মটর পনির

সুস্বাদু মটর পনির

মটর পনির বানানোর জন্য উপকরণ

পনির ২০০ গ্রাম, ১/২ কাপ মটরশুঁটি সিদ্ধ, ১ চা চামচ আদা কুচি, ২ টো টমেটো, ৮-১০ টা বাদাম কিসমিস, ১ টেবিল চামচ চারমগজ বাটা, ২ টেবিল চামচ টকদই, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ জিরা, ১ টি তেজপাতা, ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো, ১ চিমটি হিং, স্বাদ মত নুন ও চিনি, পরিমাণ মত তেল।

সুস্বাদু মটর পনির প্রস্তুত প্রণালী

  • (১) প্রথমে পনির টুকরো টুকরো করে কেটে নিন।
  • (২) এবার টমেটো কুচি করে কেটে নিন এবং আদা, বাদাম কিসমিস ও চারমগজ দিয়ে সিদধ করে ব্লেন্ড করে নিন।
  • (৩) তারপর তেল গরম করে তাতে জিরা তেজপাতা ও হিং দিয়ে দিন এবং বাটা মশলা দিয়ে ভালো করে ভাজুন নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে।
  • (৪) এবার পনির ও মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে টকদই মিশিয়ে নিন, জল দিয়ে ফুটতে দিন, চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন।
  • (৫) ব্যস রেডি মটর পনির। এবার গরম গরম পরিবেশন করুন।

Leave a Comment