পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের Madhyamik History Question Paper 2025, মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২5 উত্তরসহ আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম। MP History Question Paper 2025
| নিচে বিভাগ ‘ক’ এর, বিভাগ ‘খ’ এর (উপবিভাগ: ২.১-উপবিভাগ: ২.২-উপবিভাগ: ২.৩-উপবিভাগ: ২.৪-উপবিভাগ: ২.৫), বিভাগ ‘চ’ এর প্রশ্নগুলির উত্তর দেওয়া রয়েছে। |
মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৫ (Madhyamik History Question Paper 2025)
প্রশ্নপত্র
Time 3 Hours 15 Minutes
(First 15 minutes for reading the question paper only)
Full Marks-90 For Regular Candidates
Full Marks-100 For External Candidates
Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
[‘ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।]
(‘ক’ বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।)
বিভাগ – ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১×২০=২০
১.১ ‘বঙ্গলক্ষ্মীর ব্রতকথা’ রচনা করেন –
- (ক) সরলাদেবী চৌধুরানি
- (খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
১.২ ‘জয়শ্রী’ পত্রিকার সম্পাদিকা ছিলেন –
- (ক) লীলা নাগ
- (খ) কল্পনা দত্ত
- (গ) বাসন্তী দেবী
- (ঘ) লীলাবতী মিত্র
১:৩ সূর্যসেন শহীদ হন –
- (ক) ১৯৩০ খ্রিঃ
- (খ) ১৯৩২ খ্রিঃ
- (গ) ১৯৩৩ খ্রিঃ
- (ঘ) ১৯৩৪ খ্রিঃ
১.৪ ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে –
- (ক) ৪ঠা জুন, ১৯৪৬ খ্রিঃ
- (খ) ১৮ই জুলাই, ১৯৪৭ খ্রিঃ
- (গ) ১৪ই আগস্ট, ১৯৪৭ খ্রিঃ
- (ঘ) ১৫ই আগস্ট, ১৯৪৭ খ্রিঃ
১.৫ রাজ্য পুনর্গঠন কমিশনের (১৯৫৩) সভাপতি ছিলেন –
- (ক) এস. কে. দার
- (খ) বল্লভভাই প্যাটেল
- (গ) ভি. পি. মেনন
- (ঘ) ফজল আলি
১.৬ হালহেড রচিত ‘এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ বইটি ছাপা হয়েছিল –
- (ক) কলকাতায়
- (খ) শ্রীরামপুরে
- (গ) হুগলিতে
- (ঘ) ঢাকায়
১.৭ মাসিক ‘সন্দেশ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় –
- (ক) ১৮৯৬ খ্রিঃ
- (খ) ১৯০৪ খ্রিঃ
- (গ) ১৯০৭ খ্রিঃ
- (ঘ) ১৯১৩ খ্রিঃ
১.৮ ‘কৃষক প্রজাপার্টি’ গঠন করেছিলেন –
- (ক) বাবা রামচন্দ্র
- (খ) স্বামী সহজানন্দ
- (গ) মৌলানা ভাসানী
- (ঘ) ফজলুল হক
১.৯ স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন –
- (ক) স্বদেশি আন্দোলনে
- (খ) অসহযোগ আন্দোলনে
- (গ) আইন-অমান্য আন্দোলনে
- (ঘ) ভারত-ছাড়ো আন্দোলনে
১.১০ বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন –
- (ক) লালা লাজপত রায়
- (খ) অশ্বিনীকুমার দত্ত
- (গ) অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায়
- (ঘ) অরবিন্দ ঘোষ
১.১১ কোল বিদ্রোহ (১৮৩১-১৮৩২) দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন –
- (ক) ক্যাপ্টেন রজার্স
- (খ) ক্যাপ্টেন স্কট
- (গ) ক্যাপ্টেন উইলকিনসন
- (ঘ) মেজর উইলিয়ামস্
১.১২ ‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত ছিলেন –
- (ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
- (খ) কাদের মোল্লা
- (গ) রেভাঃ জেমস লঙ্
- (ঘ) রামরতন মল্লিক
১.১৩ ঔপনিবেশিক ভারতের প্রথম ‘রাজপ্রতিনিধি’ ছিলেন –
- (ক) ওয়ারেন হেষ্টিংস্
- (খ) লর্ড বেন্টিঙ্ক
- (গ) লর্ড ক্যানিং
- (ঘ) লর্ড মাউন্টব্যাটেন
১.১৪ বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন –
- (ক) রামমোহন রায়
- (খ) রাজা রাধাকান্ত দেব
- (গ) কালীনাথ রায়চৌধুরী
- (ঘ) মদনমোহন তর্কালঙ্কার
১.১৫ ‘বিরূপবজ্র’ গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন –
- (ক) গণেন্দ্রনাথ ঠাকুর
- (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
- (গ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
- (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১৬ প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল –
- (ক) সম্বাদ ভাস্কর
- (খ) সংবাদ কৌমুদি
- (গ) সংবাদ প্রভাকর
- (ঘ) সমাচার দর্পণ
১.১৭ ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় –
- (ক) ১৭৮০ খ্রিঃ
- (খ) ১৮১৫ খ্রিঃ
- (গ) ১৮৬৩ খ্রিঃ
- (ঘ) ১৮৭২ খ্রিঃ
১.১৮ হিন্দু মেট্রোপলিটান কলেজ (১৮৫৩ খ্রিঃ) প্রতিষ্ঠা করেন –
- (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
- (খ) রাধাকান্ত দেব
- (গ) বিদ্যাসাগর
- (ঘ) মতিলাল শীল
১.১৯ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন –
- (ক) দ্বারকানাথ ঠাকুর
- (খ) বৈষ্ণবচরণ শেঠ
- (গ) ডেভিড হেয়ার
- (ঘ) মতিলাল শীল
১.২০ ‘দ্য রিফর্মার’ পত্রিকার সম্পাদক ছিলেন –
- (ক) রামমোহন রায়
- (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
- (গ) কেশবচন্দ্র সেন
- (ঘ) প্রসন্ন কুমার ঠাকুর
বিভাগ ‘খ’
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে, মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও): ১x১৬=১৬
উপবিভাগ: ২.১
একটি বাক্যে উত্তর দাও: ১×৪=৪
- (২.১.১) একটি ‘স্থানীয় ইতিহাস’ গ্রন্থের নাম লেখো।
- (২,১.২) কোন্ বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়?
- (২.১.৩) কোন্ বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়?
- (২,১.৪) কোন্ বিদ্রোহে সুই মুণ্ডা নেতৃত্ব দেন?
উপবিভাগ: ২.২
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও: ১×৪=৪
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
|---|---|
| (২.২.১) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় | (১) কংগ্রেস সমাজতন্ত্রী দল |
| (২২.২) বিদ্যাসাগর | (২) ভারতসভা |
| (২.২.৩) মিনু মাসানি | (৩) বিপ্লবী কার্যকলাপ |
| (২,২.৪) কল্পনা দত্ত | (৪) নারী শিক্ষা |
উপবিভাগ: ২.৩
ঠিক বা ভুল নির্ণয় করো: ১×৪=৪
- (২.৩.১) স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা।
- (২.৩.২) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাশ।
- (২.৩.৩) কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি।
- (২.৩.৪) অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি. আর. আম্বেদকর।
উপবিভাগ: ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো: ১×৪=৪
- (২.৪.১) কোল বিদ্রোহের (১৮৩১-১৮৩২) এলাকা।
- (২.৪.২) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫-১৮৫৬) এলাকা।
- (২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র, লক্ষ্ণৌ।
- (২.৪.৪) মহাবিদ্রোহের (১৮৫৭) একটি কেন্দ্র, ঝাঁসি।
অথবা,
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
শূন্যস্থান পূরণ করো: ১×৪=৪
- (২.৪.২) হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন —।
- (২.৪.২) সিধু ও কানু ছিলেন — বিদ্রোহের নেতা।
- (২.৪.৩) ‘বর্তমান ভারত’ গ্রন্থটির লেখক ছিলেন —।
- (২.৪.৪) ‘ভারতসভা’ প্রতিষ্ঠিত হয়েছিল — খ্রিঃ।
উপবিভাগ: ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো: ১×৪=৪
(২.৫.১) বিবৃতি: ‘হিন্দু পেট্রিয়ট’ ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা।
ব্যাখ্যা ১: এটি ছিল, হিন্দু বিপ্লবীদের একটি মুখপত্র।
ব্যাখ্যা ২: এটি ছিল, নব্যহিন্দু আন্দোলনের একটি মুখপত্র।
ব্যাখ্যা ৩: এটি ছিল, একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র।
(2.৫.২) বিবৃতি: উনিশ শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হল নব্যবঙ্গ দলের আবির্ভাব।
ব্যাখ্যা ১: উনিশ শতকের বাংলায় ইংরেজি শিক্ষিত ছাত্ররা নব্যবঙ্গ নামে পরিচিত ছিল।
ব্যাখ্যা ২: এটি ছিল, ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুন ছাত্রদের একটি দল।
ব্যাখ্যা ৩: হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও-র ছাত্রগণ যৌথভাবে ‘নব্যবঙ্গ’ নামে পরিচিত ছিল।
(২.৫.৩) বিবৃতি : উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন।
ব্যাখ্যা ১: ঐ সময়ে পুস্তক ব্যবসাকে সম্মানীয় পেশারূপে গণ্য করা হত না।
ব্যাখ্যা ২: ঐ সময়ে বইয়ের দোকানের সংখ্যা ছিল খুবই সীমিত।
ব্যাখ্যা ৩: ঐ সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ।
(২.৫.৪) বিবৃতি: ১৯৪৯ খ্রিষ্টাব্দের জানুয়ারী মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়।
ব্যাখ্যা ১: জুনাগড় রাজ্যটির শাসক ভারতীয় ইউনিয়নে স্বেচ্ছায় যোগদান করেন।
ব্যাখ্যা ২: ভারতীয় সেনাবাহিনী জুনাগড় রাজ্যটি আক্রমণ ও দখল করে।
ব্যাখ্যা ৩: জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানে সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিভাগ ‘গ’
৩। দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি): ১১×২=২২
- ৩.১ ‘অলিন্দ যুদ্ধ’ বলতে কী বোঝায়?
- ৩.২ কী উদ্দেশ্যে ‘নারী কর্মমন্দির’ প্রতিষ্ঠিত হয়েছিল?
- ৩.৩ শেখ আবদুল্লা কে ছিলেন
- ৩.৪ ‘দার কমিশন’ (১৯৪৮) কেন গঠিত হয়েছিল?
- ৩.৫ বাংলা ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদার-এর অবদান কী ছিল?
- ৩.৬ রবীন্দ্রনাথ ঠাকুর কী উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন?
- ৩.৭ বাংলায় কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমল কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?
- ৩.৮ ‘মিরাট ষড়যন্ত্র মামলা’টি কী?
- ৩.৯ বারাসাত বিদ্রোহ ব্যর্থ হ’ল কেন?
- ৩.১০ সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫-১৮৫৬) গুরুত্ব কী?
- ৩.১১ ল্যান্ডহোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
- ৩.১২ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন?
- ৩.১৩ মানুষের খাদ্যাভাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা?
- ৩.১৪ আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদানরূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ ‘সত্তরবৎসর’ -এর গুরুত্ব কী?
- ৩.১৫ হরিনাথ মজুমদার স্মরণীয় কেন?
- ৩.১৬ লর্ড হার্ডিঞ্জ -এর শিক্ষানীতির (১৮৪৪) গুরুত্ব কী?
বিভাগ ‘ঘ’
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৪×৬=২৪
উপবিভাগ: ঘ.১
- ৪.১ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো।
- ৪.২ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কী?
উপবিভাগ: ঘ.২
- ৪.৩ বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারীদের অবদান বিশ্লেষণ করো।
- ৪.৪ বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’- এর অবদান বিশ্লেষণ করো
উপবিভাগ: ঘ.৩
- ৪.৫ মুন্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০) গুরুত্ব বিশ্লেষণ করো।
- ৪.৬ নীলবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙ্গালী সমাজের ভূমিকা কীরূপ ছিল?
উপবিভাগ: ঘ.৪
- ৪.৭ সভ্যতার বিকাশের ইতিহাসে ‘যানবাহন-যোগাযোগ ব্যবস্থার ইতিহাস’ এর গুরুত্ব বিশ্লেষণ করো।
- ৪.৮ সংবাদপত্ররূপে ‘সোমপ্রকাশ’ এর গুরুত্ব বিশ্লেষণ করো।
বিভাগ ‘ঙ’
৫। পনেরো বা ষোলটি বাক্যে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- ৫.১ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার এর ভূমিকা বিশ্লেষণ করো। বিংশ শতকে ভারতে নারী আন্দোলনে দীপালি সংঘের কিরূপ ভূমিকা ছিল?
- ৫.২ বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও।
- ৫.৩ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের (১৭৬৩-১৮০০) সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল?
(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
বিভাগ ‘চ’
৬। ৬.১ একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (যে কোনো ৪টি): ১×৪=৪
- ৬.১.১ ‘আত্মীয়সভা’ কে প্রতিষ্ঠা করেন?
- ৬.১.২ ‘যত মত, তত পথ’ এর আদর্শ কে প্রচার করেন?
- ৬.১.৩ তিতুমিরের প্রকৃত নাম কী?
- ৬.১.৪ ‘আনন্দমঠ’ উপন্যাসটি কে রচনা করেন?
- ৬.১.৫ শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠিত হয়?
- ৬.১.৬ ‘সর্দার’ উপাধিতে কে ভূষিত হন?
৬.২ দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো তিনটি): ২×৩=৬
- ৬.২.১ পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায়?
- ৬.২.২ ‘বিপ্লব’ বলতে কী বোঝায়?
- ৬.২.৩ সাঁওতাল বিদ্রোহের দু’জন নেতার নাম লেখ।
- ৬.২.৪ ‘রসিদ আলি দিবস’ কেন পালিত হয়েছিল?
- ৬.২.৫ কী উদ্দেশ্যে ‘শ্রীনিকেতন’ গড়ে ওঠে?
উত্তরপত্র
বিভাগ ‘ক’ এর প্রশ্নগুলির উত্তর
- ১.১ উত্তর:- (খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- ১.২ উত্তর:- (ক) লীলা নাগ
- ১:৩ উত্তর:- (ঘ) ১৯৩৪ খ্রিঃ
- ১.৪ উত্তর:- (খ) ১৮ই জুলাই, ১৯৪৭ খ্রিঃ
- ১.৫ উত্তর:- (ঘ) ফজল আলি
- ১.৬ উত্তর:- (গ) হুগলিতে
- ১.৭ উত্তর:- (ঘ) ১৯১৩ খ্রিঃ
- ১.৮ উত্তর:- (ঘ) ফজলুল হক
- ১.৯ উত্তর:- (খ) অসহযোগ আন্দোলনে
- ১.১০ উত্তর:- (গ) অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায়
- ১.১১ উত্তর:- (গ) ক্যাপ্টেন উইলকিনসন
- ১.১২ উত্তর:- (ঘ) রামরতন মল্লিক
- ১.১৩ উত্তর:- (গ) লর্ড ক্যানিং
- ১.১৪ উত্তর:- (গ) কালীনাথ রায়চৌধুরী
- ১.১৫ উত্তর:- (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
- ১.১৬ উত্তর:- (গ) সংবাদ প্রভাকর
- ১.১৭ উত্তর:- (ঘ) ১৮৭২ খ্রিঃ
- ১.১৮ উত্তর:- (গ) বিদ্যাসাগর
- ১.১৯ উত্তর:- (ঘ) মতিলাল শীল
- ১.২০ উত্তর:- (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
বিভাগ ‘খ’ এর প্রশ্নগুলির উত্তর
উপবিভাগ: ২.১
- (২.১.১) উত্তর:- একটি ‘স্থানীয় ইতিহাস’ গ্রন্থের নাম হল ‘নবদ্বীপের ইতিহাস’।
- (২,১.২) উত্তর:- ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়।
- (২.১.৩) উত্তর:- ১৯১৪ সালে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়।
- (২,১.৪) উত্তর:- কোল বিদ্রোহে সুই মুণ্ডা নেতৃত্ব দেন।
উপবিভাগ: ২.২
উত্তর:- ২.৩.১-২, ২.৩.২-৪, ২.৩.৩-১, ২.৩.৪-৩
উপবিভাগ: ২.৩
- (২.৩.১) উত্তর:- ভুল, স্বামী সহজানন্দ ছিলেন বিহারের আন্দোলনের অন্যতম নেতা।
- (২.৩.২) উত্তর:- ভুল, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়।
- (২.৩.৩) উত্তর:- ঠিক।
- (২.৩.৪) উত্তর:- ঠিক।
উপবিভাগ: ২.৪
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
- (২.৪.২) উত্তর:- হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
- (২.৪.২) উত্তর:- সাঁওতাল।
- (২.৪.৩) উত্তর:- স্বামী বিবেকানন্দ।
- (২.৪.৪) উত্তর:- ১৮৭৬ খ্রিস্টাব্দে।
উপবিভাগ: ২.৫
- (২.৫.১) উত্তর:- ব্যাখ্যা ৩: এটি ছিল, একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র।
- (2.৫.২) উত্তর:- ব্যাখ্যা ৩: হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও-র ছাত্রগণ যৌথভাবে ‘নব্যবঙ্গ’ নামে পরিচিত ছিল।
- (২.৫.৩) উত্তর:- ব্যাখ্যা ৩: ঐ সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ।
- (২.৫.৪) উত্তর:- ব্যাখ্যা ৩: জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানে সিদ্ধান্ত গ্রহণ করেন।
(কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
বিভাগ ‘চ’ এর প্রশ্নগুলির উত্তর
- ৬.১.১ উত্তর:- ‘আত্মীয়সভা’ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।
- ৬.১.২ উত্তর:- ‘যত মত, তত পথ’ এর আদর্শ প্রচার করেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস।
- ৬.১.৩ উত্তর:- তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী।
- ৬.১.৪ উত্তর:- ‘আনন্দমঠ’ উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- ৬.১.৫ উত্তর:- ১৮৬৩ সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়।
- ৬.১.৬ উত্তর:- ‘সর্দার’ উপাধিতে ভূষিত হন বল্লভ ভাই প্যাটেল।
