Parts of Speech কাকে বলে? Parts of Speech -এর উদাহরণ, Parts of Speech কয় প্রকার ও কি কি? 8 প্রকার Parts of Speech সম্পর্কে ব্যাখ্যা করা হল।
Parts of Speech
Parts of Speech কাকে বলে?
আমরা যে কথা বলি তাকে বলে Speech (স্পীচ্)। আর সেই Speech-এর মধ্যে যে Word- গুলি ব্যবহৃত হয় সেগুলি তার Part বা অংশ বলে সেগুলিকে বলা হয় Parts of Speech (পার্টস অফ স্পীচ্)।
Parts of Speech -এর উদাহরণ
Reba sings sweetly. রেবা মিষ্টি সুরে গান গায়।
এখানে ‘Reba’ একটি মেয়ের নাম। ‘sing’ অর্থাৎ গান গাওয়া একটি কাজ এবং ‘sweetly’ অর্থাৎ ‘মধুরভাবে’ এই word-এর দ্বারা কাজের ধরন বোঝায়। এইভাবে একটি Sentence-এর মধ্যে বিভিন্ন অর্থের বিভিন্ন Word ব্যবহার করা হয়। এগুলি Sentence-এর একটি Part (পার্ট) বা অংশ। ইংরেজি ব্যাকরণে এগুলিকে Parts of Speech (পার্টস্ অফ স্পীচ্) বলে।
Parts of Speech কয় প্রকার ও কি কি?
কাজ ও প্রকৃতি অনুসারে Parts of Speech কে আট শ্রেণীতে ভাগ করা হয়। যেমন-
Noun (নাউন) বা বিশেষ্য
Man, Boy, Girl, Amal, Bimal, Kolkata, Delhi, India etc.
Pronoun (প্রোনাউন) বা সর্বনাম
I, We, You, He, She, They etc.
Adjective (এ্যাজেকটিভ) বা বিশেষণ
Good, Bad, Old, New, Rich, Poor. 4. Verb (ভাব) বা ক্রিয়া Ask, Play Do Strong. Weak etc. Eat Sing, Dance, Buy, Fly etc.
Adverb (অ্যাডভার্ব) বা ক্রিয়াবিশেষণ
Fast, Soon, Always, Never. Here. There. Badly. Gladly, Bravely, Hardly, Clearly, Quickly, Only, Loudly, Softly, Strongly, Terribly. Wrongly etc.
Preposition (প্রিপোজিশন) বা সম্বন্ধবাচক অব্যয়
At, In, By, For, To. Into, On, Over, Above, With etc.
Conjunction (সংযোজক অব্যয়)
K And, But, Or, Either Neither……nor, etc.
Interjection [ইন্টা(র)জেক্শন] বা আবেগসূচক অব্যয়
Alas! (অ্যালাস) (দুঃখসুচক), Hurrah! (8) ]. Hallo!/Hello! (1). Ah! (), Bravo! (1) [উৎসাহসূচক], etc.