Madhyamik History Question Paper 2019

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের Madhyamik History Question Paper 2019 (মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০১৯) MP History Question Paper-2019

Table of Contents

Madhyamik History Question Paper 2019 (মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০১৯)                  

বিভাগ – ক

১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১x২০=২০

১.১ মোহনবাগান ক্লাব আই. এফ. এ. শিল্ড জয় করেছিল –

  • (ক) ১৮৯০ খ্রি.
  • (খ) ১৯০৫ খ্রি.
  • (গ) ১৯১১ খ্রি.
  • (ঘ) ১৯১৭ খ্রি. 

উত্তরঃ- (গ) ১৯১১ খ্রি.।

১.২ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন –

  • (ক) চলচ্চিত্রের সঙ্গে
  • (খ) ক্রীড়া জগতের সঙ্গে
  • (গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে
  • (ঘ) পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে      

উত্তরঃ- (ক) চলচ্চিত্রের সঙ্গে।

১.৩ ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশিত হয় –

  • (ক) যশোর থেকে
  • (খ) রানাঘাট থেকে
  • (গ) কুষ্ঠিয়া থেকে
  • (ঘ) বারাসাত থেকে

উত্তরঃ- (গ) কুষ্ঠিয়া থেকে।

১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় –

  • (ক) ১৮৫৭ খ্রি.
  • (খ) ১৮৫৮ খ্রি.
  • (গ) ১৮৫৯ খ্রি.
  • (ঘ) ১৮৬০ খ্রি.

উত্তরঃ- (খ) ১৮৫৮ খ্রি.।

১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন –

  • (ক) ড. এম. জে. ব্রামলি
  • (খ) ড. এইচ. এইচ. গুডিভ
  • (গ) ড. এন. ওয়ালিশ
  • (ঘ) ড. জে. গ্রান্ট 

উত্তরঃ- (ক) ড. এম. জে. ব্রামলি।

১.৬ তিতুমিরের প্রকৃত নাম ছিল –

  • (ক) চিরাগ আলি
  • (খ) হায়দর আলি
  • (গ) মির নিসার আলি
  • (ঘ) তোরাপ আলি

উত্তরঃ- (গ) মির নিসার আলি।

১.৭ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন –

  • (ক) রানি কর্ণাবর্তী
  • (খ) রানি শিরোমণি
  • (গ) দেবী চৌধুরানি
  • (ঘ) রানি দুর্গাবতী

উত্তরঃ- (গ) দেবী চৌধুরানি।

১.৮ “বন্দেমাতরম” সঙ্গীতটি রচিত হয় –

  • (ক) ১৮৭০ খ্রি.
  • (খ) ১৮৭২ খ্রি.
  • (গ) ১৮৭৫ খ্রি.
  • (ঘ) ১৮৭৬ খ্রি.

উত্তরঃ- (খ) ১৮৭২ খ্রি.।

১.৯ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন –

  • (ক) অক্ষয় কুমার দত্ত
  • (খ) রাজনারায়ণ বসু
  • (গ) স্বামী বিবেকানন্দ
  • (ঘ) রমেশচন্দ্র মজুমদার

উত্তরঃ- (গ) স্বামী বিবেকানন্দ।

১.১০ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন –

  • (ক) সংগীত শিল্পী
  • (খ) নাট্যকার
  • (গ) কবি
  • (ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী

উত্তরঃ- (ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী।

১.১১ বর্ণপরিচয়’ প্রকাশিত হয়েছিল –

  • (ক) ১৮৪৫ খ্রি.
  • (খ) ১৮৫০ খ্রি.
  • (গ) ১৮৫৫ খ্রি.
  • (ঘ) ১৮৬০ খ্রি.

উত্তরঃ- (গ) ১৮৫৫ খ্রি.।

১.১২ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় –

  • (ক) ১৯০৫ খ্রি.
  • (খ) ১৯০৬ খ্রি.
  • (গ) ১৯১১ খ্রি.
  • (ঘ) ১৯১২ খ্রি.

উত্তরঃ- (খ) ১৯০৬ খ্রি.।

১.১৩ সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন –

  • (ক) এন.জি. রঙ্গ
  • (খ) স্বামী সহজানন্দ
  • (গ) বাবা রামচন্দ্র
  • (ঘ) লালা লাজপত রায়

উত্তরঃ- (খ) স্বামী সহজানন্দ।

১.১৪ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল –

  • (ক) কলকাতায়
  • (খ) দিল্লিতে
  • (গ) বোম্বাইতে
  • (ঘ) মাদ্রাজে

উত্তরঃ- (গ) বোম্বাইতে।

১.১৫ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল –

  • (ক) রাওলাট সত্যাগ্রহে
  • (খ) অসহযোগ আন্দোলনে
  • (গ) বারদৌলি সত্যাগ্রহে
  • (ঘ) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে

উত্তরঃ- (খ) অসহযোগ আন্দোলনে।

১.১৬ বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন –

  • (ক) বীণা দাস
  • (খ) কল্পনা দত্ত
  • (গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
  • (ঘ) সুনীতি চৌধুরি

উত্তরঃ- (ক) বীণা দাস।

১.১৭ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন –

  • (ক) শচীন্দ্র প্রসাদ বসু
  • (খ) কৃষ্ণ কুমার মিত্র
  • (গ) চিত্তরঞ্জন দাস
  • (ঘ) আনন্দমোহন বসু

উত্তরঃ- (ক) শচীন্দ্র প্রসাদ বসু।          

১.১৮ ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল –

  • (ক) মালাবারে
  • (খ) মাদ্রাজে
  • (গ) মহারাষ্ট্রে
  • (ঘ) গোদাবরী উপত্যকায়

উত্তরঃ- (ক) মালাবারে।

১.১৯ যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়  –

  • (ক) কাশ্মীর
  • (খ) হায়দ্রাবাদ
  • (গ) জুনাগড়
  • (ঘ) জয়পুর

উত্তরঃ- (গ) জুনাগড়।

১.২০ ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় –

  • (ক) ১৯৫৩ খ্রি.
  • (খ) ১৯৫৬ খ্রি.
  • (গ) ১৯৬০ খ্রি.
  • (ঘ) ১৯৬৫ খ্রি.

উত্তরঃ- (গ) ১৯৬০ খ্রি.।

বিভাগ – খ

২. যে-কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে): ১×১৬=১৬

উপবিভাগ: ২.১
২.১ একটি বাক্যে উত্তর দাও: ১x৪=৪

২.১.১ ‘গোরা’ উপন্যাসটি কে রচনা করেন ?

২.১.২ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো।

২.১.৩ কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?

২.১.৪ ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

উপবিভাগ: ২.২
২.২ ঠিক বা ভুল নির্ণয় করো: ১x৪=৪

২.২.১ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।

২.২.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু (গাঙ্গুলী)।

২.২.৩ বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী।

২.২.৪ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত।

উপবিভাগ: ২.৩
২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও: ১x৪=৪

২.৩.১ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়(১) হিন্দু বালিকা বিদ্যালয়

২.৩.২ নবগোপাল মিত্র(২) কৃষক আন্দোলন

২.৩.৩ বীরেন্দ্রনাথ শাসমল(৩) হিন্দুমেলা

২.৩.৪ ড্রিঙ্কওয়াটার বেথুন(৪) বঙ্গদর্শন

উপবিভাগ ২.৪
২. প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো: ১x৪=৪

২.৪.১ সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫) এলাকা।

২.৪.২ বারাসাত বিদ্রোহের এলাকা।

২.৪.৩ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর।

২.৪.৪ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ।

উপবিভাগ: ২.৫
২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো: ১x৪=৪

২.৫.১ বিবৃতি: রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন (১৮২৩ খ্রি.)।

ব্যাখ্যা

  • ১: সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে।
  • ২: ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে।
  • ৩: ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।

২.৫.২ বিবৃতি: স্বামী বিবেকানন্দ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন।

ব্যাখ্যা

  • ১: তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।
  • ২: তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।
  • ৩: তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা।

২.৫.৩ বিবৃতি: বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয় নি।

ব্যাখ্যা

  • ১: শ্রমিক কৃষকরা এই আন্দোলনের বিরোধী ছিল।
  • ২: ব্রিটিশ সরকার শ্রমিক কৃষকদের আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
  • ৩: বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন।

২.৫.৪ বিবৃতি : গান্ধিজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেন নি।

ব্যাখ্যা

  • ১: গান্ধিজি ছিলেন জমিদার শ্রেণির প্রতিনিধি।
  • ২: গান্ধিজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন।
  • ৩: গান্ধিজি শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণিসমন্বয়ে বিশ্বাসী ছিলেন।

বিভাগ-গ

৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো এগারোটি ): ২x১১=২২

৩.১ আঞ্চলিক ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন?

৩.২. ‘সরকারি নথিপত্র’ বলতে কী বোঝায়?

৩.৩ সংবাদপত্র এবং সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী?

৩.৪ মধুসূদন গুপ্ত কে ছিলেন?

৩.৫ সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন?

৩.৬ নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল?

৩.৭ জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো।

৩.৮ উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ‘ভারতমাতা’ চিত্রটির কিরুপ ভূমিকা ছিল?

৩.৯ চার্লস উইলকিনস কে ছিলেন?

৩.১০ বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী?

৩.১১ কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল?

৩.১২ মাদারি পাশি কে ছিলেন?

৩.১৩ মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন?

৩.১৪ দলিত কাদের বলা হয়?

৩.১৫ দার কমিশন (১৯৪৮) কেন গঠিত হয়েছিল?

৩.১৬ পত্তি শ্রীরামুলু কে ছিলেন?

বিভাগ – ঘ

৪. সাত বা আটটি বাক্যে যে-কোনো ছটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও): ৪x৬=২৪

উপবিভাগ ঘ.১

৪.১ ‘নীলদর্পণ’ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়?

৪.২ উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন?

উপবিভাগ ঘ.২

৪.৩ হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

৪.৪ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?

উপবিভাগ: ঘ.৩

৪.৫ ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।

৪.৬ বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ড. মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল?

উপবিভাগ: ঘ. ৪

৪.৭ ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল?

৪.৮ কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?

বিভাগ – ঙ

৫. পনেরো বা ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৮x১=৮

৫.১ বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবাবিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? ৫+৩

৫.২ বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। ৮

৫.৩ বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী? ৫+৩

আরোও পড়ুন

Leave a Comment