মুখশলা পিঠা

লোভনীয় মুখশলা পিঠা

মুখশলা পিঠা বানানোর উপকরণ

  • ৩ ছোট কাপ চালের গুঁড়ো
  • ১/২ কাপ নারকোল কোরা
  • ২০০ গ্রাম খেঁজুর পাটালি গুড়
  • ৫০০ গ্রাম খেঁজুরের ঝোলা গুড়
  • ১ চিমটি নুন
  • ৪ টে এলাচ গুঁড়ো
  • ৪ চা চামচ ঘি
  • ৮ চা চামচ সাদা তেল

সুস্বাদু মুখশলা পিঠা প্রস্তুত প্রণালী

  • (১) প্রথমে নারকেল কোরা, পাটালি গুড় ও এলাচ গুঁড়ো দিয়ে নারকেলের ছই তৈরী করতে হবে। এরপর কড়াই গরম করে মিডিয়াম ফ্লেমে চালের গুঁড়ো নাড়াচাড়া করতে হবে ২ মিনিট। তারপর চালের গুঁড়ো আলাদা করে রেখে দিতে হবে।
  • (২) এরপর ৩ কাপ জল কড়াইতে ফুটিয়ে তাতে খেঁজুরের পাটালি দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিয়ে, এবার চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডো তৈরী করতে হবে।
  • (৩) তারপর ডো ঠান্ডা হলে সেটা থেকে লেচি কেটে হাতের তালু দিয়ে গোল করে তারপর চ্যাপ্টা করে তাতে নারকেলের ছই ভরে পিঠে পুলির আকারে গড়ে নিতে হবে।
  • (৪) এরপর কড়াইতে তেল ও ঘি গরম করে মিডিয়াম ফ্লেমে পিঠে গুলো ভেজে নিতে হবে। ব্যস এবার একটি প্লেটে তুলে সাজিয়ে পরিবেশন করুন।

Leave a Comment