২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের সাজেশন্ ভিত্তিক পিডিএফ নোটস্ নেওয়ার জন্য যোগাযোগ করুণ (দাম প্রতি ক্লাস ৯৯ টাকা)।

👉Chat on WhatsApp

Madhyamik ABTA Test Paper 2024 History Page 887

দশম শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Madhyamik ABTA Test Paper 2024 History Page 887 প্রশ্নটি সমাধান করা হল।

HISTORY 887

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:১×২০=২০

১.১ শৃঙ্খল ঝঙ্কার কার আত্মজীবনীর নাম – (ক) বীণা দাস (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার (গ) কল্পনা দত্ত (ঘ) মাতঙ্গিনী হাজরা।

১.২ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন – (ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (গ) বিপিনচন্দ্র পাল (ঘ) দ্বারকানাথ বিদ্যারত্ব।

১.৩ ‘নীলদর্পণ’ নাটককে ‘অ্যাংকল টমস্ কেবিন’ এর সাথে তুলনা করেছিলেন – (ক) শিশিরকুমার ঘোষ (খ) নবগোপাল মিত্র (গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) প্যারীচাঁদ মিত্র।

১.৪ প্রাচ্যবাদী সমর্থক ছিলেন – (ক) এইচ টি প্রিন্সেপ (খ) টমাস মেকলে (গ) আলেকজান্ডার ডাফ (ঘ) কলভিন।

১.৫ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন – (ক) বিজয়কৃষ্ণ গোস্বামী (খ) স্বামী বিবেকানন্দ (গ) শ্রীরামকৃষ্ণ (ঘ) কেশবচন্দ্র সেন।

১.৬ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল – (ক) কোল বিদ্রোহ (খ) ভিল বিদ্রোহ (গ) রংপুর বিদ্রোহ (ঘ) চুয়াড় বিদ্রোহ।

১.৭ ‘বাংলার নানা সাহেব’ নামে যিনি পরিচিত ছিলেন – (ক) দিগম্বর বিশ্বাস (খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (গ) রামরতন মল্লিক (ঘ) দীনবন্ধু মিত্র।

১.৮ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন – (ক) লর্ড এলগিন (খ) স্যার রবার্ট নেপিয়ার (গ) লর্ড ক্যানিং (ঘ) লর্ড মাউন্টব্যাটেন।

১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল – (ক) ভারত সভা (খ) বঙ্গভাষা প্রকাশিকা সভা (গ) ভারতের জাতীয় কংগ্রেস (ঘ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি।

১.১০ এখানে আলাদা গোত্রের উপাদান হল – (ক) ভারতমাতা (খ) গোরা (গ) আনন্দমঠ (ঘ) বর্তমান ভারত।

১.১১ বাংলার ‘প্রথম বাংলা সংবাদপত্র’ হল – (ক) ক্যালকাটা গেজেট (খ) সমাচার দর্পণ (গ) দিগদর্শন (ঘ) হিন্দু পেট্রিয়ট।

১.১২ ভারতে ‘হাফটোন’ প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন – (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (খ) সুকুমার রায় (গ) পঞ্চানন কর্মকার (ঘ) চার্লস উইলকিনস্।

১.১৩ ‘রাম্পা উপজাতি বিদ্রোহের’ নেতৃত্ব দেন – (ক) বাবা রামচন্দ্র (খ) মাদারি পাসি (গ) স্বামী বিদ্যানন্দ (ঘ) আল্লুরি সীতারাম রাজু।

১.১৪ ‘বেট্টি’ প্রথার অর্থ হল- (ক) কৃষি ঋণ (খ) বেগার শ্রমদান (গ) কৃষি পূজা (ঘ) জলসেচ প্রথা।

১.১৫ ভারতে প্রথম ‘মে দিবস’ পালিত হয় – (ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯২১ খ্রিস্টাব্দে (গ) ১৯২২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে।

১.১৬ ‘রশিদ আলি দিবস’ হিসাবে পালন করার কথা ঘোষণা করা হয় – (ক) ১১ ফেব্রুয়ারি, ১৯৪৬ (খ) ১২ ফেব্রুয়ারি, ১৯৪৬ (গ) ১১ ফেব্রুয়ারি, ১৯৪৫ (ঘ) ১২ ফেব্রুয়ারি, ১৯৪৫।

১.১৭ ভারতের ‘চিপকো’ আন্দোলন ছিল – (ক) কৃষি আন্দোলন (খ) শ্রমিক আন্দোলন (গ) নারী আন্দোলন (ঘ) পরিবেশ আন্দোলন।

১.১৮ কর্মমন্দির প্রতিষ্ঠা করেন – (ক) বাসন্তীদেবী (খ) স্বর্ণকুমারী দেবী (গ) কুমুদিনী মিত্র (ঘ) মীরা দাশগুপ্ত।

১.১৯ প্রথম ভাষাভিত্তিক প্রদেশ হল – (ক) অন্ধ্রপ্রদেশ (খ) তামিলনাডু (গ) মহারাষ্ট্র (ঘ) কেরালা।

১.২০ ‘এ ট্রেন টু পাকিস্তান’ গ্রন্থটি লিখেছেন – (ক) জওহরলাল নেহেরু (খ) ভি. পি. মেনন (গ) খুশবন্ত সিং (ঘ) সলমন রুশদি।

বিভাগ-‘খ’

২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও : (প্রতিটি উপবিভাগ থেরে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে):

উপবিভাগ: ২.১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) ‘টিনের তলোয়ার’ কার লেখা?

উৎপল দত্ত

(২.১.২) বাংলায় ওয়াহাবি আন্দোলন কার নেতৃত্বে হয়?

তিতুমীর

(২.১.৩) দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে পাশ হয়?

১৮৭৮ খ্রিস্টাব্দে

(২.১.৪) মাস্টারদা সূর্য সেন প্রতিষ্ঠিত দলটির নাম কী?

ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

 উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:

(২.২.১) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

ঠিক

(২.২.২) হিন্দুমেলার প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র।

ঠিক

(২.২.৩) মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল।

ভুল, কৃষক আন্দোলন

(২.২.৪) তিন আইন পাস হয় ১৮৭২ সালে।

ঠিক

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :-

               ‘ক’ স্তম্ভ                              ‘খ’ স্তম্ভ

(২.৩.১) খেলা যখন ইতিহাস       (১) আলেকজান্ডার ডাফ

(২.৩.২) পটলডাঙা অ্যাকাডেমি   (২) জ্যোতিবা ফুলে

(২.৩.৩) জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন  (৩) কৌশিক বন্দ্যোপাধ্যায়

(২.৩.৪) সত্যশোধক সমাজ          (৪) ডেভিড হেয়ার

(২.৩.১)-৩, (২.৩.২)-৪, (২.৩.৩)-১, (২.৩.৪)-২

উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো: (২.৪.১) নীল বিদ্রোহের কেন্দ্র – নদীয়া। (২.৪.২) মুন্ডা বিদ্রোহের কেন্দ্র – ছোটনাগপুর। (২.৪.৩) দেশীয় রাজ্য- জুনাগড়। (২.৪.৪) মহারানীর ঘোষণাপত্র পাঠের স্থান- এলাহাবাদ।

উপবিভাগ: ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

(২.৫.১) বিবৃতি : সিপাহি বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয়।

ব্যাখ্যা-১: জাতীয়তাবাদী নেতারা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল।

ব্যাখ্যা-২ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতীয়দের একাংশ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল।

ব্যাখ্যা-৩: হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল।

ব্যাখ্যা ২

(২.৫.২) বিবৃতি : উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয়।

ব্যাখ্যা-১: উনিশ শতকে সভা সমিতিগুলি দেশের চালিকা শক্তি ছিল।

ব্যাখ্যা-২: ব্রিটিশ সরকার সমিতিগুলির মতাদর্শ মেনে কাজ করত।

ব্যাখ্যা-৩: উনিশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক স্বার্থকে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে।

ব্যাখ্যা ৩

(২.৫.৩) বিবৃতি : ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষাপরিষদ গঠিত হয়।

ব্যাখ্যা-১: বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।

ব্যাখ্যা-২: কারিগরি শিক্ষার উন্নতির জন্য।

ব্যাখ্যা-৩: সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য।

ব্যাখ্যা ৩

(২.৫.৪) বিবৃতি: বাংলার নমঃশূদ্ররা ‘দলিত’ আন্দোলনে অংশগ্রহণ করেছিল।

ব্যাখ্যা-১: তাঁরা সামাজিক অবস্থানের উন্নতি চেয়েছিল। ব্যাখ্যা-২: তাঁরা নিজেদের ‘ব্রাহ্মণত্বে’র দাবি আদায় করতে চেয়েছিল।

ব্যাখ্যা-৩: তাঁরা রাজনৈতিক ক্ষমতাসহ সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা চেয়েছিল।

ব্যাখ্যা ১

Leave a Comment