আনারসের মকটেল
আনারসের মকটেল বানানোর উপকরণ
- ১ কাপ আনারস কাটা
- ১ চিমটি বিট নুন
- ১ চা চামচ চিনি
- ১ চিমটি চাট মশলা
- ১ কাপ সোডা ওয়াটার
আনারসের মকটেল তৈরি পদ্ধতি
- (১) প্রথমে আনারস কেটে পেস্ট করতে হবে।
- (২) তারপর গ্লাসে ঢেলে সোডা ওয়াটার দিয়ে নাড়তে শুরু করতে হবে।
- (৩) এবার নুন, মিষ্টি, চাট মশলা নাড়িয়ে পরিবেশন করুন।