২২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে।

১.১৯ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন – (ক) কে এম পানিক্কর (খ) ফজল আলি (গ) হৃদয়নাথ কুজুরু (ঘ) ভি পি মেনন।

১.২০ দেশীয় রাজ্য ছিল না – (ক) বোম্বে (খ) ভূপাল (গ) হায়দরাবাদ (ঘ) জয়পুর।

বিভাগ-‘খ’

২। যে কোনো যোলোটি প্রশ্নের উত্তর দাও: (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও): ১৬×১=১৬

উপবিভাগ: ২.১ একটি বাক্যে উত্তর দাও:

(২.১.১) জওহরলাল নেহেরু ও কন্যা ইন্দিরা গান্ধীর মধ্যেকার চিঠিপত্রের আদানপ্রদানের হিন্দি অনুবাদ কে করেন?

মুনসি প্রেমচাঁদ

(২.১.২) ‘ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থটি কার লেখা?

দক্ষিণারঞ্জন বসু

(২.১.৩) কোন পত্রিকাকে ‘গ্রামীণ সংবাদপত্রের জনক’ বলে?

গ্ৰামবার্তা প্রকাশিকা পত্রিকা

(২.১.৪) কে বাংলায় ‘নব্য বৈষ্ণব’ আন্দোলনের সূচনা করেন?

বিজয়কৃষ্ণ গোস্বামী

উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:

(২.২.১) হেয়ার স্কুলের পূর্বনাম ছিল ‘পটলডাঙা অ্যাকাডেমি’।

ঠিক

(২.২.২) দুদুমিঞার অনুগামীরা নিজেদের ‘হেদায়তি’ নামে অভিহিত করতেন।

ভুল, তিতুমীরের অনুগামীরা

(২.২.৩) কার্ল মার্কস মহাবিদ্রোহকে ‘সামন্তশ্রেণির সংগ্রাম’ বলেছেন।

ভুল, জাতীয় বিদ্রোহ

(২.২.৪) দেবেন্দ্রনাথ ঠাকুর ‘ভুবনডাঙার’ নতুন নামকরণ করেন ‘বোলপুর’।

ঠিক

উপবিভাগ: ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:

        ‘ক’ স্তম্ভ                                ‘খ’ স্তম্ভ

(২.৩.১) মজনু শাহ                (১) ১৮৭০ খ্রিস্টাব্দ

(২.৩.২) পাবনা বিদ্রোহ           (২) ১৮৭৫ খ্রিস্টাব্দ

(২.৩.৩) ইন্ডিয়া লিগ              (৩) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ

(২.৩.৪) নবগোপাল মিত্র         (৪) হিন্দুমেলা

(২.৩.১)-৩, (২.৩.২)-১, (২.৩.৩)-২, (২.৩.৪)-৪

উপবিভাগ: ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :

(২.৪.১) বিহারের চম্পারণ (২.৪.২) বারদৌলি (২.৪.৩) রবীন্দ্রনাথের শান্তিনিকেতন (২.৪.৪) দেশীয় রাজ্য কাশ্মীর।

উপবিভাগ: ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

(২.৫.১) বিবৃতি : আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে মিল হয়।

ব্যাখ্যা-১: কৃষকদের স্বার্থরক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচি ভূক্ত হয়।

ব্যাখ্যা-২: কৃষক সম্প্রদায় এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল।

ব্যাখ্যা- ৩: আন্দোলনে কৃষকের মজুরের বিষয়টি জোর দেওয়া হয়।

ব্যাখ্যা ১

(২.৫.২) বিবৃতি : সরলাদেবী চৌধুরানী ‘লক্ষ্মীর ভাণ্ডার’ স্থাপন করেন।

ব্যাখ্যা-১: তাঁর উদ্দেশ্য ছিল দরিদ্রদের সাহায্য করা।

ব্যাখ্যা-২: তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানো।

ব্যাখ্যা-৩: তাঁর উদ্দেশ্য ছিল ব্রিটিশদের অর্থ সাহায্য করা।

ব্যাখ্যা ২

(২.৫.৩) বিবৃতি : কলকাতায় ১৯০৬ খ্রিস্টাব্দে ‘অনুশীলন সমিতি’ গড়ে ওঠে।

ব্যাখ্যা- ১: এর মূল উদ্দেশ্য ছিল সমাজ সেবা করা।

ব্যাখ্যা-২: এর মূল উদ্দেশ্য ছিল দেশের বাইরে বিপ্লবী আন্দোলন সংগঠিত করা।

ব্যাখ্যা-৩: এর মূল উদ্দেশ্য ছিল দেশের মধ্যে বিপ্লবী আন্দোলন পরিচালনা করা।

ব্যাখ্যা ৩

(২.৫.৪) বিবৃতি: সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ১৯২৮ খ্রিস্টাব্দে ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ গঠিত হয়।

ব্যাখ্যা-১: এর উদ্দেশ্য ছিল কংগ্রেস নেতা গান্ধীজিকে অভিবাদন জানানো।

ব্যাখ্যা-২: এর উদ্দেশ্য ছিল আম্বেদকরকে বিশেষ অভিবাদন জানানো।

ব্যাখ্যা-৩: এর উদ্দেশ্য ছিল কংগ্রেস সভাপতি মতিলাল নেহেরুকে অভিবাদন জানানো।

ব্যাখ্যা ১

Leave a Comment